২১ শে ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দিয়ে আসার অভিজ্ঞতা||♨️||🦊১০% লাজুক খ্যাক এর জন্য

in hive-129948 •  3 years ago  (edited)

একুশে ফেব্রুয়ারি শহীদ বাঙালিরা চিরজীবন অমর হয়ে থাকুক বাঙ্গালীদের সকলের হৃদয়ের মধ্যে


❤️❤️শুভেচ্ছা জানিয়ে শুরু করছি।একুশে ফেব্রুয়ারি দিনটি সম্পর্কে আমরা সকলেই পরিচিত। তাই এই দিন নিয়ে আর বেশি আলোচনা করব না। একুশে ফেব্রুয়ারি সকাল সকাল উঠে শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার অভিজ্ঞতা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব।
20220222_190339.jpg
আসলে একুশে ফেব্রুয়ারি দিনটিতে আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে বন্ধুদের সাথে বের হলাম শহীদ মিনারের ফুল দেওয়ার উদ্দেশ্যে। সকালবেলা প্রচন্ড খিদে লেগেছিল তাই খাবার হিসেবে ডালপুরি খেয়েছিলাম।
20220221_100329.jpg
20220221_100324.jpg20220221_100217.jpg
Location
samsung=📱 m21

খাওয়া-দাওয়া শেষ করে হাঁটা শুরু করি দিনাজপুর বড় মাঠ এর পূর্ব পাশে অবস্থিত শহীদ মিনার এর উদ্দেশ্যে। খুব সকালেই দেখি অনেক স্কুল-কলেজ এবং সরকারি প্রতিষ্ঠানগুলো এসে শহীদ বাঙ্গালীদের উদ্দেশ্যে ফুল দিচ্ছে। তাই ভাবলাম তাদের সাথে আমরাও ফুল দিবো।
20220221_101125.jpg20220221_101119.jpg20220221_101111.jpg
Location
samsung=📱 m21

এরপর যখন বড় মাঠে প্রবেশ করি। প্রবেশ এর প্রথমে দেখি বড় একটি গেইট সাজানো হয়েছে এবং অসংখ্য লোকজনের ভিড় সেখানে। হাঁটতে হাঁটতে ভিতরে ঢুকি এবং প্রচুর লোকের ভিড়ে ফুল দিয়ে চলে আসি।
20220221_101500.jpg
20220221_101807.jpg20220221_101739.jpg20220221_101636.jpg
Location
samsung=📱 m21

বড় মাঠে মনে হয় মেলা লেগেছে। অনেক রকমের খেলনা এবং খাবার-দাবারের দোকান বসেছে। বসেছে দোলনা এবং ঘোড়ার গাড়ির মেলা।
20220221_114553.jpg20220221_111942.jpg20220221_102125.jpg
20220221_104313.jpg20220221_104307.jpg
Location
samsung=📱 m21

তো বন্ধুরা সবাই মিলে বসে পড়ি বড় মাঠে এবং সাথে নিয়ে বসেছিলাম বাদাম গল্প হল,আড্ডা হল এবং যখন দেখি বারোটা বেজে গেছে। তাই আর বেশী দেরী না করে চলে আসে।
20220221_110712.jpg20220221_110706.jpg20220221_110523.jpg
Location
samsung=📱 m21

📸আমার আরো কয়েকটি ছবি📸
20220221_115926.jpg20220221_115933.jpg
20220221_115902.jpg
20220221_115846.jpg20220221_102706.jpg
Location
samsung=📱 m21
এই ছিল একুশে ফেব্রুয়ারির বড় মাঠের শহীদ মিনারে ফুল দিয়ে আসার অভিজ্ঞতা। আসলে যখন শুনি বাংলা ভাষার জন্য জীবন দিয়েছেন এই দিনে আমাদের বাঙালির কিছু দামাল ছেলে।খুবই কষ্ট হয় তাদের এই আত্মত্যাগের কথা শুনে।


image.png

মোবাইলের নামমডেল
Samsungm21
ক্যামেরা📷 48
ফটোগ্রাফার@shihab24
What3 words addresshttps://w3w.co



♨️আমার পরিচয়♨️

20211224_151319-01 (1).jpeg
আসসালামুআলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভাল আছি। আমার নাম মোঃ শিহাব শারার। আমার এস্টিমেট ইউজার নেম @shihab24। আমি দিনাজপুর জেলার, দিনাজপুর সদর থানার একজন বাসিন্দা। বর্তমানে আমি পড়ালেখা করি। আমি দিনাজপুর গভমেন্ট সিটি কলেজ এ ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি।

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFaFRaYtrbhP5uFE57vwtKEnRVcfHiPuUhFVnNsUym7pT5VnCqyg5yhZZUE7NzG...mHBdkLfRy8awki3usxrQA9pGaNZDfpt8nLEwBEzJuspcJQbwnPKgksksmdCX4wGGCxP1mCUC5SnebPUVJx44gP8SzUDJ9qHZxCn5H4gVGkHNmtgVBghzv13zaz.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

শহীদ ভাইদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুল দিয়েছেন দেখে ভালো লাগলো। মেলায় খুব সুন্দর সুন্দর জিনিস দেখতে পেলাম। সবাই দেখছি একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ফুল দিয়েছে। আমাদের সাথে মুহূর্তটা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু

অনেক ভালো লাগলো আপনার শহীদের প্রতি শ্রদ্ধা দেখে।আপনার জন্য অনেক ভালোবাসা ও শুভ কামনা রইলো।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই

শহীদ মিনারে ফুল গুলো দেখে সত্যিই মনের ভিতর অনেক শান্তি পেলাম । একুশে ফেব্রুয়ারি হলো বাঙালি জাতির জন্য অনেক বিশেষ একটা দিন এই দিনকে নিয়ে অনেক বড় একটা ইতিহাস রয়েছে । যাইহোক আপনার এই পোস্টটি আমার কাছে অনেক ভালো লেগেছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই