গ্রামে কলমিশাকের ফটোগ্রাফি ||১০% লাজুক-খ্যাকের জন্য

in hive-129948 •  3 years ago 

আজ-১৯,কার্তিক |১৪২৮ বঙ্গাব্দ |৪ নভেম্বর ২০২১ইং|বৃহস্পতিবার |হেমন্তকাল


আসসালামুআলাইকুম, আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই ও বোনেরা আপনারা সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কলমিশাকের ফটোগ্রাফি শেয়ার করলাম।


received_409489377302050.jpeg

received_263857455687384.jpeg

পুষ্টি আর গুনে কলমি শাক অনন্য। কলমি শাকে প্রচুর পরিমানে ভিটামিন সি রয়েছে। এই শাক অনেক রোগ প্রতিরোধে সাহায্য করে।অর্ধ জলজ লতা হলো কলমি শাক। এটিকে সাধারণত শাক হিসেবে খেয়ে থাকি আমরা। এর বৈজ্ঞানিক না হলো আইপোসিয়া অ্যাকোয়াটিক। বেশি যত্নের প্রয়োজন হয় না বলে এই শাক পানিতে ও ভিজা মাটিতে হয়। ২-৩ মিটার দীর্ঘ হয়। ডাটা ফাপা তাই পানিতে ভাসমান অবস্থায় থাকে। এর পাতা লম্বা আকৃতির ও রং সবুজ হয়। ফুলের রং সাদা ও গোড়ার দিকে বেগুনী হয়।



আপনারা সকলেই এই করোনা মহামারী পরিস্থিতিতে সতর্কতার সাথে থাকবেন এবং সুস্থ থাকবেন।

ইতি,

@shefa96

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

কলমি শাক খাওয়া হয়েছে অনেকবার কিন্তু কলমি শাকের ফুল যে এত সুন্দর কখনও খেয়াল করিনি। আপনি খুব সুন্দর ভাবে কলমি শাকের ফুলের ফটোগ্রাফি করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোষ্ট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপু। সুন্দর মন্তব্য করার জন্য।