হ্যালো,
আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই।আশা করছি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার আশীর্বাদে ভালো আছি।
আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেব আমাদের বাড়ির মঙ্গল চন্ডি পূজার কিছু কথা।
আমার বাবার বাড়িতে ও শ্বশুর বাড়িতে দেখে এসেছি ও করে এসেছি প্রতি বছরের বৈশাখ মাসের প্রতিটি মঙ্গলবারে মঙ্গলচণ্ডী পূজা।প্রতি মঙ্গলবার উপোস থেকে মা মঙ্গলচন্ডির আরাধনা করা হয় ও প্যাচালি পড়া হয় কিন্তুু শেষ মঙ্গলবার প্রতিমা দিয়ে মঙ্গলচণ্ডী পূজা করা হয়।যদিও বা কিছু সমস্যার কারনে আমরা অগ্রগীম পূজা করেছি।মানে গত মঙ্গলবার করেছি।শেষ মঙ্গলবার উপোস থাকবো।
আমরা জানি ইশ্বর এক ও অদ্বিতীয়। সৃষ্টিকর্তা বলেছেন আমাকে যে যেভাবেই মন প্রাণ দিয়ে ভক্তিভরে স্মরণ করে আমি তাকে সেভাবেই সাড়া দেই।আমরা জানি ইশ্বরের দুটো রুপ সাকার ও নিরাকার। আমরা হিন্দুধর্মাবলীরা সাকার রুপে ইশ্বরকে আরাধনা করে থাকি। ইশ্বর এক ও অদ্বিতীয় যুগে যুগে ধর্মের ও অবিচারের বিনাশের জন্য নানা রুপে সৃষ্টি কর্তার আবিভূত হয়ে থাকেন। পৃথিবীতে মঙ্গলকামনায় ও প্রতিটি জীবের মঙ্গলে আমরা আমরা মা মঙ্গল চন্ডীর পূজা করে থাকি।আমাদের বিশ্বাস মা মঙ্গলচণ্ডী আমাদের সবার মঙ্গল করে থাকে।
আমরা সবাই সৃষ্টি কর্তাকে বিশ্বাস করি।সকল সৃষ্টির মূলে সৃষ্টি কর্তা রয়েছেন।
আমাদের বাড়িতে গতকাল মঙ্গলবারের মঙ্গলচণ্ডী পূজা ছিলো।পূজা করা হয়েছিলো উঠানে।
মঙ্গলচন্ডী মায়ের পূজায় ধান,দূর্বা,ফুল,আতোপতাল, ধান,কলা,ফলমূল এসব পূজায় লাগে।
প্রসাদ হিসেবে করা হয়েছিলো মক্ষিত,লুচি,পায়েস, সুজি,তরমুজ, শশা,আঙ্গুর, আপেল।মঙ্গল চন্ডী উপবাসীদেরকে ব্রতী বলা হয়ে থাকে।প্রতিটি ব্রতীদের জন্য আলাদা আলাদা কলা পাতায় দিতে হয়।ফুল,ধান দূর্বা দিয়ে মন্ত্র উচ্চারিত করে পাতায় ব্রতীরা ফুল অঞ্জলি দিতে হয়।প্রদিব জ্বালিয়ে, শঙ্খ বাজিয়ে, উলুদ্ধনি দিয়ে
পরহিতের মঙ্গলচণ্ডীর মন্ত্র উচ্চারিত করে পূজা সম্পূর্ণ করেছেন। পূজা সম্পূর্ণ হয়ে গেলে ব্রতীদের হাতে দূর্বাও ফুল দিয়ে জোর হাতে বসে পুরোহিতের প্যাচালি পড়া শুনেছে সব ব্রতী।
প্যাচালী পড়া শেষ আবারও ফুল, দূর্বাহাতে নিয়ে মা মঙ্গলচণ্ডীর প্রনাম মন্ত্র উচ্চারিত করে পূজা সমাপ্তি করা হয়েছে। মঙ্গলচণ্ডীর চরনে ফুল,দূর্বা,দিয়ে ও পুরোহিতের বানানো বিশেষ প্রসাদ চরণামৃত গ্রহনের মাধ্যমে ব্রতীগন তাদের উপোস ভেঙ্গেছে।
এভাবেই মঙ্গলচণ্ডী ব্রতীরা এই মঙ্গলচণ্ডী ব্রত পালন করা হয়ে থাকে।
আজকের মতো এখানেই শেষ করছি।আবারও দেখা হবে অন্যকোন পোস্টের মাধ্যমে।সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন।
টাটা
পোস্ট | বিবরণ |
---|---|
পোস্ট তৈরি | @shapladatta |
শ্রেণী | জেনারেল রাইটিং |
ডিভাইস | OppoA95 |
লোকেশন | বাংলাদেশ |
আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।
আজকে মঙ্গলচন্ডী পূজা সম্পর্কে অনেক কিছুই জানলাম যেমন এটি মঙ্গলবারে অনুষ্ঠিত হয়ে থাকে। এ ধরনের পূজা দেখতে আমার বেশ ভালই লাগে বিশেষ করে প্রতিমা গুলো অনেক সুন্দর ভাবে তৈরি করা হয় যার ফলে অনেক ভালো, ভালো কারুকার চোখে পড়ে। ধন্যবাদ আপনাকে আপু এমন সুন্দর একটি মুহূর্তের আমাদের সবাইকে সঙ্গী করে নেয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর কমেন্ট করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit