শিল্প ও বাণিজ্য মেলায় ঘুরাঘুরির অনুভুতি ❤️

in hive-129948 •  7 months ago 

হ্যালো,

আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন। আমিও সৃষ্টি কর্তার কৃপায় ভালো আছি।আমি শাপলা দত্ত, বাংলাদেশ থেকে আজ আপনাদের মাঝে শেয়ার করবো শিল্পও বাণিজ্য মেলায় যাওয়ার অনুভুতি।

IMG20240215172634.jpg

খুব ব্যাস্ত সময় পার করছি।বাড়ি কালারের কাজ হচ্ছে তাই এতোটাই ব্যাস্ত যে প্রয়োজনীয় কাজেও বাইরে যাওয়া হচ্ছে না।যেহেতু আমার ভাই এর বিয়ে তাই কিছু কেনাকাটার দরকার ছিলো যদিও বা কেনাকাটা সব করে ফেলেছি কিন্তুু তবুও কতো কি যে কেনাকাটা রয়ে যায়।তাই নতুব বউ ও আমার বেনারসির ব্লাউজ বানাতে দেয়ার ছিলো তাই জেলা শহরের টেইলার্স গিয়েছিলাম ব্লাউজ বানাতে। টেইলার্সে গিয়ে ব্লাউজ বানাতে দিলাম।

IMG_20240215_232244.jpg

জুয়েলার্সে গেলাম জুয়েলার্সে নতুন বউয়ের জন্য গহনা বানাতে দেয়া ছিলো সেগুলো নিলাম এবং বাণিজ্য মেলায় গেলাম।
IMG20240215172150.jpg
প্রথমে টিকিট কেটে ঢুকলাম আমরা মেলায় এর পর ভীতরে গিয়ে ঘুরে ঘুরে পরিদর্শন করলাম পূরা মেলা।মেয়ে অনেক প্রকার রাইডে উঠল মেয়ের বাবা ছিলো জন্য আমার এগুলোর টিকিট কাটানো কিংবা তুলে দিয়ে দাড়িয়ে থাকার কোন ঝামেলা করতে হয়নি।

IMG20240215175759.jpg

আমি আমার মতো করে ঘুরে বেড়িয়েছি মেলায়।মেয়ের কোন কিছু খাওয়ার প্রতি আকর্ষণ নাই শুধু এখানে ওখানে ওঠার বায়না।বায়না মেটালো মেয়ের বাবা।কেনাকাটার তেমন কোন প্লান ছিলো না তবে ফুলের টব ও ফুল কেনার ইচ্ছে ছিলো তাই সুর্যমুখী ফুলের দাম করলাম আর একটি ফ্লোয়ার স্ট্যান্ড দাম করলাম কিন্তুু দাম বেশি মনে হলো। একটি করে ফুলের স্টিক ৩৫০টাকা করে চাইলো।ফ্লোয়ার স্ট্যান্ড ৪০০ পরে তেরোশ টাকা দিয়ে দুটো স্টিকও স্ট্যান্ড কিনলাম।সাদা গোলাপ গুলো সুন্দর ছিলো তবে অনেক দাম মেলায়।সূর্যমুখী নিয়েছি জন্য আর গোলাপ নেইনি।

IMG20240215172634.jpg

IMG20240215225516.jpg

ঘুরতে ঘুরতে হঠাৎ দেখলাম বেশ কিছু আচারের দোকান বসেছে। খুব ভালো করে দেখলাম হরেক রকমে সুন্দর সুন্দর আচার তবে আমার খেতে মন চাইলো আমলকীর মোরব্বা, আলুবোখরা ও রসুনের টক আচার।১০০গ্রাম আচারের দাম ৮০টাকা করে তো আমি তিন প্রকারের আচার নিলাম।ভীষণ লোভনীয় লাগছে আচার গুলো।

PhotoCollage_1708050216814.jpg
এরপর ক্রুকরাইজ এর দোকানে গিয়ে ঘুরে ঘুরে দেখলাম সব কিছু এবং একটি ট্রে ও একটি ছোট্ট লোহার কড়াই নিলাম।
PhotoCollage_1708051694267.jpg

মেলায় অনেক রকমের বাচ্চাদের খেলনা উঠেছে আমার মেয়ে আজকে একটি খেলনাও কিনলো না।তবে একটি কাপ্তান কেনার জন্য বলেছিলো তাই নিলাম কাপ্তানটি।আসলে বাচ্চাদেরকে ছোট ছোট কিছু কিনে দিলেই ভীষণ খুশি হয়ে যায়।ঘোরাঘুরি করতে ভীষণ ভালোবাসে বাচ্চারা।মেলা থেকে বের হয়ে গেলাম সোফায় দোকানে উদ্দেশ্যে ফোমও সোফায় কভার সেট কেনা।এসব বিষয়ে আমার কোন আইডিয়া নাই তাই বর পছন্দ করে নিলো ফোম শুধু কভার আমি পছন্দ করেছি।দোকানে গেলে চোখ ঝলসে যায় সব গুলোই ভালো লাগে দেখতে অনেক বাছাবাছি করার পর এই ডিজাইন টি পছন্দ করলাম।এরপর একটি অটো নিয়ে সব কিছু নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।আমি আর বাইকে উঠলাম না জিনিসপত্র নিয়ে মেয়েকে নিয়ে অটোরিকশায় আসলাম আর বর বাইক নিয়ে পিছু পিছু আসলো।
এই ছিলো আমার আজকের শিল্প ও বাণিজ্য মেলায় ঘোরাঘুরির কিছু মুহুর্তের ফটোগ্রাফি ও অনুভুতি। আশা করছি আপনাদের ভালো লাগবে।আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোন পোস্টের মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

InShot_20240216_114207840.jpg

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসOppoA95
লোকেশনগাইবান্ধা, বাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন শিল্প ও বাণিজ্য মেলায় ঘুরাঘুরির অনুভুতি। আসলে আমিও বেশ কয়েকবার বাণিজ্য মেলায় গিয়েছি এই মেলাগুলো দীর্ঘ সময় হওয়ার কারণে দেখতে বেশ ভালো লাগে। আপনি একদম ঠিক বলেছেন আপু যেকোন জিনিসের দাম মেলাতে একটু বেশি হয়ে থাকে। ধন্যবাদ এত সুন্দর ভাবে সবাই মিলে মেলাতে ঘুরতে গিয়ে আমাদের মাঝে পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

তাহলে বাড়ির কাজের ব্যস্ততার পাশাপাশি ভাইয়ের বিয়ে উপলক্ষে কেনাকাটা নিয়ে অনেক ব্যস্ত রয়েছেন দেখছি ।সেই ফাঁকে শিল্প ও বানিজ্য মেলায় কিছু সুন্দর মুহূর্ত উপভোগ করলেন। এই ধরনের মেলায় গেলে ভিন্ন ভিন্ন ধরনের জিনিস দেখতে পাওয়া যায় । আপনার কাটানো মুহূর্তটি খুবই সুন্দর ছিল। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

হ্যাঁ ভাইয়া বাড়ির কাজের ব্যাস্ততার পাশাপাশি কেনাকাটা করলাম। ঠিক বলেছেন এই ধরনের মেলায় গেলে নানান রকমের জিনিস দেখা যায়।

আপু আপনি অনেক সুন্দর একটা সময় কাটিয়েছেন। আর মেলাতে যেতে সবারই ভালো লাগে।তবে ছোট বেলায় বাবা-মার সাথে গিয়ে জেদ করে কিছু কিনে নেবার মজাই আলাদা। ধন্যবাদ আপু এত সুন্দর পোস্ট করার জন্য।

Posted using SteemPro Mobile

একদম ঠিক বলেছেন দাদা এসব মেলায় গেলে ছোটবেলার কথা মনে পড়ে যায়।

ধন্যবাদ আপু

Posted using SteemPro Mobile

গাইবান্ধায় শিল্প ও বাণিজ্য মেলা ভ্রমণ করে দারুণ অভিজ্ঞতা এবং ফটোগ্রাফি শেয়ার করেছেন খুবই ভালো লাগলো।
আমিও আজ ঢাকা বাণিজ্য মেলা ভ্রমণ করে ভিন্ন ভিন্ন জিনিস দেখেছিস সেই সাথে নতুন ধরনের আইডিয়াও পেয়েছি।
আপনার অনুভূতি পড়ে খুবই ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

আপনি ঢাকা বাণিজ্য মেলায় গিয়েছিলেন জেনে ভালো লাগলো।

এখন দেশের সব জায়গায় মেলা চলছে। কত ধরনের মেলা যে চলেছে তার হিসাব নেই। বর্তমানে ঢাকা এখন মেলার শহরে পরিণত হয়েছে। আমিও গিয়াছি কয়েকটি মেলায়। বেশ ভালো লাগে ঘুরতে। অনেক নতুন নতুন জিনিস দেখা যায়। তবে দাম কিছুটা বেশি। মেলায় বেশ ভালো সময় কাটিয়েছেন পরিবারের সবাই মিলে। অনন্দের অনুভূতি শেয়ার করার জন্য ধন্যবাদ।

ঠিক বলেছেন আপনি দেশের সব জায়গায় মেলা চলছে।আর মেলায় ঘুরতে সত্যি অনেক ভালো লাগে।

শিল্প ও বাণিজ্য মেলায় ঘুরতে গিয়ে দারুন সময় অতিবাহিত করেছেন তার পাশাপাশি খুবই সুন্দর সুন্দর ভিন্ন ভিন্ন ফটোগ্রাফি করেছেন দেখে ভীষণ ভালো লাগলো। আপনার অনুভূতি গুলো পড়ে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান কমেন্ট করার জন্য।

আসলে বিয়ে শাদির অনুষ্ঠানে কেনাকাটার শেষ নেই। সবকিছু কেনার পরেও মনে হয় এটা লাগবে সেটা লাগবে। যাইহোক নতুন বউ ও আপনার জন্য ব্লাউজ বানাতে টেইলর্স এর দোকানে গিয়েছেন এবং তারপর মেলায় গিয়ে অনেক কিছুই কেনাকাটা করেছেন আপনারা। আসলে মেলার মধ্যে সবকিছুর দাম বেশি থাকে। আপনার মেয়ে তো বেশ ভালোই মজা করলো। সবমিলিয়ে বেশ ভালো লাগলো পোস্টটি পড়ে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

একদম ঠিক বলেছেন আপনি সব কিছু কেনার পরেও মনে হয় এটা লাগবে ওটা লাগবে।ধন্যবাদ ভাইয়া সুন্দর কমেন্ট করার জন্য।

শিল্প ও বাণিজ্য মেলায় গিয়ে দেখছি খুবই ভালো সময় অতিবাহিত করেছিলেন। এবং কি অনেক জিনিসপত্র কিনেছিলেন। আসলে বাচ্চারা মেলাতে গেলে কোন কিছু কেনার প্রতি বেশি আকর্ষণ দেখায় না। তাদের সব থেকে বেশি আকর্ষণ থাকে রাইডগুলোতে উঠার প্রতি। ১৩০০ টাকা দিয়ে দুটো স্টিকও স্ট্যান্ড কিনেছিলেন জেনে অনেক ভালো লেগেছে। সোফার কভারটা কিন্তু সত্যি অনেক বেশি সুন্দর ছিল। ভাইয়া ফোম পছন্দ করেছিল, আর আপনি কভার পছন্দ করেছিলেন বিষয়টা দারুন ছিল।

অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর কমেন্ট করার জন্য।