মটকা মাটন রেসিপি

in hive-129948 •  last year  (edited)

হ্যালো,

আমার বাংলা ব্লগবাসী বন্ধুরা কেমন আছেন সবাই।আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি।আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি মটকা মাটন রেসিপি নিয়ে।সত্যি কথা বলতে কি আমি একদম বাইরে কোন রেষ্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া পছন্দ করি না এবং কোনদিন খাইনা। কিন্তুু মটকা মাটন, চুই ঝাল এসব রেষ্টুরেন্টে পাওয়া যায় এবং লোভনীয় হয়ও খেতে দুর্দান্ত সাদের হয়ে থাকে।আমি যেহেতু বাইরের মাংস খাই না তাই বাড়িতেই রান্না করে নিলাম মটকা মাটন।খেতে অনেক মজাদার হয়েছিল। মটকা মাটন রান্না করবো আর মাটির চুলায় করবো না রান্না তা কি করে হয়।তাই মটকা মটন রান্না করলাম মাটির হাড়িও মাটির চুলায়।
IMG_20231102_190511.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPopZf4WzLkLt2GM6eX9AHLDkSq2jR6LAJKegZpLRTntzQJw24KesnUfWmiusx...hPHYN46GXsQv3YEp1AiuaFhfZeN3NHKWdnrggvu6y3TeYFmmwouceCJ3h2gQeHaWGztv9Ppb6ugQeC92xtAcNMzvtQdvLkmz665ZBGqmuTXi3GViaGNHqp21DQ.png

খাসির মাংস১কেজি
আলুচারটি কেটে নেয়া
রসুন বাটাপরিমাণ মতো
আদা বাটাপরিমাণ মতো
পেঁয়াজ কুচিপরিমাণ মতো
জিরা বাটাপরিমাণ মতো
গোটা জিরেঅল্প পরিমাণে
তেজপাতা৪টি
মাটির হাড়িও সরা১টি হাড়ি,১টি সরা
ভোজ্য তেলপরিমাণ মতো
লবনস্বাদমতো
হলুদপরিমাণ মতো
মরিচের গুড়াস্বাদ মতো
কাঁচামরিচ৭,৮টি
গোটা গরম মশলা১৪,১৫টি
দারুচিনি৪টুকরো

PhotoCollage_1698932142546.jpg

প্রথম ধাপ

প্রথমে আমি খাসির মাংস গুলো পরিসংখ্যান করে ধুয়ে নিয়েছি ও মাংসের মশলা গুলো বেটে নিয়েছি।
PhotoCollage_1698933031196.jpg

দ্বিতীয় ধাপ

এখন আমি মাংস গুলোতে একে একে সব গুলো উপকরণ ও তেল দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে রেখেছি আধা ঘন্টার জন্য। যেতেতু মটকা মটন তাই তেজপাতা,গোটা জিরা,গোটা গরম মসলাও ম্যারিনেট করার সময় দিয়েছি।
PhotoCollage_1698933475272.jpg

তৃতীয় ধাপ

এখন আমি আটা দিয়ে একটি ডো তৈরি করে নিয়েছি। হাড়ির মুখ আটকানোর জন্য।
IMG20231017193046.jpg

চতুর্থ ধাপ

এখন আমি একটা মাটির পাতিলে ম্যারিনেট করে রাখা মাংস গুলো দিয়েছি। মাংস গুলো এতো ভালো ম্যারিনেট হয়েছে যে মনে হচ্ছে রান্না হয়েই গেছে। এবার পাতিলের মুখটি বন্ধ করে দিয়েছি আটা দিয়ে।
PhotoCollage_1698996964566.jpg

পঞ্চম ধাপ

এখন আমি একটি রুটি ভাজার তাওয়া চুলায় বসিয়েছি কারণ সরাসরি চুলায় হাড়ি দিলে ফুঁটে যেতে পারে।তাই চুলায় তাওয়া আর তাওয়ার উপরে হাড়ি টি বসিয়েছি।
PhotoCollage_1698997635204.jpg

ষষ্ঠ ধাপ

এখন আমি ধীর আচে জ্বাল দিয়ে নিয়েছি।আধা ঘন্টা। যেহেতু হাড়ির মুখ খুলে নারাচারা করা যাবে না তাই খুব আস্তে আস্তে জ্বাল দিতে হবে।আর এই মটকা মাংসতে জলও ব্যাবহার করি নি।তাই তেল দিতে হয়েছে অনেকটা।এক ঘন্টা রান্না করার পর হাড়িটি নামিয়ে নিয়েছি। ও হাড়ির মুখ খুলেছি।
PhotoCollage_1698998229234.jpg

সপ্তম ধাপ

মাংস গুলো খুব সুন্দর ভাবে রান্না হয়ে গেছে তাই পরিবেশের জন্য একটি পাত্রে নামিয়ে নিয়েছি। এই ছিলো আমার মটকা মাটন রেসিপি।খেতে সত্যি খুব ভালো হয়েছিল। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে।আজ এ পর্যন্ত আবার আপনাদের মাঝে চলে আসবো অন্য কোন পোস্ট নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন,নিরাপদে থাকুন।

টাটা

IMG_20231103_144729.jpg

IMG_20231103_144716.jpg

IMG_20231103_144729.jpg

পোস্টবিবরণ
শ্রেণীরেসিপি
পোস্ট তৈরি@shapladatta
ডিভাইসOppoA95
লোকেশনগাইবান্ধা, সাদুল্যাপুর

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmR3C8Fg3QT9iRz7mwVsTZZpendjwKtuitxb6QVkhPwUVPETtkbK9A1G2NvA6...46qrQt9DL4hFbQzrjyGPRKQ5XqFRYVWdiLGGybxWvtiZvGfY7qanP2FJotCvHt5jRkdH4zNd2oPUUHkZfdaseZLBLZA4AZdNZKDCSFscUxiExuZ257zg85C18y.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

রেস্টুরেন্টে মাংস খেতে আমারও কেমন জানি লাগে। আর যদি বাসায় মটকা মাটন রান্না করা হয় তাহলে খেতে আরো বেশি ভালো লাগবে। মাটির চুলায় ও মাটির হাঁড়িতে দারুন একটি রেসিপি তৈরি করেছেন আপু। অনেক লোভনীয় লাগছে দেখতে।

ধন্যবাদ আপু আমার পোস্ট টি ভালো লেগেছে জন্য।

আরে বাহ! ছুটির দিনে তো দারুন খাওয়াদাওয়া হচ্ছে। নিমন্ত্রণ করলেই পারতেন।দারুন হয়েছে রান্নাটা৷ দেখে একদম জিভে বন্যা হয়ে যাচ্ছে। ধন্যবার মামি সুন্দর মটকা মাটনের রেসিপি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

হ্যাঁ লোভনীয় রেসিপি।পূজোয় আসতে বলছিলাম দশমীতে আসতে পারতে।