আমার স্বরচিত কবিতা --- 💝 " ভালোবাসার স্বপ্ন আঁকি "

in hive-129948 •  2 years ago 
আসসালামু আলাইকুম


হ্যালো,



কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

আমি @shimulakter, আমি একজন বাংলাদেশী।" আমার বাংলা ব্লগ " এর আমি একজন নিয়মিত ইউজার। প্রতিদিনের মত আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।বাংলায় ব্লগিং করতে পেরে,নিজের মধ্যে অনেক ভাল লাগা আমি অনুভব করি।প্রতিদিনই আলাদা আলাদা পোস্ট শেয়ার করার চেষ্টা করি।তারই ধারাবাহিকতায় আজ আমি কবিতা শেয়ার করতে চলে এসেছি।সপ্তাহে একটি কবিতা আমি বেশকিছু দিন ধরে আমি আপনাদের শেয়ার করে আসছি।আশাকরি আমার লেখা কবিতা আপনাদের কাছে ভালো লাগে এমনটাই আশাকরি।



Screenshot_273.jpg

সোর্স

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

@amarbanglablog কমিউনিটিতে না এলে হয়ত নিজের ভেতর থাকা সুপ্ত প্রতিভাগুলোর প্রকাশ কখনোই করা হত না।এজন্য আমি খুব কৃতজ্ঞ আমার বাংলা ব্লগ কমিউনিটির সকলের কাছে।সবার অনুপ্রেরনা না পেলে নিজের ভেতর থাকা এই প্রতিভা বের করা খুব কঠিন ছিল।সকলের অনুপ্রেরনায় ও ভালোবাসায় আজ নতুন আর একটি কবিতা নিয়ে হাজির হলাম।আপনাদের ভালো লাগাতেই আমার সার্থকতা।

ভালোবাসা এমন এক অদৃশ্য মায়া যা দিনের পর দিন বেড়েই চলে মনের মাঝে।একজন মানুষ অন্য একজন মানুষের প্রেমে কখন, কিভাবে পরে তার নির্দিষ্ট কোন ব্যাখা আসলে নেই।তবে কাউকে মনে জায়গা দিলে তার প্রতি কিভাবে যে স্বপ্ব জমতে শুরু করে মনে তারই অনুভূতি নিয়ে আমার আজকের এই কবিতা।আমার আজকের কবিতার নাম,"ভালোবাসার স্বপ্ন আঁকি।"

ভালোবাসলে ভালোবাসার মানুষকে নিয়ে আমাদের নানা রকমের স্বপ্ন,নানা রকমের ভাবনা মনের মাঝে ভর করে।সারাদিনের চিন্তাতে সেই মানুষটিই থাকে।মনের সাথে মন মিলে গেলেই তো ভালোবাসা হয়ে যায়। তখন দুজন মানুষ রঙধনুর নানা রঙের মতো নানান রকমের স্বপ্নে বিভোর হয়ে থাকে।সেই ভালোবাসার অনুভূতি নিয়েই আমার আজকের এই কবিতা।আপনাদের ভালো লাগাতেই আমার এই লেখার সার্থকতা পাবে।তবে আর কথা নয় চলুন কবিতাটি পড়ে আসি ---


স্বরচিত কবিতা -- " ভালোবাসার স্বপ্ন আঁকি "


লেখা - শিমুল আক্তার



ভালোবাসার মায়ার বাঁধনে
পরে গেলাম তোমার প্রেমে,

কি জানি কেমন করে
বাঁধা পরেছি তোমার মনে।


মনকে বলি চুপি চুপি
কি হলো আজ তোমার শুনি,

মন বলে যায় বারে বারে
ভালোবাসা জমেছে মনে।


তুমি আমার রঙিন স্বপ্ন
রঙধনুর নানা রঙে আঁকি,

চোখের পলক যতো পরে
ভালোবাসি তোমাকে ততো।

তোমার সাথে যখন সময়
কাটে ভালো সময়গুলো,

আঁধার রাতের তুমি আমার
অমাবস্যার আলো যেমন।

তোমার কথা ভেবে ভেবে
দিন থেকে হয় রাত,

তোমায় ভেবে কাব্য লিখি
আমি যে সারারাত।

মনের সাথে মন মিলিয়ে
বেসেছি তোমায় ভালো,

ভালোবাসার স্বপ্ন আঁকি
দু'চোখেতে আরো।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjdekKDM8DR24hmAVtgtZgpjcBV6h1XWYpu2kwLyx7KQCurXDPhLq5YZKUxxR6PaF7iUiKfp4BFa3pxwoKsiMTKuUaidiaHwmTGcwLENgRroKjp53u8U9TVZPhAvP7c9PC9WXQkmkdGdRuSW2nSmTfyadycoVHtgokskT3fsyBNW.png


সমাপ্ত



আজ আর নয়।আশাকরি আমার আজকের কবিতাটি আপনাদের ভাল লেগেছে।ভাল না লেগে থাকলেও কমেন্ট করে জানাবেন। আমি প্রতিনিয়ত নতুন নতুন কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব।সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

🧡 সবাইকে ধন্যবাদ 🧡

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjdewS98rhT2jTJ5AJioUC62cpvt6bqfABatFjaAW1oDt8A5V688UB2rQ3QEUaGYPw7ZyRoyPyHrANPTXZcJCJ95PUovBmXsXceiVuCxz4DVgAK2TjyMHyo6XQbHDRBeFdwDYbkPu5XFmBCLYLXcDr9pBsBE83t7mdpKztrqs33G.gif

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkH68jVCNK4hKZwCGfUMBFP8ZsUJgfSSBfzXnu7zpWkg5zGzFwka5KMkG7dT2yTrZYwE6LM85iWR2zCzbpbtGXnNUJuioFxovEYAGN2FJd85aUUR7tXXgz (1).png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6HzJaoPE9n3kyXHpVFScAadwSCVJpY84M3wWWzLLzELtQK2rSJtUL9pTj98dwsm1MP47up86HvqkxNUfovt7kXVd7M4Hk9jft.jfif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি খুবই সুন্দর একটা অনুভূতি নিয়ে আজকের এই কবিতাটি লিখেছেন। কাউকে মনে জায়গা দিলে তার প্রতি কিভাবে যে স্বপ্ন জমতে শুরু করে মনে তারই অনুভূতি নিয়ে আজকের এই কবিতাটি লিখেছেন আপনি। আপনার কবিতার নামটি ও অসম্ভব ভালো ছিল ভালোবাসার স্বপ্ন আঁকি। সম্পূর্ণটা ছন্দের সাথে ছন্দ মিলিয়ে খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন দেখে ভালো লেগেছে।

অনেক ধন্যবাদ ভাইয়া।

ওয়াও অসাধারণ ভালোবাসার স্বপ্ন আঁকি কবিতাটি খুব সুন্দর করে লিখেছেন। আসলে ভালোবাসা কিভাবে হয়ে যায় তা বলা যায় না। ভালোবাসা এমন হঠাৎ করে একজনের প্রতি মায়া এবং ভালো লেগে যায়। তবে আপনার কবিতার মাঝে ভালোবাসা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। সত্যি আপনার কবিতাটি পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর করে কবিতাটি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

,অনেক ধন্যবাদ আপু,সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।

বেশ কিছু দিন ধরে আপনি আমাদের মাঝে কবিতা শেয়ার করতেছেন শুনে খুব ভালো লাগলো। সেই হিসাবে আজকে আপনি খুব চমৎকার ভালোবাসার স্বপ্ন আঁকি কবিতা লিখেছেন। সত্যি বলতে আপনি ভালোবাসা নিয়ে খুব সুন্দর করে কবিতাটি লিখেলেন। ভালোবাসা এমন কিভাবে কখন কাকে যে ভালো লেগে যায় তা নিজেও জানে না। সত্যি বলতে আপনার কবিতাটি পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। সুন্দর করে কবিতাটি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

সুন্দর ও উৎসাহ মূলক মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

আজ আপনি আমাদের মাঝে দারুণ একটি কবিতা রচনা করে উপস্থাপন করেছেন। আপনার এত সুন্দর একটি কবিতা আবৃত্তি করতে আমার অনেক ভালো লেগেছে। আপনার কবিতার মধ্যে ভালোবাসার রঙিন আবেগে রয়েছে এবং রয়েছে অনেক ভালোবাসা খুব ভালো লেগেছে এত সুন্দর একটি কবিতা পড়ে।

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। কবিতাটি পড়ে খুব সুন্দর মন্তব্য করার জন্য।

এই যে কবি আপু,, অনেক দিন পর আপনার কবিতা পড়লাম। জানেন তো প্রতিটা লাইন পড়ছিলাম আর কি যেন একটা স্বপ্ন দেখে যাচ্ছিলাম। খুব ভালো লাগছিল সত্যি। ভালোবাসার মানুষগুলোকে নিয়ে আমরা এমনই পাগলামো করে যাই সারা দিন। আমাদের সবটা ঘিরে যেন সে বসে থাকে। দারুন ছিল লেখা 👌

একজন শিল্পী মানুষ আমার কবিতার প্রশংসা করেছে আমিতো তো ধন্য হয়ে গেলাম।🤗🥰 শুকরিয়া, খুব ভালো লাগলো।

হাহাহাহাহা,, কি যে বলেন! ভালোর প্রশংসা তো সবাই করবে। এটাই স্বাভাবিক 😊

ওয়াও আপু আপনার স্বরচিত কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম জাস্ট।দিনদিন আপনি কবিতা লেখায় পারদর্শী হয়ে উঠছেন।এভাবে করে চর্চা করতে থাকলে আপনি সামনে আরও ভালো করবেন।কবিতায় নিজের মনের ভাব খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন ।ধন্যবাদ আপনাকে সুন্দর কবিতা পোস্টটি শেয়ার করার জন্য।

অনেক ধন্যবাদ আপু।