রাশিয়া ও ইউক্রেন এর মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছে তার জন্য আমেরিকা দায়ি। আমেরিকা বার বার ইউক্রেনকে উসকে দিছে রাশিয়ার সাথে যুদ্ধে জড়ানোর জন্য। আমেরিকা চাই ইউক্রেনের মাধ্যমে রাশিয়ার কাছা কাছি আসতে কিন্তু রাশিয়া তো বোকা না। তারা বিশ্বকে অবাক করে ইউক্রেন সিমান্তে এসে সেনা মহড়া শুরু করে এবং ইউক্রেনকে ভয় দেখায়। কিন্তু আমেরিকার হুমকি ও বিভিন্ন নিষেধাঙ্গা দেওয়ায় রাশিয়া শেষ পর্যন্ত ইউক্রেনে হামলা করে।
ইউক্রেনের গুরুত্বপূর্ণ স্থপনা দখল করছে রাশিয়া। ইউক্রেনের সেনা ও বেসমরিক মানুষকে হত্যা করছে কিন্তু পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা নিতে পারছে না। আজ শুনলাম রাশিয়া ইউক্রেনের রাজধানীতে প্রবেশ করেছে আর ইউক্রেনের সেনারা পিছু হটছে।
এভাবে চলতে থাকলে এর প্রভাব সকল বিশ্বে পড়বে । এমনিতে এর প্রভাবে আমাদের দেশের মিডিয়া গুলো বলছে তেল, গ্যাসের এবং স্বর্ণের দাম বৃদ্ধি পাবে। আল্লাহ না করুক রাশিয়া যদি পারমানবিক যুদ্ধে জড়ায় তাহলে খুব ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। যদিও ইউক্রেনের কাছে পারমানবিক অস্ত্র নেই। এখন ইউক্রেনের উচিৎ হবে রাশিয়ার সাথে আলোচনা করে বিষয়টা মিমাংশা করা।
কারণ তাদেরকে যারা আশ্বাস দিয়েছিল তারা আজ তাদের পাশে নেই। কোন দেশ রাশিয়ার বিপক্ষে যাবে না। ইউক্রেনে বৈধ্য অবৈধ্য মিলে এক থেকে দুই হাজার বাংলাদেশি আছে তাদের কি অবস্থা হবে। কারণ সব ধরনের ফ্লাইট বন্ধ ঘোষনা করেছে। আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি তাদেরকে নিরাপদে দেশে নিয়ে আসা হোক।
ইউক্রেন যদি নিজ থেকে আলোচনার জন্য রাজি না হয় তাহলে রাশিয়া কখনো হামলা বন্ধ করবে না। ইউক্রেন যদি এখনো অন্যের উপর ভরসা করে তাহলে চরম ভুল করবে। বহু মানুষের প্রানহানি হবে। আর যদি অন্য দেশ ইউক্রেনকে সাহায্য করে তাহলে ভয়ংকার পরিস্থিতির সাক্ষী হবে গোটা বিশ্ব।
বিশ্বনেতারা এই যুদ্ধে বুদ্ধিহীনতার পরিচয় দিয়েছে। তাদের জন্য ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ অবস্থা বিরাজমান রয়েছে যা বিশ্বের অর্থনৈতিকভাবে ব্যাপক বিপর্যয় ঘটবে। আপনি যুদ্ধ পরিস্থিতি নিয়ে খুব সুন্দর ধারণা দিয়েছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে এত সুন্দর গুছিয়ে লেখার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কপিরাইট আইন লংঘন করার জন্য আপনার এই পোস্ট Mute করা হচ্ছে । আপনি নিজের ফটো অথবা কঁপিরাইট ফ্রী ফটো ছাড়া আপনার পোষ্টের মধ্যে ব্যবহার করতে পারবেন না।
কমিউনিটির নিয়মাবলী :
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21
যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।
Discord server link: https://discord.gg/ettSreN493
Source:
https://www.apimages.com
https://www.alamy.com
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অবশ্যই কমিউনিটির নিয়মকানুন মেনে পোস্ট করতে হবে এবং ছবি গুলা কোথা থেকে নেয়া হয়েছে সোর্স উল্লেখ করতে হবে আপনি কোন টি করেননি আপনাকে অনুরোধ করছি কমিউনিটির রুলস গুলো ভালো করে পড়ার জন্য ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit