ডায়েরির পাতা থেকে,,,,,,,,,,
০৪/০৩/১৮ ইং।
অপরিচিতা,
ভাগ্যের কি নির্মম পরিহাস তাই না?কেমন আছো,কি করছো,সবই দেখতে পাচ্ছি!তোমার এতটা কাছাকাছি,
অথচ তোমার দেবার জন্য বার্তা লিখছি। তোমার
মোবাইলের, স্কিনের আলো ঘুমাতে দিচ্ছে না,তাই আর কি? নিজে জ্বলে আমিও না হয় জ্বালিয়েছি,দুই জন এক রকম না হলে পথে যে থুবরে পরে যাবো,ট্রেন গুলো দেখো না কত আঁকাবাঁকা পথ পাড়ি দেয়, কত খাল বিল,নদী,মাঠঘাট, নর্দমা,ফুলেল উম্মুক্ত উদ্দান পেড়িয়ে।সব সময় পথ গুলো তো সোজা নয়। ওদের কি কখনো বেকে যেতে দেখেছো? একটি লাইন বেঁকেছে তো শেষ।তোমার আমার চলার পথ কেন রেল লাইনের মত হয় না।আমার চাওয়া তোমার মনে কেন ঠাই পায়না। কিবা বেশি কিছু চেয়েছি বলো সকাল বেলার ঘুম ঘুম চোখে,ভেজা চুলের ঝাপটার ফোঁটা,ফোঁটা, পানি দিয়ে আমার দুচোখ বৃষ্টির মত ভেজাবে।,হাতে থাকবে,একটি কফির কাপ।,ডেকে বলবে উঠো অফিসে যাবার হয়েছে সময়।,আমি তোমার ঠোঁটে আলতো চুমো দিয়েই না হয়, পান করবো কফি।যাতে,বেশ স্বাধ লাগে,ঠোঁটে তোমার দেওয়া সকালের স্বচ্ছ ভালোবাসায় সংস্পর্শ পেয়ে।আমার সাথেই না হয় নাস্তাটা সেরে নেবে,যদি চাও হাতটা ধোয়ে দেবো,মুখে খাবার তুলে দেবো,সকালের তোমার লাজুক চাহনি আর ,মিষ্টি হাসির আমেজ, সারাদিনের কর্মের শক্তি জুগাবে আমার,ক্লান্তিহীন করে রাখবে,মাঝে মাঝে আমিও মনে করে সংগোপনে হাসবো।দেখে কেউ পাগল বললেও সমস্যা নেই,সব তোমার জন্যই তো।আফসোস! আমার পাশে থাকাটায় তো তোমার সমস্যা। অথচ ঘুম ভাঙ্গে তোমার কাক ডাকা ভোরে নয়,মধ্যদুপুরের ট্রেনের হুইসেলে।এসেও দেখি মোবাইল,টিভির স্কিনে তোমার চোখ।আমায় মন থেকে দেখার সময় হবে কখন তোমার?তোমার জীবনের যা চাওয়া জানি তা সবই যৌক্তিক,পাওয়ার মাঝেয় আছে কেবল অযৌক্তিকতা।স্বাধ থাকলেও সাধ্য থাকে না মাঝমাঝে।আমার মধ্যবিত্তের সংসার টা তোমার কাছে কুঁড়েঘর মনে হয়। আমার দেওয়া বসন তোমার কাছে কাঁকড়ায় কাটা জাল।আমার কথা গুল মরিচের চেয়েও ঝাল।মিষ্টি হেসে কথা বলতে পারি না,জন্ম থেকেই সেটা অভ্যাস হয়ে উঠেনি,এটাই কি আমার অপরাধ। জানো,শত জনের শত আকাঙ্ক্ষা আমার দিকে শকুনের চোখের মত তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে থাকে।কিছু পাওয়ার জন্য।শত জনের শত চাহিদার ভীরে তাইতো মাঝে, মাঝে, নিজের খাবারের কথাও ভূলে যায়। কি করবো বলো,পথটা যে আমার জন্ম থেকেই কণ্টকাকীর্ণ। তোমার ফুলেল সুবাসিত পথে চলতে একটু সময় দাও,ধৈর্য সহ্য করে দুহাত খানা বাড়াও।তুমি তো আমার জীবন সঙ্গী তুমি ছাড়া কে দিবে মোরে চলার দিশা।দূর করবে সকল হতাসা।তুমি তো আমার অধার্ঙ্গী, শত কষ্টের মাঝেও এগিয়ে নিয়ে যাবে আমার হয়ে সঙ্গী। পথে থেমে গেলে প্রেরণা জুগাবে,গোলাপ ছিঁড়তে কাঁটা বিঁধলেন যুগল ভাবেই না হয় সুবাস নেবো।আমার ভালোবাসা তোমায় চিত্ত ভরে দেবো।অবশ্য আমাকে যে তুমি ভালোবাসো না তা নয়, মাঝে মাঝে তোমার দুষ্টামি আমাকে কৈশোরের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যায়। অবাক হলে? তা কিন্তু কম ভালোবাসা নয়।অনেক ভালো লাগে কিন্তু জানো বাস্তাবতার ভীরে তা অনেক হাস্যকর।
অপরিচিতা কবে তুমি? প্রযুক্তির যন্ত্র টা দুহাতে না রেখে আমায় জড়িয়ে ধরে ঘুমাবে? সারাদিনের ক্লান্তি গুলো করে দিবে ম্লান,দু জনার চোখে ভীর করবে স্বপ্নিল আনন্দ।
ঘুম ভেঙ্গে দেখবো রক্তিম রবি পূর্ব আকাশ পানে,
নব উদ্দমে হবো উদ্দীপ্ত দুইজনে এক মনে;;;;;;;;;;;;;;;;;;;;;;
তোমার পাশের বালিশে থাকা মানুষ
আমার বাংলা ব্লগে পোস্ট করতে হলে সর্বপ্রথম একটি পরিচিতিমূলক পোস্ট করতে হবে। আর অবশ্যই সেই পোস্ট ২৫০ শব্দের হতে হবে। তবে আমার বাংলা ব্লগ আমার বাংলা ব্লগের ভেরিফাইড মেম্বারের রেফার ছাড়া অন্য কোন মেম্বার বা অন্য মেম্বারদের রেফার গ্রহণ করে না ।
আশাকরি বুঝতে পেরেছেন।
আমাদের আরও দুটি কমিউনিটি আছে আপনি চাইলে সেখানে পোস্ট করতে পারেন।
কমিউনিটি লিংক ঃ
https://steemit.com/trending/hive-144064
https://steemit.com/trending/hive-183397
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit