প্রতিযোগিতা -৩৭ 🦈 " কাতল মাছের মজার চপ রেসিপি || আমার বাংলা ব্লগ

in hive-129948 •  last year 

আসসালামু আলাইকুম



মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবংবাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

প্রতিদিনের মতো আজ ও আমি নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।তবে প্রতিদিনের চাইতে আমার আজকের পোস্ট কিছুটা ভিন্ন।আমি আজ আমার বাংলা ব্লগ এর '৩৭ তম প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলে এলাম।এবারের প্রতিযোগিতা হচ্ছে - শেয়ার করো তোমার ইউনিক মাছের চপ রেসিপি।সত্যি কথা বলতে আমি সব সময় চেষ্টা করি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ।আজও এর ব্যতিক্রম হয়নি।

প্রতিটি প্রতিযোগিতার মতো এবারের প্রতিযোগিতাটিও খুবই মজার।আর তাই আমি এই প্রতিযোগিতার আয়োজনকারী @rex-sumon ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ জানাই।ভাইয়াকে অনেক অভিনন্দন এমন একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য। সেই সাথে "আমার বাংলা ব্লগ"কমিউনিটির ফাউন্ডার বড় দাদা ও এক্সিকিউটিভ ছোট দাদা সহ সকল এডমিন মডারেটর সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এতো সুন্দর আয়োজন দেখে আর অংশগ্রহণ করতে পেরে আমার খুব লেগেছে।

কাতল মাছের চপ রেসিপিঃ


photocollage_2023521222936135.jpg

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

বন্ধুরা, মাছে-ভাতে বাঙালি আমরা। এই মাছ আমরা কত রকম করেই না খেয়ে থাকি।আজ প্রতিযোগিতার জন্য আমি কাতল মাছ দিয়ে চপের রেসিপি নিয়ে চলে এলাম।রেসিপি করার আগে আমি এই রেসিপিতে কি কি উপকরন দিয়েছি তা এক এক করে তুলে ধরছি--

প্রয়োজনীয় উপকরনঃ


১। কাতল মাছ
২।গাজর কুচি
৩।পেঁয়াজ কুচি
৪।রসুন পেস্ট
৫জিরা পেস্ট
৬।হলুদ এর গুঁড়া
৭।মরিচের গুঁড়া
৮।তেল
৯।লবন
১০।চিড়া
১১। গোল মরিচের পেস্ট
১২।ব্রেডক্রাম

20230520_131233.jpg

20230520_140039.jpg

20230520_132901.jpg

20230520_132424.jpg

20230520_132012.jpg

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPKVuoyupTpPFhzgxd4gDJegm7pW3kHWhqrM14PuSAQgR7dJWJUteZRCzi5xweJ5b2wUrAUz64E.png

20230520_133526.jpg

রান্নার ধাপ সমুহঃ

ধাপ -- ১


20230520_132458.jpg

20230520_132549.jpg

20230520_134326.jpg

প্রথমে প্যানে মাছগুলো দিয়ে হলুদ ও মরিচের গুঁড়া ও সব মসলার পেস্ট দিয়ে সিদ্ধ করে নিলাম।এরপর সিদ্ধ মাছগুলো কাঁটা বেছে নিলাম।

ধাপ -- ২


20230520_132901.jpg

20230520_134903.jpg

চিড়া পানি দিয়ে ধুয়ে রেখে দিলাম।

ধাপ -- ৩


20230520_133709.jpg

20230520_134857.jpg

এবার চুলায় প্যান বসিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম।

ধাপ -- ৪


20230520_134333.jpg

20230520_134925.jpg

20230520_134934.jpg

BeautyPlus_20230520135135694_save.jpg

এরপর বেছে রাখা মাছের মধ্যে গাজর কুচি, চিড়া ও পেঁয়াজের বেরেস্তা দিয়ে ভালোমতো মাখিয়ে নেবো।

ধাপ -- ৫


20230520_135948.jpg

20230520_135928.jpg

এবার মিশ্রন থেকে অল্প অল্প নিয়ে মাছের চপ করে নিলাম।

ধাপ -- ৬


20230520_140039.jpg

20230520_140351_1.jpg

এরপর চপগুলো ব্রেডক্রাম দিয়ে গড়িয়ে নিলাম।

ধাপ -- ৭


20230521_152452.jpg

20230521_152538.jpg

এবার চুলায় ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিবো।গরম হলে তেল দিয়ে দিলাম।এরপর এক এক করে চপ ছেড়ে দিয়ে ভেজে নিলাম।

পরিবেশন


20230521_153826.jpg

20230521_153728.jpg

পোস্ট বিবরন


শ্রেনিরেসিপি
ফটোগ্রাফির জন্য প্রয়োজনীয় ডিভাইসSamsungA20
ফটোগ্রাফার@shimulakter
স্থানঢাকা

আজ আর নয়। আশাকরি আমার রেসিপি আপনাদের কাছে খুব ভাল লেগেছে।আবার নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJx...io3gcKNTzagYaFzuD8jQGywN5A6CPKQy74UFEYQCkHRqee7dDbtFL67wisZTskwpbryYe9bEee5QKxXPkZSuQ7mCcPfrTtaQuiQBA1ZdUAwAdpvnGY3tn2J6vR.gif

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EqwuEZ4jUmpSvRSj9XvMMcst84NMJPowmyrATdc1X1UWYa9kYMuyQ1rnesijk...oZdjaxydW1bxyp1EihuP8HaYQAtK1ce53cQadZ4iZCxnJpd9epTsi9UDBnJuT99HDCHvaspGq77oUsCvDu7XUr63zbMHPiRy965mRD1S8MPkPkiTBY8nkoXNht.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রথমেই আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে অনেক ভালো লাগলো। কাতল মাছ আমার খুবই পছন্দের। প্রতিযোগিতা উপলক্ষে খুব মজাদার একটা রেসিপি তৈরি করেছেন চপের। কাতল মাছের চপ রেসিপি দেখেই বোঝা যাচ্ছে খুবই মজাদার হয়েছে। পরিবেশনটা খুবই সুন্দরভাবে করলেন ইচ্ছে করছে নিয়ে খেয়ে নিতে। এরকম মজাদার রেসিপি গুলো দেখলে লোভ সামলানো যায় না। সম্পূর্ণ রেসিপিটা তৈরি করার পদ্ধতিও বেশ ভালো লাগলো দেখে।

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা মাছে ভাতে বাঙালি মাছ ছাড়া আমাদের চলে না। তবে মাছ যদি ভিন্নভাবে তৈরি করে খাওয়া যায় তাহলে আরো বেশি মজা হয়। মাছের চপ খেতে আমার কাছে খুব ভালো লাগে তবে আপনার তৈরি করা চপের মধ্যে গাজর এবং চিড়া দেওয়ার বিষয়টি আমার কাছে ইউনিক লেগেছে। রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে।

সুন্দর মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু আপনাকে।

প্রথমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা । দারুন একটি রেসিপি নিয়ে আপনি আমাদের সামনে হাজির হয়েছেন । সত্যি এ ধরনের রেসিপি দেখে খেতে মন চায় । খেতে নিশ্চয়ই খুবই সুস্বাদু হয়েছে । প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন । ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে ।

আপু খেতে খুবই মজার হয়েছিল।ধন্যবাদ আপনাকে।

প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার জন্য আপনাকে প্রথমেই জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সত্যি যেকোন মাছ দিয়ে এভাবে রেসিপি করলে খেতে অনেক মজা লাগে। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুন্দর হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।

অনেক ধন্যবাদ আপু আপনাকেও।

আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে ভীষণ ভালো লাগলো। এই প্রতিযোগিতা উপলক্ষে আপনি কাতল মাছের চপ রেসিপি তৈরি করেছেন যা দেখে ভীষণ ভালো লেগেছে। চপ খেতে আমি অনেক বেশি পছন্দ করি। এরকম চপের রেসিপি দেখলে খুবই লোভ লেগে যায়। আপনার এই কাতল মাছের মজাদার চপ রেসিপি দেখে আমার তো খুবই লোভ লেগে গিয়েছে। দেখেই বুঝতে পারছি খুবই মজাদার হয়েছিল এই কাতল মাছের চপ। এরকম মজাদার রেসিপি গুলো দেখলে ইচ্ছে করে নিয়ে খেয়ে নিতে। যাই হোক আপনার সম্পূর্ণ রেসিপি টা অসম্ভব ভালো লেগেছে।

সত্যি ই আপু খুব মজা হয়েছিল।সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

প্রথমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অভিনন্দন।আপনি প্রতিযোগিতার জন্য কাতল মাছের চপ বানিয়েছেন।বেশ লোভনীয় লাগছে রেসিপিটি। আর প্রতিযোগিতা মানেই নতুন নতুন রেসিপি। যেটা আমার বেশ ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

অনেক ধন্যবাদ আপু।

আপনার রেসিপিটি দেখে জিভে জল চলে এসেছে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

সুন্দর মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো আপু।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

প্রতিযোগীতায় অংশগ্রহন করার জন্য অনেক অনেক শুভেচ্ছা। আপনি কাতলা মাছে দিয়ে চপ তৈরি করেছেন।বাইন্ডিং এর জন্য গাজর ও চিড়া ব্যবহার করেছেন। দেখে মনে হচ্ছে খেতে বেশ মজা হয়েছিল ধাপগুলো বেশ সুন্দর করে গুছিয়ে উপস্থপন করেছেন । অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

হে আপু খেতে বেশ মজার হয়েছিল।অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য।

কাতল মাছের মজার চপ রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপি পরিবেশন আমার খুবি ভালো লেগেছে। এতো মজাদার রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে ও।

প্রথমেই আপনাকে কনটেস্ট ৩৭ এর জন্য শুভকামনা জানাই আপু।আপনার করা কাতল মাছের চপ রেসিপি দেখেই বোঝা যাচ্ছে খেতে খুব ভালো হয়েছিল।তাছাড়া পরিবেশন চমৎকার ছিল।এতো সুন্দর একটি চপের রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপু।

প্রথমে আপনাকে ধন্যবাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি অনেক সুন্দর করে কাতল মাছ দিয়ে মজাদার চপ রেসিপি বানিয়েছেন। তবে এইবার প্রতিযোগিতায় মাছের দারুন দারুন চপ রেসিপি দেখা যাবে। সত্যি বলতে আপনার কাতল মাছের চপ রেসিপি দেখে আমার জিভে জল এসে গেল। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর করে চপের রেসিপিটি শেয়ার করেছেন।

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

ওয়াও অসাধারণ আপনি কাতল মাছ দিয়ে খুব সুন্দর চপের রেসিপি বানিয়েছেন। এবার প্রতিযোগিতায় অনেক সুন্দর সুন্দর মাছের চপের রেসিপি দেখা যাবে। সত্যি বলতে আপনার রেসিপি দেখে আবার জিভে জল এসে গেল। মনে হয় চপের রেসিপি খেতে অনেক মজাই হয়েছে। অনেক সুন্দর করে রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করেছেন। এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

অনেক ভালো লাগলো আপু মন্তব্য পেয়ে। হে, চপ খেতে মজাই হয়েছিল। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

আপু, প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে খুবই ভালো লাগলো। আর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনি যে দুর্দান্ত রেসিপি বাছাই করে নিয়েছেন তা সত্যি একদম ইউনিক রেসিপি ছিল। আপনার তৈরি কাতল মাছের মজার চপ রেসিপি খেতে খুবই সুস্বাদু হয়েছে তা দেখেই বুঝতে পারছি। অনেক অনেক ধন্যবাদ আপু, কাতল মাছের মজার চপ রেসিপি শেয়ার করার জন্য।

আপনাকে ও অনেক ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

আপু দারুন ভাবে কাতল মাছ দিয়ে চপ রেসিপিটা সাজিয়েছেন। চপ গুলো দেখে খুবই লোভনীয় লাগছে। চিড়ার সাথে ব্রেডক্রাম দিয়ে মাছের চপ নতুন দেখলাম। ধন্যবাদ আপু।

অনেক ধন্যবাদ ভাইয়া।

আমার বাংলা ব্লগের ৩৭ প্রতিযোগিতায় আপনি দেখছি খুব লোভনীয় একটি মাছের চপ নিয়ে এন্ট্রি দিলেন। রেজাল্ট যাই হোক আপু। রেসিপিটি কিন্তু বেশ দারুন। আপনার চপ বানানো প্রতিটি ধাপ অনেক সুন্দর ছিল। উপস্থাপনা, বর্ণনা আর ডেকোরেশন সবই সুন্দর করে করতে পেরেছেন। শুভ কামনা রইল আপনার প্র্রতি।

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

শুরুতেই আপনাকে অভিনন্দন জানাই আপু প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।কাতলা মাছের চপ দেখতে এতটাই লোভনীয় হয়েছে আপু তা বলে বোঝাতে পারবো না।মাছের চপ খুব একটা বানানো হয় না তাই এই ধরনের রেসিপি গুলো দেখতে খুবই ভালো লাগে।এরকম করে একদিন অবশ্যই এরকম কাতলা মাছের চপ তৈরি করে খেয়ে দেখবো।অসাধারণ রেসিপি টি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আপু।❤️

অবশ্যই আপু বাসায় করে খাবেন।খুব মজা হয়েছিল খেতে।সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।

আপু প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কাতলা মাছের খুবই মজাদার চপ রেসিপি তৈরি করেছেন।এর মধ্যে চিড়া দেওয়াতে আমার কাছে ইউনিক লেগেছে। এই চপ খেতে নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছিল। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

অনেক অনেক ধন্যবাদ আপু।

প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। কাতলা মাছের চপ রেসিপি দেখতে বেশ লোভনীয় লাগছে আপু। এই চপগুলো টমেটো সস দিয়ে বিকেলের নাস্তায় খেতে দারুণ লাগবে। রেসিপির উপস্থাপনা এবং পরিবেশনাও এককথায় চমৎকার হয়েছে। ধাপে ধাপে এতো মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে।