গাধা, কুকুর, বানর ও পুরুষ মানুষ এই চারটি প্রাণীর আজব ঘটনা ১৩/০৭/২০২৩ ইং

in hive-129948 •  2 years ago 

আসসালামু আলাইকুম আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্য গণ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আজব একটি ঘটনা নিয়ে আলোচনা করবো জানিনা এই ঘটনা কতটা সত্যি। তবে আমি একজনের কাছে থেকে শুনেছি। যদি ঘটনা সত্যি হয় তাহলে আমাদের সবার জীবনের সাথে জড়িত। এ-ই ঘটনার সঙ্গে সবার বয়সের সম্পর্ক। বিষেশ করে এই ঘটনাটি সকল পুরুষ মানুষের সাথে জড়িত তাই পুরো ঘটনা টি না শুনলে কেউ বুঝতে পরবে না। পশুদের বয়স মানুষের সাথে কিভাবে জড়িয়ে গেল সেই বিষয় নিয়ে আলোচনা করবো আপনারা সাথেই থাকবেন। ধন্যবাদ,

InShot_20230713_123420858.jpg

গাধার সয়স ২০ বছর।

closeup-shot-donkey-with-load-its-back-standing-coral-wall.jpg

[Source](Image by Freepik)

আমরা জানি একটা গাধার বয়স ২০ বছর। কিন্তুু গাধার প্রকৃত বয়স ছিলো ৫০ বছর। আল্লাহ তায়া’লা গাধাকে যখন ৫০ বছর হায়াত দেয় তখন গাধা আবদার করে বলে আমি এতদিন বাচতে চায়না তখন গাধাকে বলে তুমি কত দিন বাচতে চাও তখন গাধা বলে আমি ২০ বছর বাচতে চায়। গাধার ২০ বছর হায়াত চাওয়ার একটা কারণ আছে। আল্লাহ যখন গাধাকে সৃষ্টি করে তখন তাকে বলা হয়েছিল যে তুই যতদিন বেঁচে থাকবি ততদিন তর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবার বুঝা বহন করতে হবে তুই না করতে পারবিনা কারণ তকে সৃষ্টি করা হচ্ছে গাধার মত সবার বুঝা বহন করার জন্য। এরপর থেকে তার নাম হয়ে যায় গাধা। একদিন গাধা চিন্তা করলো আমি যদি ৫০ বছর বেঁচে থাকি তাহলে আমার সারাজীবন অন্নের বুঝা বহন করে চলতে হবে তাই সে আল্লাহকে বল্লো আমি এতদিন বাঁচতে চায় না। তখন তাকে বলা হয়েছিল তুই কতদিন বাঁচতে চাশ সে বল্লো আমি ২০ বছর বাচতে চায় তখন আল্লাহ তায়ালা ৩০ বছর কমিয়ে গাধার হায়াত ২০ বছর করে দেয় সেই থেকে গাধা ২০ বছর বাচতে পারে। এই কথার অনুযায়ী বুঝতে পারি কেন গাধাকে এত বুঝা দেওয়া হয় সে কেন না করেনা।

কুকুরের বয়স ১৫ বছর

close-up-dog-foraging-forest.jpg

[Source](Image by Freepik)

আমি বা আমরা শুনেছি কুকুর বাচতে পারে ১৫ বছর । কুকুর কিন্তু মানুষের কাছের বন্ধু হয়। বন্ধু বলতে বুঝতেছি একটা বাড়িতে যখন কুকুর পালন করা হয় তখন ওই বাড়িতে যত গুলো মানুষ থেকে কুকুর তাদের সঙ্গে মিলে। ওই বাড়িতে যত গুলো মানুষ থাকে তাদেরও কুকুরর প্রতি একটি মোহাব্বত সৃষ্টি হয় এই কারনে। একটা জিনিস ক্ষেয়াল রাখবে কুকুর কে যখন খাবার দেওয়া হয় মাটিতে দেওয়া হয়। আবার অন্যরা নষ্ট করা খাবার কে মাটিতে ছুড়ে মারে কুকুর কে দেওয়া জন্য। কুকুর কে সৃষ্টি করা হয়েছে পঁচা ও নষ্ট হয়ে যাওয়া খাবার খাওয়ার জন্য। সৃষ্টিকর্তা যখন কুকুর কে সৃষ্টি করে তখন তাকে বলে তকে পঁচা খাবার খেয়ে থাকতে হবে আর তর হায়াত হবে ৩০ বছর কুকুর তখন কুড়ো জুড়ে সৃষ্টিকর্তাকে বল্লো আমি এতদিন বাঁচতে চায় না। কুকুর তখন সৃষ্টিকর্তাকে বলে আমি ১৫ বছর বাচতে চায় তখন সৃষ্টিকর্তা তার কথা মেনে ১৫ হায়াত করে দেয়। এর পর থেকে কুকুর বাচে ১৫ বছর।

বানরের বয়সে ১০ বছর

vertical-closeup-shot-macaques-climbing-tree-branch_1.jpg

[Source](Image by wirestock on Freepik)

বানর কে নিয়ে অনেক ঘটনা শুনে থাকি। বানর কিন্তুু দেখতে মানুষের মত। আমরা ছোট্ট বেলায় শুনেছি আল্লাহর এক নবী শুক্রবারে মাছ ধরার জন্য নিষেধ করলেন কিন্তুু তার কথা না মেনে সেই দিনও মাছ ধরতে গেলো নবীর কথা নাশুনার কারণে আল্লাহ তাদেরকে বানর করে দেয়। ছোট্ট বেলায় যখন শুনতাম তখন মনে করতাম কথা গুলি মনেহয় সত্যি। এখন মনে কথা গুলি সত্যি না। আল্লাহ তায়ালা বানর কে সৃষ্টি করেছে মানুষকে আনন্দ দেওয়ার জন্য। বানর এক ডাল থেকে আরেক ডালে লাফিয়ে লাফিয়ে চলবে। তারা গাছের ফল খেয়ে বেচে থাকে। সৃষ্টিকর্তা যখন বানরকে সৃষ্টি করে তখন তার হায়াত ২০ বছর দিয়ে সৃষ্টি করে কিন্তুু বানর আল্লাহকে বলে আমি এতদিন বাঁচতে চায় না। তখন তাকে বলা হলো তুই কতদিন বাঁচতে চাও তখন সে বল্লো আমি ১০ বছর বাচতে চায়। আল্লাহ তায়ালা তার কথা মনজুর করে তার হায়াত ১০ বছর করে দেয়। এর পর থেকে বানর বাচে ১০ বছর।

পুরুষ মানুষের বয়স ২০ বছর

Screenshot_20230713-133344_1.png

আপনারা সবাই ভাবতেছেন পুরুষ মানুষ কি ভাবে ২০ বছর বাচে। হা এটাই সত্যি পুরুষ মানুষ নিজের জন্য বাচে ২০ বছর। সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালা যখন পুরুষ মানুষ সৃষ্টি করে তখন তাকে বলা হলো তুমাদের সৃষ্টির সেরা জীব হিসাবে সৃষ্টি করা হয়েছে আর তোমরা হালাল নিয়ামত খেয়ে বেচে থাকবে কিন্তুু তোমাদের বয়স হবে ২০ বছর। পুরুষ মানুষ তখন আল্লাহ কে বলে এত সন্দর দুনিয়ায় মাত্র ২০ বছর বাচতে পারবো এরপর পুরুষ মানুষ আল্লাহ কে বলে আমাদের হায়াত বাড়িয়ে দাও। অতপর আল্লাহ তায়ালা তাদের কে বলে কত বছর বাচতে চাও তখন পুরুষ মানুষ বল্লো ঔ যে গাধাকে ৫০ বছর হায়াত দিয়েছিলে সে ৩০ বছর বাদ দিয়েছে সেই ৩০ বছর আমাদের দিয়ে দাও তখন আল্লাহ মনজুর করলো এরপর বল্লো ঔ যে কুকুর কে তুমি ৩০ বছর হায়াত দিয়েছিলে সে ওখান থেকে ১৫ বাদ দিয়েছে সেই ১৫ বছর আমাদের দাও এটাও আল্লাহ মনজুর করলো এরপর বল্লো ঔ যে বানরকে ২০ বছর হায়াত দিয়েছিলে সে ওখান থেকে ১০ বছর হায়াত কমিয়ে ১০ বছর হায়াত নিয়েছে আমরা সেই ১০ বছরও চায় তখন আল্লাহ তায়ালা সব কিছু মনজুর করলো। এরপর থেকে মাুনষের পথ চলা শুরু, একজন পুরুষ মানুষ নিজের জন্য বাচে ২০ বছর আর ঔযে গাধার বয়স নিয়েছিলো সেই ৩০ বছর সংসারের জন্য ছেলে-মেয়ে মানুষ কারার জন্য গাধার মত কাধে বুঝা বহন করে। পুরুষ মানুষ এই ৩০ বছর অনেক কষ্ট করে সংসার, বউ, ছেলে-মেয়েদের বড় করে। এরপর ছেলে-মেয়ে বড় হওয়ার পর ঔযে লোকটি কুকুরের বয়স নিয়েছিলো সেই রকম কুকুরের মত ছাড়া খাবার জুটে। আবার ঔই লোকটি একবারে বিদ্ধ হয়ে যায় তখন ঔযে বানরের কাছ থেকে ১০ বছর বয়স নিয়েছিলো সেই রকম ওই ডাল থেকে ওই ডাল বানরের মত ঔই ছেলের কাছ ঔ ছেলের ওখানে একটাই হচ্ছে পুরুষ মানুষের জীবন। এই কারনে একজন পুরুষ মানুষেমানুষের প্রকৃতি বয়স ২০ বছর বিয়ে আগের বয়সটা।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!