হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই?আশা করছি সৃষ্টিকর্তার কৃপায় সবাই সুস্থ্য আছেন।আমিও ভালো আছি।আজ আমি আপনাদের মাঝে অসুস্থতা ৪পর্ব শেয়ার করবো।
এবার আমার মনটা ভিষণ খারাপ ছিলো কারণ বাড়িতে আমার দেওরের ছেলের মুখে ভাতের অনুষ্ঠান তাই ভাবছিলাম তারাতারি অপারেশন টা হলে বাড়িতে যেতে পারবো কারণ সব আত্নীয় স্বজন এসেছে।
বাড়িতে দেখা হবে সবার সাথে এসব ভাবনার মাঝেই সিষ্টার এসে বল্লেন আগামীকাল আপনার পিত্তথলি অপারেশন হবে।
তাই আর একবার সিএসডিতে কেনাকাটির উদ্দেশ্যে রওনা দিলাম এবং পছন্দের ব্রান্ড flormar এর মেকাপ সেট কিনলাম,এবং রুমে চলে আসলাম ও পরদিন অপারেশন তার প্রস্তুতি নিচ্ছিলাম।
যথারীতি পর দিন আমাকে অপারেশন জন্য তৈরী করে নিয়ে যাওয়া হলো অপারেশন থিয়েটারে এবং অপারেশন ও করলেন। অপারেশনর দুই দিন পর বাড়িতে চলে আসলাম। ঢাকায় থাকাকালীন অবস্থায় নিজেকে খুব অসহায়ও অসুস্থ মনে হতো।বাড়িতে আসার পর পরেই আমি একদম সুস্থ হয়ে গেলাম।তখন থেকে বেশ ভালোই ছিলাম কিন্তুু কিছুদিন পর আমার অপারেশন হয়েছিলো আগে যে কিডনির সেই কিডনিতে ব্যাথা অনুভব হতে লাগলো। যেহেতু ডাক্তার বলেছিলেন একবার কিডনিতে পাথর হলে বার বার হওয়ার সম্ভবনা থেকে যায় তাই চেকআপে থাকতে হবে।প্রতি ছয়মাস পর পর আলট্রাস্নো করতে হবে,সেজন্য আবার ইউরোলজি ডাক্তার দেখাতে গেলাম।এবার আর ঢাকায় নয় রংপুর মেডিকেল কলেজের ডাক্তার বসেন আমাদের জেলা শহরে সেখানেই দেখানে গেলাম এবং ওনি কোন টেস্ট না দিয়ে কিছু ঔষধ লিখে দিলেন এবং বল্লেন আপনি ভালো আছেন ঔষধ গুলো খাবেন আর নিয়ম মতো চলবেন।ঔষধ খাওয়ার পর বেশ ভালোই ছিলাম কিন্তুু কিছুদিন পর আবার ব্যাথা শুরু এবং আবারও গেলাম ডাক্তারের কাছে আবারও ঔষধ লিখে দিলেন ওসব খাচ্ছিলাম এবং এবার অনেক দিন ভালো ছিলাম কিন্তুু আবারও ব্যাথা শুরু হলো,
(চলবে)
পোস্ট | বিবরণ |
---|---|
শ্রেণী | জেনারেল রাইটিং |
ডিভাইস | OppoA95 |
পোস্ট তৈরি | @ shapladatta |
স্থান | গাইবান্ধা |
আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।