আমার আত্মপ্রকাশ

in hive-129948 •  2 years ago 

আমি শিল্পী রানী দত্ত। ১৯৭৯ সনে নেত্রকোনা জেলায় জন্ম গ্রহণ করি। আমার বাবা ছিলেন একজন ব্যবসায়ী এবং মা ছিলেন গৃহিনী। আমরা ছয় ভাই তিন বোন। সকল ভাইবোনের মধ্যে আমি নবম। আমাদের গ্রামের নাম নন্দীপুর। সেখান থেকে আমি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া সমাপ্ত করে পার্শ্ববর্তী গ্রাম বেখৈরহাটী এন কে উচ্চ বিদ্যালয় হতে বিজ্ঞান শাখায় ১৯৯৫ সনে এসএসসি পাশ করি। কারণ আমাদের গ্রামে কোন মাধ্যমিক বিদ্যালয় ছিলনা। তখনকার সময়ে আমি ছয়টি বিষয়ে লেটারসহ স্টার পেয়ে ৯টি স্কুলের সেন্টারের মধ্যে প্রথম স্থান অধিকার করেছিলাম। এরপর নেত্রকোনা সরকারী কলেজ থেকে এইচ এসসি এবং উদ্ভিদ বিজ্ঞানে স্নাতক সম্মান পাশ করি। এরপর ময়মনসিংহ আনন্দমোহন কলেজ থেকে ২০০১ সনে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করি। আমার এই লেখাপড়ার পথ সুগম বা মসৃণ ছিলনা। একে তো মধ্যবিত্ত পরিবারের কন্যা সন্তান। তারপর গ্রামে জন্ম এবং অনেক ভাইবোন একসাথে বিভিন্ন স্থানে পড়াশোনা করছে। সব মিলিয়ে অনেক চড়াই উৎড়াই এর মধ্য দিয়ে লেখাপড়া শেষ করি। এবার চাকরী খোঁজা শুরু। কিন্তু কোনভাবেই কিছুতে সুযোগ হচ্ছিলনা। ২০০৫ সনে পারিবারিকভাবে আমার বিয়ে হয়। সম্পূর্ণ বিরুপ একটি পরিবারের সদস্য হয়ে মনে হচ্ছিল যে, এইবার যেকোন একটি চাকরী পেলেই হল। না হলে জীবনে আর ঘুরে দাঁড়ানো যাবেনা। তাই ২০০৫ এর জুন মাসে আমি ব্র্যাক শিক্ষা কর্মসূচিতে একজন প্রশিক্ষক হিসাবে যোগদান করি। সেখান থেকে পদোন্নতি পেয়ে প্রথমে এলাকা ব্যবস্খাপক, পরে সিনিয়র মনিটরিং অফিসার এবং বর্তমানে ডেপুটি ম্যানেজার হিসাবে কর্মরত আছি। ২০০৯ সালে আমি একজন পুত্র সন্তান জন্ম দেই। সে বর্তমানে নবম শ্রেণীতে লেখাপড়া করছে। দাপ্তরিক কাছে সব সময় ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করলেও লেখালেখি করার সুযোগ হয়না। তবে লেখালেখি করার ইচ্ছাটা বরাবরই ছিল। তাই এই প্লাটফর্মে আত্মপ্রকাশ করলাম।

ফটো-২ (1).jpg

ফটো-২ (2).jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...