আমার পরিচিতি মূলক পোস্ট ||

in hive-129948 •  last year 

হ্যালো আমার বাংলা ব্লগ। আজকে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমি আমার পরিচিতিমূলক পোস্ট করতে চলেছি।

IMG-20230707-WA0015.jpg

আমি তাইয়্যেবা সরকার শ্যামা। আমার বাসা নীলফামারি সদরে। আমার গ্রামের বাড়ি নীলফামারি জেলার রামনগর ইউনিয়নে। আমার বাবা একজন সাংবাদিক। আমার মা একজন গৃহীনি।আমি আমার বাবা মা এর সবথেকে ছোট সন্তান। আমরা তিন বোন। ভাই নেই। পরিবারের সবচেয়ে আদরের সন্তান আমি। আমি অনার্স প্রথম বর্ষে পড়ি উদ্ভিদ বিজ্ঞান বিষয়ের উপরে।
আমার বাংলা ব্লগ এ কাজ করার ইচ্ছা জাগে আমার পরিবারের সদস্যদের দেখে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার খালামনি @selinasathi1 ও ভাইয়া কাজ করে। তাদের দেখে অনুপ্রাণিত হয়ে আজ থেকে কাজ শুরু আমার।

আমার কিছু সখ আপনাদের সাথে শেয়ার করছি :
আমি আবসর সময় ছবি আঁকতে ভালোবাসি। এছাড়াও বিভিন্ন ডাইপ্রজেক্ট করতে ভালোবাসি। নতুন কিছু বানাতে আমার অনেক ভালোলাগে। ছোটবেলা থেকেই সব সময় ছবি ড্রয়িং করতে অনেক পছন্দ করি। এছাড়াও আমার সবথেকে পছন্দ হচ্ছে বিভিন্ন জিনিসপত্র দিয়ে ড্রাই প্রজেক্ট তৈরি করা। আমি ইতিমধ্যে অনেকগুলো ডাই প্রজেক্ট তৈরি করেছি, আগামীতে আমার তৈরি সব গুলো ডাই প্রজেক্ট আপনাদের সাথে শেয়ার করে নেব।

IMG-20230703-WA0656.jpg

IMG-20230703-WA0603.jpg

নতুন জায়গা ঘুরতে সকলের ভালো লাগে। আমারও ভালোলাগে ঘুরতে। তবে এখন ওবদি বড় কোনো জায়গায় ঘোরা হয়নি কিন্তু আশেপাশে ছোটখাটো জায়গা গুলো ঘুরেছি। ভবিষ্যতে সুযোগ পেলে আমার স্বপ্নের দেশ সুইজারল্যান্ড ঘুরে আসবো।

বই সবথেকে শ্রেষ্ঠ বন্ধু। আমার বই পড়তে ভালো লাগে। ঘুমানোর আগে গল্পের বই পড়তে ভালো লাগে। এছাড়াও রহস্যময় গল্প পড়তে ভালো লাগে।

আমার কাছে মনে হয় আমার প্রতিভা গুলো এই আমার বাংলা ব্লগ প্ল্যাটফর্ম আমি তুলে ধরতে পারব। আমি আমার সাধ্যমত এই প্লাটফর্মে ভালো কিছু করার চেষ্টা করব। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন আমি যেন এই প্লাটফর্ম থেকে নিজেকে সমৃদ্ধ করে তুলতে পারি। আপনাদের সহযোগিতা একান্তই কাম্য।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

@tipu curate

  ·  last year (edited)

আপনার সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগলো। সুইজারল্যান্ড ঘোরার স্বপ্নটা সত্যি হোক আপু। আশা করি আপনি আমাদের সাথে সুন্দর করে কাজ করে যাবেন৷ অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য আপু। আপনার পথ চলা শুভ হোক।

আপনাকে অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থাকবেন।

আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম। আপনি আমাদের প্রিয় সিয়াম ভাইয়ের খালাতো বোন জানতে পেরে খুব ভালো লাগলো। আশা করছি অনেক ভালো কিছু আপনার কাছ থেকে দেখতে পাবো। ধন্যবাদ আমাদের মাঝে যুক্ত হওয়ার জন্য।

ধন্যবাদ। পাশে থাকবেন।

প্রথমে আপনাকে অনেক অনেক স্বাগতম জানাই আমার বাংলা ব্লগে যুক্ত হওয়ার জন্য। সেলিনা সাথী আপু আপনার খালামণি এটা জেনে খুব ভালো লাগলো। আশা করছি এবিবি স্কুলের ক্লাস গুলো সম্পন্ন করে খুব শীঘ্রই ভেরিফাইড সদস্যে পরিণত হবেন ধন্যবাদ।

ধন্যবাদ আপনাকে। দোয়া করবেন আমার জন্য,আগামীতে যেন ভালো কিছু করতে পারি।

আপনার সম্পর্কে জেনে অনেক ভালো লাগলো আপু। আশা করি কমিউনিটির প্রতি ভালোবাসা রেখে সুষ্ঠুভাবে কাজ করবেন। শুভকামনা রইল আপনার জন্য।

আপনাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে স্বাগতম।

আপনাকে সঠিকভাবে পোস্ট করতে হলে অবশ্যই আমাদের লেভেল ওয়ান এর ক্লাস এ জয়েন হতে হবে। সর্বপ্রথম আপনাকে Discord এ জয়েন হয়ে এসে ক্লাসগুলো এটেন্ড করতে হবে এবং আমাদের কমিউনিটির নিয়ম মেনে পোস্ট করতে হবে।

কিভাবে খুব সহজে Discord Account খুলবেন।

আমাদের Discord Link https://discord.gg/5aYe6e6nMW

নিয়ম কানুন ও গুরুত্বপূর্ন তথ্য।

"আমার বাংলা ব্লগের" অত্যাবশ্যকীয় গুরুত্বপূর্ণ কমিউনিটি পোস্টগুলির হাইপার লিঙ্কগুলির আর্কাইভ

আমার বাংলা ব্লগে তোমাকে স্বাগতম।স্টিমিট জার্নি তোমার জীবনের সফলতা বয়ে আনুক এটাই প্রত্যাশা করি। আশা করি কমিউনিটির সকল নিয়ম কানুন মেনে, সমৃদ্ধ হবে তোমার এই পথ চলা। অনেক অনেক দোয়া ও শুভকামনা তোমার জন্য♥♥

ধন্যবাদ তোমাকে খালা মনি । পাশে থেকো আগামীতে যেন কমিউনিটির সকল নিয়ম মেনে সামনে এগিয়ে যেতে পারি।