এক সন্ধ্যায় ছেলেকে নিয়ে শপিংমলে ঘোরাঘুরি ও কেনাকাটা। (১০%আমার প্রিয় শাই ফক্স এর জন্য।)

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম ।আমার বাংলা ব্লগের বন্ধুরা।সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন।করোনার এই সময় সবাই সুস্থ এবং সুরক্ষিত আছেন। আমিও ভাল আছি ।আলহামদুলিল্লাহ।


কিছুদিন আগে ছেলেকে নিয়ে গিয়েছিলাম শপিংমলে কিছু টুকটাক কেনাকাটা ছিল ।আসলে করণা আসার পর থেকে বাইরে খুব একটা বেশি বের হয়না। এজন্য ছেলেকে নিয়ে বাইরে গেলে সে ভীষণ খুশি খুশি হয়।শপিংমল টা আমার বাসার একদমই পাশে হেঁটে যাওয়া যায়। ২থেকে ৩ মিনিটের মত সময় লাগে ।তো শপিং মলে কেনাকাটা এবং ঘোরাঘুরি অভিজ্ঞতা আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।


1647066740957.jpg

IMG_20220312_200530.jpg

আমার ছেলেকে দেখতে পাচ্ছেন রাতে আনন্দের সঙ্গে তার বাবার হাত ধরে হেটে হেটে যাচ্ছে শপিংমলের দিকে।

IMG_20220312_195826.jpg

শপিং মলটা সেদিন খুব বেশি ভিড় ছিল না। খোলামেলা পরিবেশ পেয়ে আমার ছেলে ছোটাছুটি শুরু করে দিল ।

IMG_20220312_180040.jpg

প্রথমে আমি গিয়েছিলাম একটি কম্পিউটার দোকানে। আমার ল্যাপটপটা জন্য একটি মাউস কেনার দরকার ছিল। তারপর দেখেশুনে প্রথম দোকান থেকে একটি মাউস কিনে নিলাম।

IMG_20220312_195847.jpg

IMG_20220312_195626.jpg

কম্পিউটারের দোকানের পাশেই ছিল কসমেটিকস এবং বাচ্চাদের খেলনার দোকান।সেখান থেকে দেখেশুনে আমি আমার প্রয়োজনীয় কিছু কেনাকাটা করে ফেললাম।

IMG_20220312_195735.jpg

দোকানদার আমাদের কেনা জিনিসপত্র প্যাকিং করছিল।

IMG_20220312_180101.jpg

চলন্ত সিঁড়ি দেখে চলন্ত সিঁড়ি সামনে দাঁড়িয়ে গেল উপরে উঠার জন্য।

IMG_20211128_190411.jpg

উপরের তলায় রয়েছে বেশ কিছু তৈরি কাপড়ের দোকান ।এটি একটি কাপড়ের দোকানের সামনের অংশ ।এখান থেকে আমার ছেলের কিছু কাপড়চোপড় এবং কিনে কেনাকাটা শেষ করে বাসায় ফিরে আসে।

আজকের মতো এখানেই শেষ করছি ।সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে আমার পোস্ট টি দেখার জন্য ।পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে। সবাই ভাল থাকবেন। আল্লাহ হাফেজ।

ছবিতোলার জন্য ব্যবহৃত ক্যামেরাহুয়াই y9
ফটোগ্রাফার।@sharmin86
লোকেশন
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

শপিংমল টা বেশ সুন্দর। একদম গোছানো। কি সুন্দর বাবার হাত ধরে হেঁটে যাচ্ছে। আসলে বাচ্চাদের নিয়ে মাঝে মাঝে বের হলে ভালোই লাগে।ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপনাকে।

আপু শপিং করতে কে না ভালোবাসে। আমার তো শপিং এ গেলেই মন ভালো হয়ে যায়। কিন্তু অনেক দিন যায়নি শপিং করতে। যাইহোক আশা করছি খুব সুন্দর একটি মুহুর্ত কাটিয়েছেন। ধন্যবাদ।

ধন্যবাদ আপনাকে।