জেনারেল রাইটিং -- 💕 " ছেলের পক্ষ থেকে মায়ের জন্য ভালোবাসা "

in hive-129948 •  10 months ago 

আসসালামু আলাইকুম


শুভ সকাল সবাইকে।ভ্যালেন্টাইন্স ডে তে সবাই কে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

বন্ধুরা,আমি @shimulaktet,আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি সব সময়ই চেষ্টা করি আমার অনুভূতি গুলো আপনাদের মাঝে শেয়ার করতে।তারই ধারাবাহিকতায় আজ আমি একটি বিশেষ দিনকে কেন্দ্র করে কি ঘটেছিল,সেটাই শেয়ার করতে চলে এলাম।এখন চেষ্টা করছি লেখার।আজ জেনারেল রাইটিং নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।প্রতিদিন আমি চেষ্টা করে যাচ্ছি পোস্টের ভিন্নতা এনে নিজের সৃজনশীলতাকে প্রকাশ করতে।তাই আজ একটি জেনারেল পোস্ট শেয়ার করছি।আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লাগবে।

ছেলের পক্ষ থেকে মায়ের জন্য ভালোবাসাঃ


CollageMaker_202421405630105.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...Fx9wg6WUb5ejzqWUBqpBKiA2y7re32cBUTqU7ofQL67evTq1REgbByXj7Asx7nJbFjm8HNBCUTP9MYtRkUtcV4Bp9AotapzRgntKKd2PJdU3zrH4oAwouB99Qr (2).png

বন্ধুরা,আজ ১৪ ই ফেব্রুয়ারি অর্থাৎ বিশ্ব ব্যাপী ভালোবাসা দিবস।এই দিনটিকে কেন্দ্র করে বিভিন্ন দেশে বিভিন্নভাবে নানা উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে দিনটি কেটে যাবে।ভালোবাসা আসলে একদিনের জন্য নয়।ভালোবাসা থাকতে হয় আজীবনের জন্য। আর এই ভালোবাসা শুধু নারী-পুরুষের ভালোবাসায় কিন্তু সীমাবদ্ধ নয়।এই ভালোবাসা হতে পারে বাবা আর মেয়ের জন্য। এই ভালোবাসা হতে পারে ভাই তার বোনের জন্য। আবার বোনের ও থাকতে হবে ভাইয়ের জন্য।মায়ের জন্য সন্তানের,আবার সন্তানের জন্য মায়ের।এভাবেই ভালোবাসাময় হয়ে উঠবে গোটা বিশ্ব।

20240213_192612.jpg

কিন্তু ভালোবাসা সে তো একদিনের জন্য নয়।ভালোবাসা হতে হয় যে যার জায়গা থেকে প্রতি মুহূর্তের জন্য।তবে হে,বিশেষ দিনে আমরা নিজেদেকে আবার নতুন করে ভুলের জায়গা থেকে সরে নতুন ভাবে ভালোবাসার জায়গা টা করে নিই।ভালোবাসা চিরন্তন।এই ভালোবাসাকে যদি আমরা বর্তমান যে সব ভালোবাসা আমরা দেখতে পাই তেমন কিছু কিন্তু নয়।আসলে এর নাম ভালোবাসা নয়।ভালোবাসা পবিত্র একটি জিনিস।ভালোবাসা বলতে একজনের প্রতি অন্যজনের ফিলিংস থাকা।শুধু পাশাপাশি বসে গল্প করলে,নামি-দামি রেস্তোরাঁয় ভালো ভালো খাওয়া -দাওয়া করলেই ভালোবাসা হয়ে যায় না।এটাকে শো অফ করা বলে।মনের মাঝে ভালোবাসাটাকে অনুভব করতে হয় অনুভূতি দিয়ে।শুধু দেখার মাঝেই ভালোবাসা সীমাবদ্ধ নয়।অদেখাতেও ভালোবাসা থাকে।

20240214_093354.jpg

ভালোবাসা নিয়ে তো অনেক কথাই বলে ফেললাম।এবার মায়ের প্রতি ছেলের ভালোবাসাটা তুলে ধরি।আমার ছেলেকে তো আপনারা অনেকেই দেখেছেন।সেই ছেলে নিজে টাকা জমিয়েছে আজকের দিনটির জন্য। কারন তার মায়ের জন্য কেক এনে কাটাবে।রুহি ডিলাইট পেইজ এ কেকটা অর্ডার করা হয় দুদিন আগে।কেকটা কাল সন্ধ্যার মধ্যে ই চলে আসে।এরপর আর কি রাতে ১২ টার সময় কেকটি কাটা হয়।তাইতো আপনাদের কে প্লেটে তুলে দিলাম।সবাইকে ভালোবাসা দিবসে আবার ও শুভেচ্ছা জানাই।আমার প্রতি ছেলের এমন ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম।মন থেকে দোয়া করি ওর চারপাশটা সুন্দর হয়ে থাকুক।সব বিপদ-আপদ থেকে আল্লাহ ওকে হেফাজত করুক,আমিন।আসুন আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে ভালোবাসার মানুষদেরকে নতুন করে ভালোবাসার জায়গাটা কে একটু ঝালাই করে নিন।নামি-দামি রেস্টুরেন্টে না গিয়ে মানুষটিকে বুঝতে চেষ্টা করুন।তাকে সময় দিন।তখন অপর প্রান্তের মানুষটিও আপনাকে বুঝবে।সবচেয়ে খাঁটি ভালোবাসা হলো সন্তানের প্রতি মায়ের ভালোবাসা।এই ভালোবাসাতে কোন রকম ভেজাল নেই।এরকম নির্ভেজাল ভালোবাসা যদি সব সম্পর্কের মাঝেই থাকতো,তবে পৃথিবীটা কিন্তু ভালোবাসাময় হয়ে উঠতো।

20240214_093341.jpg

কেকটা মূলত ছিল রসমালাই কেক।কেকের উপরে ও ভেতরের অংশে ছোট ছোট রসমালাই দিয়ে ডেকোরেট করা।কেকটার টেস্ট দারুন মজারই ছিল।বিশেষ দিনে প্রিয় মানুষগুলোর স্পেশাল কেয়ারিং মনে কিন্তু দারুনভাবে নাড়া দেয়।এমন ছেট ছোট বিষয় গুলো ছোট মনে হলেও মনের মাঝে কিন্তু বড় রকমের ভালো লাগার জন্ম নেয়।সেই অনুভুতি ই আজ কিছুটা শেয়ার করার চেষ্টা করলাম।

আসুন,আমরা বিশেষ দিনে বিশেষ মানুষগুলোর জন্য নিজেদেরকে নতুন করে ঢেলে সাজিয়ে নেই।প্রিয় মানুষগুলোকে বুঝতে চেষ্টা করি।তাদেরকে সময় দেই।তবেই আমাদের জীবনটা রঙিন হয়ে উঠবে।

আজ আর নয়।আশাকরি আমি আমার জেনারেল রাইটিং এর বিষয়টি আপনাদের মাঝে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছি।সবাই সুস্থ থাকবেন। ভালো থাকবন।আবার কোন নতুন ব্লগ নিয়ে হাজির হবো।

পোস্ট বিবরন

শ্রেনীজেনারেল রাইটিং
ক্যামেরাSamsung A20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

P1nnPUkSmoNUKb4TPeqQKoypeKJsLYTRBqQF72wfANTunX6PjYbGByjxeSRFzkWyoTrBsM99Em2BzSjyUorHApJaQqWyYTwKbaZTF6Hapc...6PXKEgWMjHxXT2HjqGJtif3otQm1h4x2CvvNmEpSCqiojRyhADfGaKvsXp6td79UXw1gpn38CAzfUiqfkWzvCJPm3UVZzGYo2z3YHLptKUpBvjAc21npziY9TU.png

P1nnPUkSmoNUKb4TPeqQKoypeKJsLYTRBqQF72wfANTunXhPv1UpB1UMW6PYxw3YuVwQH6PQmEKkjaKG4t2f8sNUPPD98hT2495CWbTxvN...fdfnSn7Nd828LpS4ek76WMdpf7QHTSRGfen1dmFnPpPcYQH5hb2HH1TPrd5CTtaXavr8FHsBiDVuccDjKf1CccK8y6R2NssGp5sx3zxD4FcVy1zjx9cwFrSfnd.gif

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxeToZJatrzXJ26wyJvrfyUjWUHbwevxJfcy1wNaX2uYf5yHRjEM6kRmppRUgc...Y4qhGk41e9xshdKq7axZeLWprzfJqgtshHQPZjCGuXiyHFG1XqYcZSdGGLYKKmVtY1zvpEFteA1FrU83LMRPP7BcAne3avpKyGdHz9yne2nakYyhwHTfUardAv.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...f1Dq76pKECV4KekfqyZj18qfc4ziQW3kRYsgW1PMLc47emsksqLgif1cmhk34QEfazWiZ3aAFVCXuC6ZFp39Mc57NeUUL4DNuymUk8Cq7TJkvoxEtUzQNAfKJd.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

এই দিনে আপনাকেও জানাই ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। মায়ের প্রতি ছেলের এরকম ভালোবাসা দেখে সত্যি খুব ভালো লাগলো। আপনি কেক তো তুলে দিয়ে দিয়েছেন প্লেটের মধ্যে, কিন্তু আমরা তো খেতে পারলাম না। যাই হোক সব সময় আপনার ছেলের জন্য এবং আপনার পুরো ফ্যামিলির জন্য দোয়া করি। পৃথিবীর সব ভালোবাসা যেন সুন্দর থাকে ভালো থাকে এরকমটাই প্রত্যাশা করি। আসলে ভালোবাসা হতে পারে সবার জন্য বন্ধুবান্ধব, ফ্যামিলি, আত্মীয়-স্বজন। আপনার লেখা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে।

সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।

ভালোবাসা শুধু একটা ছেলে এবং একটা মেয়ের মধ্যে থাকে না ভালোবাসা থাকে সবার মাঝে। মা বাবার প্রতি ভালোবাসা সন্তানদের থাকতে পারে। ভাই বোনের প্রতি ভালোবাসা থাকতে পারে। আর আপনার ছেলে আপনার প্রতি ভালোবাসা জানিয়ে সুন্দর একটা কেক গিফট করেছে আপনাকে। নিজেই টাকা জমিয়ে এই কেকটা কিনেছে জেনে ভালো লাগলো। নিশ্চয়ই অনেক মজা করে খেয়েছিলেন এই কেক।

জি ভাইয়া কেকটি খেতে ভীষণ মজার ছিল।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

বারবার ফিরে আসো এমন ভালোবাসা‌। আর প্রত্যেকটা সন্তান যেন তার মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারে। আমি মনে করি এই দিনটা শুধু প্রেমিক প্রেমিকার অশ্লীল ভালোবাসা মধ্যে সীমাবদ্ধ নয়। এই ভালোবাসা সর্বজনার মাঝে শ্রদ্ধা বিনিময় আর নতুন করে জাগ্রত করুক মানুষকে মানুষের মূল্যায়ন করতে শেখায়। এবং ভালোবাসা দিয়ে সুন্দর পৃথিবী গড়।

ধন্যবাদ ভাইয়া আপনাকে,সুন্দর মতামত প্রকাশ করার জন্য।

এই ভালোবাসার পবিত্র দিনটি যেন সবসময় আসে। এই ভালোবাসার দিনে মায়ের প্রতি ভালোবাসার এই বহিঃপ্রকাশ যেন আরো বৃদ্ধি পেতে থাকে৷ আমি মনে করি এই ভালোবাসার দিন শুধু প্রেমিক প্রেমিকার উদযাপন এর দিন নয়। এই দিনে মায়ের প্রতি ভালোবাসা, সম্মান যেন প্রতিনিয়ত বৃদ্ধি পেতে থাকুক৷ অনেক ভালো লাগলো আপনার সুন্দর পোস্ট পড়ে৷ অসংখ্য ধন্যবাদ।

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।

আপু আপনার ছেলে নিজের টাকা জমিয়ে আপনার জন্য কেক কিনে এনেছে জেনে সত্যি আমার ভীষণ ভালো লাগছে। কেকটা দেখতেও দারুন। বিশেষ দিনে প্রিয় মানুষগুলোর কাছ থেকে এরকম উপহার পেতে সত্যি অনেক বেশি আনন্দ হয়। দোয়া করি আপু যেন সারা জীবন আপনার ছেলে ও আপনার মধ্যে এরকম ভালোবাসার বন্ধন থাকে। শুভ কামনা রইল আপু।

আপু, প্রথমেই আপনাকে জানাই ভালোবাসা দিবসের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভালোবাসা নিয়ে এখানে অনেক সুন্দর কিছু কথা লিখেছেন আপু যা পড়ে বেশ ভালো লাগলো। মায়ের প্রতি সন্তানের এই ভালোবাসা দেখে সত্যিই অবাক হলাম। আপনি সত্যিই অনেক ভাগ্যবান একজন মানুষ। আপনার ছেলে তার জমানো টাকা দিয়ে আপনার জন্য এত সুন্দর একটা কেক কিনেছে এবং সেটা ভালোবাসা দিবসে কেটেছে, যা দেখে অনেক খুশি হলাম। আপনার জন্য এবং আপনার ছেলের জন্য অনেক অনেক শুভ কামনা রইল আপু।