সতর্কতা অবলম্বন করুন আপনার ক্রিপ্টো কারেন্সি লেনদেনের সময়।

in hive-129948 •  3 years ago 

সবাইকে স্বাগতম দিয়ে শুরু করছি।

বন্ধুরা, যারা বাংলাদেশ 🇧🇩থেকে ক্রিপ্টে কারেন্সি নিয়ে কাজ করেন এবং ডলার বা অন্য কারেন্সি লেনদেন করেন, তারা লেনদেনের জন্য কখনোই https://bdwallets.net/ এই সাইট ব্যবহার করবেন না, এরা প্রতারণা করার জন্য এমন একটি সাইট খুলে রেখেছে। যদিও এটা এখন বন্ধ দেখাচ্ছে।

যেকোন এক্সচেঞ্জে সাইট ব্যবহার করার আগে নিশ্চিত হয়ে নিবেন যে, তারা আপনার সাথে যোগাযোগ এর জন্য লাইভ চ্যাট ছাড়াও তাদের মোবাইল নম্বর ডিসপ্লে আছে কিনা, হোয়াইটস অ্যাপ বা অন্য কোন যোগাযোগ ব্যবস্থা সক্রিয় আছে কিনা। সমস্ত নম্বর গুলো সচল আছে কিনা, একাউন্ট ভেরিফাই করছে কিনা, রিপ্লাই দেওয়ার ক্ষেত্রে একই নম্বর ব্যাবহার করছে কিনা।

যে পেন্ডিং লিস্ট আছে তা কতক্ষণ পরপর আপডেট হচ্ছে, তাদের রিজার্ভ আপডেট আছে কি না, যখন সমস্ত এক্সচেঞ্জ কোন একটি পার্টিকুলার কয়েন বিনিময় বন্ধ করে রাখছে দামের জন্য, তারা যদি দিতে চাই অবশ্যই তাদের সাথে সরাসরি বা মেসেজে যোগাযোগ করে করবেন।

নতুন কোন সাইটে লেনদেন করার আগে, আপনার আইডি, ইমেইল, মোবাইল নম্বর ভেরিফাই করছে কিনা লক্ষ্য রাখুন।

সর্বশেষ লেনদেন আর রিজার্ভ এর পরিমাণ আপডেট দেখাচ্ছে কিনা। কখনো রিভিউ বা টেস্টমোনিয়াল দেখে লেনদেন করতে যাবেন না, কোন একটি সাইট এর ট্রানজ্যাকশন পছন্দ হলে আপনি তাদের সর্বশেষ লেনদেনর সময় আর তারিখ আছে কিনা দেখে নিবেন।

ক্রিপ্টো কারেন্সি বিনিময় হয় শুধুমাত্র বিশ্বাস এর উপর, তাই নতুন কোন সাইটে লেনদেন এর জন্য মিনিমাম অ্যামাউন্টন ট্রানজ্যাকশন করুন, বিশ্বাস যোগ্য কিনা নিজেই যাচাই করুন। যেমন- সাইটের কোন বাটনে ক্লিক করে যদি পপ-আপ ট্যাব খুলে, তাহলে সেখানে না করাই ভালো বা বিশেষ কোথাও (লগ আউট ছাড়া) ক্লিক করলে আপনি সাইট থেকে বের হয়ে যাচ্ছেন। তাদের ওয়েব পেজ অ্যাপিয়ারেন্স আর সমস্ত লোগো ঠিকমতো আপনার ব্রাউজারের দেখাচ্ছে কিনা, অসম্পূর্ণ লোগ এমন কোন ওয়েব পেইজে লেনদেন না করাই উত্তম।

আমি যে সাইটের কথা বলছি তার স্ক্রিন শর্ট আপনাদের সাথে শেয়ার করছি- এখানে talebkh45 নামে একটি একাউন্ট আছে, যেটা দেখাচ্ছে যে ট্রানজ্যাকশন টা প্রসেস্ড দেখাচ্ছে, আসলে এই এ্যাকাউন্ট থেকে কোন ট্রানজ্যাকশন হয় নাই, পেমেন্টও হয় নাই নগদে (২য় সারিতে)। কেননা এটা ভুল বশত ট্রানজ্যাকশন done এ ক্লিক পড়েছিলো আর তাদের কে অনবরত লাইভ চ্যাট এ নক করতে থাকি, কিন্তু কেউ কোনও সাড়া দেয় না। আমি বাতিল করার জন্য আর কোনও পদক্ষেপ নেয় নাই, কিন্তু পরে দেখতে পাই তারা এটা কমপ্লিট দেখাচ্ছে। নিচে আরও অনেক ছবি তাদের সাইটের শেয়ার করলাম।

Screenshot_20220513_235748_com.android.chrome.jpg

Screenshot_20220513_123314_com.android.chrome.jpg

Screenshot_20220513_000823_com.android.chrome.jpg

Screenshot_20220512_212237_com.android.chrome.jpg

Screenshot_20220512_212158_com.android.chrome.jpg

Screenshot_20220512_212144_com.android.chrome.jpg

Screenshot_20220512_212056_com.android.chrome.jpg

Screenshot_20220512_211543_com.android.chrome.jpg

Screenshot_20220512_211431_com.android.chrome.jpg

Screenshot_20220512_211413_com.android.chrome.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Your post was upvoted and resteemed on @crypto.defrag

অনেক গুরুত্বপূর্ণ একটি পোষ্ট করেছেন। জানার ছিল অনেক কিছু।

তবে আমার বাংলা ব্লগে শুরুতে একটি পরিচিত মূলক পোস্ট লিখতে হবে, সে পোস্ট বিবেচনা করার পর আমরা আপনার জেনারেল পোস্ট গ্রহণ করতে পারব

পরিচিতমুলক পোস্ট করার নিয়ম 👇
পোস্টে অবশ্যই #abb-intro ট্যাগ ব্যাবহার করতে হবে। একটি পরিস্কার কাগজে আমার বাংলা ব্লগ, আপনার স্টিমিট আইডি এবং তারিখ লিখে সেই কাগজসহ আপনার ছবি তুলতে হবে। এই ছবির সাথে আরও নূন্যতম তিন চারটি ছবি এবং ২৫০ শব্দের একটি পরিচিতি মূলক পোস্ট লিখতে হবে। আপনার সম্পর্কে আরও তথ্য লিখতে হবে যেমন আপনার শিক্ষাগত যোগ্যতা, পরিবার, জাতীয়তা, এলাকা সম্পর্কে সব তথ্য উল্লেখ করতে হবে। আপনাকে সঠিকভাবে ভেরিফিকেশন পোস্ট করতে হলে এই সকল নিয়ম মেনে আবার পোস্ট করতে হবে। আপনার পোস্টে রেফারার সম্পর্কে লিখতে হবে অথবা এই কমিউনিটির ব্যাপারে কোন 'মাধ্যম' থেকে জানতে পেরেছেন তা উল্লেখ করতে হবে অবশ্যই।

নিচের লিংক টি ক্লিক করে দেখে নিতে পারেনঃ আমার বাংলা ব্লগ এর সর্বশেষ আপডেট নিয়মাবলী
👉 [লিংক] ঃ https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21

তবে এই মুহুর্তে আমার বাংলা ব্লগে নিউ মেম্বার নেয়া হচ্ছে না, আপনি আমাদের discord server এ জয়েন করুন। নিউ মেম্বার নেয়ার সঠিক সময় জানিয়ে দেয়া হবে discord এর মাধ্যমে।
👇
Discord link: https://discord.gg/5aYe6e6nMW

ধন্যবাদ, ইনফরমেশন দেওয়ার জন্য।

ভাই আপনাকে কমিউনিটির নিয়ম মেনে পোস্ট করতে হবে। আপনার পোস্ট করার পারমিশন পেতে আমাদের ডিসকর্ড সার্ভারে যোগ দিন। ধন্যবাদ আপনাকে।