আসসালামু আলাইকুম সকলকে।পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি।আল্লাহর অশেষ মেহেরবানীতে এই ভয়ানক দূর্যোগে আমরা এখনও যেইটুকু ভাল আছি সুস্থ্য আছি আলহামদুলিল্লাহ।আশা করি আপনারাও সেইরুপ আছেন।আমি কবি শিউলী হক অগ্নিশিখা ঢাকা বাসিন্দা।ছোট হতে পড়াশোনায় খুবই আগ্রহী, ধৈর্যশীল ও ভাল ছিলাম বলে হয়তো লেখালেখি গুণটা আল্লাহ প্রদত্ত পেয়েছি।২০১৬ হতে লেখালেখি করছি।পাশাপাশি ২০১৮ সালে ধানমন্ডি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট থেকে প্রফেশনাল কম্পিউটার গ্রাফিক্স ডিজাইনের কোর্স করে এই পেশায় আছি।আমার বহু কবিতা ফেসবুক বিভিন্ন গ্রুপে সেরা সন্মাননা প্রতিযোগিতায় সেরা সন্মাননা ও সেরা স্থান অর্জন করেছে।আজকে তা থেকে একটি কবিতা পোস্ট করবো।আশা করি সকলের ভাল লাগবে।পোষ্টের শেষে আমার ওয়েবসাইট, আইডি ও গ্রাফিক্স পেইজ লিংক দেয়া থাকবে।ইচ্ছে হলে দেখতে পারেন।ধন্যবাদ সবাইকে।
মৃত্যুর নীল খাম
কবিঃ শিউলী হক অগ্নিশিখা
রচনাকালঃ ৩১/০৭/২০১৯(3 a.m)
==============================
বিলীন গহ্বরে অস্তিমজ্জায় কর্দমাক্ত
নিমোজ্জিত প্রায় আমার শরীরি ভূখণ্ড।
রক্তের স্রোতসিনী
ধমনীর পর্বত চূড়া হতে প্রবাহিণী।
পথভ্রম হতাশারা
নীল সাগরে নোঙর বেয়ে প্লাবিত হয়েছে
মরিচিকার সিংহদ্বারে।
Image source: free rotaluty image Pixabay
যৌবনের স্বরলিপিতে লাল কালীর কাটা দাগে
অনাগত সুখগুলো ঢেকে গিয়েছে।
অবজ্ঞার মিছিলে ক্রন্দনের কালিতে
বুকে ঝুলন্ত ছিল লিফলেট,
আহাজারির ভাষণে শ্রোতা ছিলনা কেউ
কালা হয়ে ছিল মমতা স্পর্শীহীনতা রবোট।
যেদিন বিদায় প্রলয়ে ভেসে যাবে
আমার মৃত লাশের গন্ধ।
image source: free royality image Uplash
image source: free royality image Uplash
যেদিন আমার নিঃশ্বাসের অন্তিমস্তরে
কবর খুঁড়বে শূণ্যতার সহচরী,
সেদিন
তুই কি বাক্যরোধে অনুশোচনার আবেদনে
বিচ্ছেদের মর্মো বেদনায় বিলাপ করবি অন্তঃকোণের মোহনায়?
মনের আকাশে তারার মাঝেও পাবি না আমায়
ভালবাসার বলিদানে গিয়েছিস হেরে নিজের মনে।
সীমাহীন মমতাঘেরা আপনের তরে
ঘৃণার পাহাড় ক্ষমার অযোগ্য তুল্য গড়েছিস অন্তরে।
image source: free royality image Uplash
একদিন বুঝবি হৃদের পড়শী হৃদের মন্দিরেই আগলে করে যতন
ফিরে তারে নাহি পাওয়া যায় আর
হারায়ে যদি অবজ্ঞার কাফনে মৃত্তিকায় করি বপন।
বুঝবি কি সেদিন কতটা আপন ছিলাম
যেদিন আকাশের বুকে নীল কাব্য হয়ে
আমার বিবর্ণ কষ্টগুলো মৃত্যুর নীল খামে
পৌছোবে তোর দুয়ারে,
তোর ভালবাসার শূণ্যতার প্রহরী হয়ে।
image source: myself
২০১৬ সাল হতে আমার আজ পর্যন্ত লেখা আমার কবিতার আইডি শিউলি হক অগ্নিশিখা নামে আইডিটি চালাচ্ছি। আইডিতে ক্লিক করুন
কবিতার Website
আমার গ্রাফিক্স ডিজাইন পেইজ Graphics Idea 24 Hrs
ধন্যবাদ সবাইকে,
আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম।
আমার বাংলা ব্লগে পরিচিতিমূলক পোস্ট করুন। আপনাকে একটি সাদা কাগজে আমার বাংলা ব্লগ লিখে তারপর নিজের নাম ও তারিখ লিখে নিজের সম্পর্কে কিছু কথা, আপনার ভালোলাগা বা শখ গুলো লিখে পোস্ট করবেন। আপনি বিস্তারিত জানতে পারবেন নীচে লিংকে। ধন্যবাদ 🙏🏾
"আমার বাংলা ব্লগে" ভেরিফিকেশন পোস্ট করার কিছু গুরুত্বপূর্ণ নিয়মাবলী
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit