হ্যালো
আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ ও সৃষ্টিকর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।
ভিন্নজগৎ এ খুব সুন্দর সুন্দর মাটির ফল, ফুল বানানোর আছে।সেগুলোর ফটোগ্রাফি ও বর্ণনা দেব এখন।
আম
আম অনেক পুষ্টিকর ও সুস্বাদু একটি খাবার। আমরা শুধু আম গাছে ধরতে দেখি কিন্তুু যদি পার্কে আম বানিয়ে রাখা হয় মানে আমার ভার্স্কয তাহলে মন্দ হয় না।ভিন্নজগৎ এ বিশাল বড়ো আম বানিয়েছেন পর্যটনদের মনো রঞ্জনের জন্য। আমটি এতোই সুন্দর লাগছে দেখতে যে মনে হচ্ছে পাকা আমটি মাত্র গাছ থেকে পড়লো।এতো বড়ো আম কখনো হয়না তাই অরিজিনাল আম মনে করে না কেউ কিন্তুু এই আমটি যদি ছোট হতো তবে সবাই কুড়ানোর জন্য দৌড়ে যেতো কাছে।আমটির কালার এতো চমৎকার হয়েছে যে একদমই পাকা আম মনে হচ্ছে। আমটি কিন্তুু সত্যি অসাধারণ সুন্দর।
কাঁঠাল
কাঁঠাল আমাদের জাতীয় ফল।আর এই জাতীয় ফল থাকবে না তা কি করে হয়।এখানে একটি ফলের ঝুড়ির উপরে চমৎকার সুন্দর করে একটি কাঁঠাল বানিয়ে রেখেছে। দেখে মনে হবে গাছ থেকে তুলে আনা কাঁঠাল এটি।কাঁঠালটি দেখে খুব ভালো লেগেছে। আমার বিশ্বাস যারাই ভিন্নজগৎ এ আসবে সবার এই ফল বেশ ভালো লাগবে।কাঁঠালের বোটা,বোটার সাথে থাকা পাতা ও কাঁঠালের শরীরের যে কাঁটা সেগুলো দেখতে দারুণ লাগছে।
পাকা কলা
পাকা কলার সৌন্দর্য কেমন তা আমরা সবাই জানি তবে আমার মনে হয় কখনো এতো সুন্দর ভাবে আমরা কলার সুন্দর্য উপভোগ করি না।ভিন্নজগৎ কে ধন্যবাদ এরকম সুন্দর একটি কলার কাদা বানিয়ে রেখেছেন জন্য। আমাদের এলাকায় এই কলাকে কলার কাদা বলে থাকে।কলার কালারটা চমৎকার করেছে।দেখে অরিজিনাল কলার মতোই লাগছে।এই পার্কের দর্শনার্থীদের জন্য চমৎকার আয়েজন করে রেখেছে দেখে বেশ ভালো লেগেছে ব্যাক্তিগত ভাবে আমার।আশা করছি আপনাদের ও ভালো লাগবে।
শাপলা ফুল
জাতীয় ফল কাঁঠালের পরে দেখলাম আমাদের জাতীয় ফুল শাপলার দেখা।শাপলা আমাদের জাতীয় ফুল এবং এই ফুলের প্রতি দূর্বলতা সবার। শাপলা বানিয়ে রেখেছে যা সুন্দর্য ছড়িয়েছে ও শুভ্রতা ছড়িয়ে দর্শনার্থীদের মনকে কেড়ে নিতে সক্ষম। আমার মতো ভিন্নজগৎ আসা প্রতিটি মানুষের মন কেড়েছে এই শাপলা নিশ্চিত আমি।শাপলাটি দেখে মনে হচ্ছে জলের বুকে ভেসে আছে।
জাতীয় মাছ
জাতীয় ফল,জাতীয় ফুলের পর এবার দেখলাম জাতীয় মাছ।দারুণ মাছটি।মাছটি দেখে মনে হচ্ছে নীল জলে সাঁতার কাটছে।ইলিশ মাছ খুব সুস্বাদুও সুন্দরী একটি মাছ।ইলিশ মাছ দেখতে এতোটাই সুন্দর যে অন্যকোন মাছ এই মাছের সৌন্দর্যের সাথে পাল্লা দিতে পারবে না।ইলিশ মাছ দেখতে যেমন খেতেও তেমনি সুস্বাদু। এই ইলিশ মাছটি নিখুঁত ভাবে ইট,বালি সিমেন্ট দিয়ে বানিয়ে রেখেছে তা দেখে বোঝার উপায় নেই।
এই ছিলো আমার আজকের ভিন্নজগৎ এ গিয়ে ইট,সিমেন্ট দিয়ে বানানো ফল,ফুল,মাছের ফটোগ্রাফি। আশা করছি আপনাদের ভালো লাগবে।আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্যকোন পোস্টের মাধ্যমে।সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।
টাটা
পোস্ট | বিবরণ |
---|---|
পোস্ট তৈরি | @shapladatta |
শ্রেণী | ফটোগ্রাফি |
ডিভাইস | OppoA95 |
লোকেশন | বাংলাদেশ |
আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।
ভিন্নজগৎ কি একটি বিনোদন পার্ক? আমার দেখে তো তেমনই মনে হল। ছবিগুলো অসাধারণ তুলেছো। আর এত সুন্দর সুন্দর ফল ফুল মাছ করা আছে দেখে মনে হচ্ছে পার্কটি বেশ সুন্দর। প্রত্যেকটি মডেল যেন আসল ফলগুলিকেই সূচিত করছে। বেশ বিনোদনমূলক একটি পোস্ট শেয়ার করলে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি তো প্রথম ফটোগ্রাফি টা দেখে ভাবছিলাম এত বড় আম কিভাবে এলো। পরে দেখলাম এটা সিমেন্ট দিয়ে তৈরি করা। ভালো লাগলো আপনার ফটোগ্রাফি গুলো দেখে। ভিন্ন জগতে অনেক কিছুই তৈরি করা রয়েছে দেখছি। ফটোগ্রাফি গুলো ভালো ছিল। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভিন্ন জগৎ বিনোদন পার্কের মধ্যে আমি বেশ কয়েকবার ঘুরতে গিয়েছিলাম। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে ভিন্ন জগৎ বিনোদন পার্ক থেকে বেশ কয়েকটি ফলের ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। বিশেষ করে আপনার শেয়ার করা বড় আকারের কাঁঠালের ফটোগ্রাফি টি একটু বেশি ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি দেখতেছি ভিন্ন জগৎ থেকে চমৎকার ফটোগ্রাফি করেছেন। আসলে এই ফটোগ্রাফি গুলো দেখতে বেশ ভালো লাগে। মাটি দিয়ে এবং বিভিন্ন ধরনের জিনিস দিয়ে এগুলো বানায় দেখতে বাস্তবে ফুল ফলের মত লাগে। আম এবং কাঁঠালের ফটোগ্রাফি দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম। অসাধারণ কিছু ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভিন্ন জগতের চমৎকার সময় কাটিয়েছেন তো আপনি। গাছের মধ্যে অনেক আম কাঁঠাল কলা দেখেছি। আমি বাস্তবে ভাস্কর্য এত বড় বড় ফল তো আগে দেখি নাই। তবে আম কাঁঠাল ফটোগ্রাফি একটু অসাধারণ করেছেন। মাছ দেখতেছি অনেক জোরে লাফ দিতেছে ফটোগ্রাফির মধ্যে ভাস্কর্য। সত্যি অসাধারণ ফটোগ্রাফি করে উপস্থাপনা করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit