হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।
আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের মাঝে যুক্ত আছি।আমি প্রতিনিয়ত নতুন নতুন বিষয় নিয়ে ব্লগ শেয়ার করে থাকি।আমি বিশ্বাস করি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে।আমি আমার প্রতিদিনের নানা রকম কর্মকান্ড থেকে কিছু কিছু বিষয় আপনাদের মাঝে শেয়ার করে থাকি।আজ ও এসেছি এমন একটি বিষয় আপনাদের মাঝে তুলে ধরতে।আশাকরি সঙ্গেই থাকবেন।
ছেলের অসুস্থতায় নিবেদিতা শিশু হাসপাতালে যেতে হলোঃ
বন্ধুরা,আজ নতুন একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করতে চলে এলাম।মনটা ভীষণ খারাপ।আমার পাশে আজ আমার বাবা নেই।গত ২৩ শে অক্টোবর না ফেরার দেশে চলে গিয়েছেন আমার বাবা।সেই থেকে আমি এখনও আমার আম্মুর পাশেই আছি।আম্মুকে সান্ত্বনা দেয়ার ভাষা আজ আমার নেই।কারন আমি নিজেই আজ অশান্ত হয়ে গেছি বাবার শোকে। হয়ত এই শোক একদিন কাটিয়ে উঠব কিন্তু বাবার সাথে কাটানো শেষের কটা দিনের স্মৃতি আমাকে বার বার কাঁদাবে।যা চাইলেও ভুলে যাওয়া সম্ভব নয়।
এমন পরিস্থিতিতে নিজেকে নিয়ে আমি যেখানে অসহায় হয়ে ছিলাম।সেখানে ছোট আমার ছেলেকে দেখার মতো অবস্থা আমার ছিল না।ছেলের ফাইনাল এক্সাম সামনে।তাই ছেলে ওর পাপার সাথে বাসায় ছিল।আর আমি আমার বাবার বাসায় আছি।ছেলের স্কুল বন্ধের দুইদিন আমার কাছে আসে।আমার মনের অবস্থা এমন নেই যে ওকে আমি পড়াতে পারবো।পড়া দেখাশোনা তো দূরের কথা,ওর দিকে খেয়াল করার মতো অবস্থা আমার ছিল না।
ছেলে বাসায় গিয়ে ইচ্ছেমতো আইসক্রিম,চকলেট খেয়েছে।আর গোসল করেছে ইচ্ছে মতো।এমনিতেই ওয়েদার এখন যেমন তেমন।তার মধ্যে এতো অনিয়ম সইবে কেন।তাইতো ওর জ্বর,কাশি হওয়ার পর ওর পাপা আমার এখানে নিয়ে আসে।ওর এতো পরিমান জ্বর হয়েছে ১০৪ পর্যন্ত জ্বর উঠে গিয়েছিল।নাপা ট্যাবলেট খাওয়ানো হলেও জ্বর তেমন ছাড়ছিলো না।তাই একদিন দেখে পরের দিন নিবেদিতা শিশু হাসপাতাল ওয়ারী নিয়ে গেলাম।এই হাসপাতালটি শিশুদের জন্য বেশ ভালো।
জ্বর যেহেতু সারছেই না তখন বেশ বুঝতে পারলাম টনসিলের কোন সমস্যা হয়েছে।তাই আর দেরি করিনি।আম্মু বলল নিবেদিতা শিশু হাসপাতালে ছেলেকে নিয়ে যেতে।এরপর আমি দেরি না করে ভাবিকে নিয়ে হাসপাতালে ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলাম।এখনকার যেকোনো কিছুতে টেস্ট।ডাক্তার আমাকে ডেঙ্গু আর ব্লাড টেস্ট দিল।আমি তখনই ব্লাড দিয়ে বাসায় চলে আসি।রাতে রিপোর্ট পেলাম ডেঙ্গু নেগেটিভ এলেও টনসিলে ইনফেকশন।এরপর ডাক্তার এন্টিবায়োটিক দিলেন।আজ দুইদিন আলহামদুলিল্লাহ ছেলে সুস্থ আছে।বিপদের উপর বিপদ।আমি ওর ক্লাস টিচারকে ফোন দিয়ে জানিয়ে দিলাম।সামনে এক্সাম।কি যে করবে তা আল্লাহ ই ভালো জানেন।সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য।
আজ আর নয়।আশাকরি আমি আমার মনের অনুভূতি গুলো আপনাদের মাঝে খুব সুন্দরভাবে তুলে ধরতে পেরেছি।সবাই সুস্থ থাকবেন। ভালো থাকবেন।আবার কোন নতুন ব্লগ নিয়ে হাজির হবো।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
শ্রেনী | ভ্রমন |
---|---|
ক্যামেরা | samsung A 20 |
পোস্ট তৈরি | @shimulakter |
লোকেশন | ওয়ারি,ঢাকা |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি (জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এখন আবহাওয়া খারাপ তাই বাচ্চাদের কে একটু সাবধানে রাখতে হবে। আপনি তো এখন একটি ট্রমায় আছেন। তাই তো বাবুর দিকে তেমন খেয়াল করতে পারছেণ না। যাই হোক আশা করি ডাক্তারের দেওয়া ঔষধে বাবা বেশ তাড়াতাড়ি ফিরে আসবে। ভালো থাকবেন সব সময়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
X-promotion
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনার পরিবারে দেখছি একের পর এক সমস্যা লেগেই আছে। প্রথমে আপনার বাবার খবরটা শুনে খারাপ লেগেছে এরপর আপনার ছেলে অসুস্থ হয়েছে এটা শুনে আরো বেশি খারাপ লাগলো আপু। আপনার ছেলের জন্য অনেক অনেক দোয়া রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার ছেলে যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে সৃষ্টিকর্তার কাছে এই আশীর্বাদ ব্যক্ত করি। ছেলের প্রতি বিশেষ যত্ন নিবেন আর নিয়মিত ওষুধ খাওয়াবেন নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবে। ধন্যবাদ আপনাকে আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit