হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই, আশা করছি ভালো আছেন সুস্থ আছেন।আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম অসুস্থতা পর্ব ৩ কিছু কথা নিয়ে।আশা করছি ভালো লাগবে।
হাসপাতাল থেকে আসার পর ঔষধ চলছিলো ভালোই চলছিলাম। কিন্তুু মনের মাঝে একটা অশান্তি কাজ করছিলো সব সময় মনে হতো এই বুঝি ব্যাথা উঠবে।যেহেতু আমার পিত্তথলিতে পাথর যে কোন সময় ব্যাথা উঠতে পারে।আমার অবশ্য কখনোই ব্যাথা ওঠেনি। মাথায় ঘুর পাক খাচ্ছে এবার পিত্ত থলির অপারেশন টা করেই ফেলবো।কিছুদিন পর আবার ডাক্তার দেখালাম ঢাকা সিএম এইসে সার্জারি তে এবং হাসপাতালে ভর্তি করে নিলেন অপারেশনর জন্য। সব রকম টেষ্ট দিলেন।ভর্তি থাকা অবস্থায় সব টেষ্ট করে নিলাম।আমি তো একদম সুস্থ সবল মানুষ। হাসপাতালে ভর্তি ভালো লাগতো না হাসপাতালে থাকতে। হাসপাতাল থেকে লোভনীয় সব খাবার দিতো।একটু পর পর খাবার আসতো,সকাল আটটায় বাটার সহ পাউরুটি চা,দুটো ডিম।এগারোটায়, ফল দুধ,কিংবা পাস্তা কিংবা সেমাই,পায়েস ইত্যাদি।দুপুরে রুই মাছের দোপেয়াজা, ডাল,সবজি,কোন কোন দিন আবার মুরগি।
কিন্তুু সেসব খাবার আমার ভালো লাগতো না তাই পাশের ক্যান্টিন থেকে তরকারি বিশেষ করে ভর্তা কিনে এনে খেতাম,যেহেতু আমার খাওয়ার প্রতি বরাবরই আকর্ষণ কম তাই খাওয়া নিয়ে সমস্যা হতো না। কিন্তুু সুস্থ মানুষ হাসপাতালে ভর্তি তাই ভলো লাগতো না।বিকেলে ঘুরতে বের হতাম।মেয়েকে নিয়ে আসতো আমার কাছে ওকে নিয়ে ঘুরতাম তবে হাসপাতালের ভিতরেই।
সব থেকে হাসপাতালের বিরক্তিকর পরিস্থিতি ছিলো মাক্স। তখন করোনার প্রকোপ বেড়ে গেছিলো তাই ঘুমাতেও হতো ডাবল সার্জিক্যাল মাক্স পড়ে।সে যে কি ভয়ংকর অভিজ্ঞতা বলে বোঝাতে পারবো না।অপারেশন ডেট জানিয়ে দিলেন আমি কেনাকাটা করতে খুব পছন্দ করি তাই সিএসডি মানে সেনাবাহিনীর পরিচালিত সেনাবাহিনীদের পরিবারের কেমাকাটা করার জন্য সিএসডি নামক শো-রুম আছে সেখানে কসমেটিকস থেকে শুরু করে কাঁচা বাজার অবদি পাওয়া যায় কম দামে।কার্ড ধারী হতে হয় আমি কার্ড নিয়ে গিয়েছিলাম। সেখানে যেতাম আর যা যা পছন্দ হতো নিয়ে নিতাম।অপারেশন করতে গিয়ে পুরা মেকআপ সেট কিনেছিলাম এটা যে শোনেন সেই হেসে ফেলেন।কিনেছিলাম কারণ বাইরে কিনলে আস্তা পাই না নকলে সয়লাব বাজার তাই ওখানে কিনলে সস্তি পাই যে আসলটা কিনতে পেরেছি।
আজ এ পর্যন্তই আবার আপনার মাঝে অন্য দিন শেয়ার করতে আসবো অসুস্থতা পর্ব নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও নিরাপদে থাকবেন।
ধন্যবাদ
পোস্ট | বিবরণ |
---|---|
শ্রেণী | জেনারেল রাইটিং |
ডিভাইস | oppo A95 |
পোস্ট তৈরী | @shapladatta |
লোকেশন | গাইবান্ধা |
আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।