ফটোগ্রাফি পোস্ট -- 🥰 " জবা ফুলের ফটোগ্রাফি " || আমার বাংলা ব্লগ

in hive-129948 •  last year 
আসসালামু আলাইকুম


শুভ দুপুর সবাইকে। প্রিয় আমার বাংলা ব্লগে সবাইকে স্বাগতম।

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয় "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।আর প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি। আশাকরি আপনারা ও এমনটাই চেষ্টা করে যাচ্ছেন ভালো থাকার।

আমি @shimulakter,."আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন পোস্ট শেয়ার করতে।প্রতিদিনের মত আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু নিয়ে পোস্ট শেয়ার করতে।তার ই ধারাবাহিকতায় আজ আমি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে চলে এলাম।

বন্ধুরা,আপনারা অনেকেই জানেন সকালে হাঁটাহাঁটি করা আমার অভ্যাসে পরিনত হয়ে গিয়েছে।প্রতিদিনই হাঁটাহাঁটি করি।এতে শরীর মন উভয়ই বেশ ভালো থাকে।তাইতো ছেলেকে স্কুলে দিয়ে সকলের সাথে হায়,হ্যালো করে বেড়িয়ে পরি।নিজের স্বাস্থ্য ঠিক করা তো নিজেরই দায়িত্বের মধ্যে পরে। এতে ওজন যেমন কমে, তেমনি মনটা ও ফ্রেশ থাকে।আর হাঁটতে গেলে যা কিছু আমার ভালো লাগে সবকিছুই মোবাইল বন্দি করে রাখি।এ অভ্যাসটা আমার অনেক দিনের।এখন যেনো আরও বেশি হয়েছে অভ্যাসটা।

এই কমিউনিটিতে অনেকেই খুব চমৎকার ফটোগ্রাফি করেন।এই ফটোগ্রাফি করতে করতে ফটোগ্রাফির হাত বেশ ভালো হয়।একদিন করেই ফটোগ্রাফি সুন্দর হয় না।এরজন্য দরকার হয় চেষ্টার।এই চেষ্টার ফলে সব ই সম্ভব।

20231125_084147.jpg

20231125_084152.jpg

এটা আমাদের সকলের পরিচিত ফুল জবা।এই জবা ফুল নানা রকমের হয়ে থাকে।আর এই ফুলের ঔষধি গুন অনেক।এই ফুলের ঘ্রান না থাকলেও এই ফুলটির উপকারিতা অনেক।

20231125_084319.jpg

সাদা জবা। এই ফুলের সৌন্দর্য আমাদেরকে মোহিত করে।

20231125_085241.jpg

20231125_084814.jpg

জবা ফুলের নানান রকমের রঙ ও সৌন্দর্যে আমরা মুগ্ধ হয়ে যাই।সেই জবা ফুলের কয়েকটি ফটোগ্রাফি শেয়ার করলাম। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

20231125_084520.jpg

20231125_084503.jpg

এটা ও আরেকটি জবা ফুল।রোদ উঠে যাওয়াতে কালারটা সুন্দর আসেনি।তবে ফুলটির কালার কিন্তু চমৎকার। রোদের কারনে বোঝা যাচ্ছে না।আমি ফুলটির ফটোগ্রাফি বেশ অনেকবার করেছি।কিন্তু রোদের কারনে এর আসল লুকটা আসেনি।আশাকরি আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে।

আজ আর নয়। আশাকরি আমার ফটোগ্রাফিগুলো আপনাদের কাছে ভাল লেগেছে।যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আবার নতুন কোন ফটোগ্রাফি নিয়ে হাজির হব।এখানেই ইতি টানছি, নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg (1).png

পোস্ট বিবরন


শ্রেণীফটোগ্রাফি পোস্ট
ক্যামেরাSamsungA20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...L51ShPbXUyMiTXT3tDf3jd36e1oyureok5qocyzKHSidMgUpznogi1YgeDQn9kxwHxHcLCNVrCUPS92mfcVj4rqE78g9woM5dVv58iyG8FjAahC1hTRRJGeVmf (1).gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPoZy22X6tAEZ9xgTbv2Je13wLGWX6qAR4kcd6SV3G37oehcHNcRjmX6A1q12Y...WC7kZeaVu5T7dbm9ERtHe3tnT7hwaRXTD2EyUpeSUz9PKCQmghcWTCTKcTeewqEJ5MozD2X9oNg6fcY45fCALQGms5N3uYJuVCFsuFyUkADwts16186D4ooWNZ (1).gif

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxeToZJatrzXJ26wyJvrfyUjWUHbwevxJfcy1wNaX2uYf5yHRjEM6kRmppRUgc...Y4qhGk41e9xshdKq7axZeLWprzfJqgtshHQPZjCGuXiyHFG1XqYcZSdGGLYKKmVtY1zvpEFteA1FrU83LMRPP7BcAne3avpKyGdHz9yne2nakYyhwHTfUardAv.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি আজকে জবা ফুলের দারুন ফটোগ্রাফি করেছেন। বিশেষ করে লাল জবা ফুল গুলো দেখতে খুবই সুন্দর ছিল। যেটা পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে খুবই ভালো লাগে। ফুলের ফটোগ্রাফি দেখতে তাছাড়া ফুলের সৌন্দর্য সম্পর্কে দারুন বর্ণনা দিয়েছেন।

Posted using SteemPro Mobile

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে।

সুস্বাস্থ্য সকল সুখের মূলে রয়েছে।
অবশ্যই সুস্থ থাকতে হলে ভালো থাকতে হলে ভোরবেলায় একটু হাটাহাটি করা অত্যন্ত জরুরী।
অত্যন্ত সুন্দর কিছু ফুলের আলোকচিত্র আমাদের মাঝে শেয়ার করেছেন খুবই ভালো লাগলো দেখে।
আমার ফুলবাগানে ও বেশ কয়েক রকমের জবা ফুলের গাছ রয়েছে সত্যি জবাব ফুল আমারও খুব প্রিয়।।

Posted using SteemPro Mobile

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

যেকোনো রঙের জবা ফুল দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি আজকে তিন রকমের জবা ফুলের ফটোগ্রাফি করেছেন দেখে ভীষণ ভালো লাগলো। তবে আমার কাছে সাদা রঙের জবা ফুলগুলো দেখতে ভীষণ ভালো লাগে। এত সুন্দর করে ফটোগ্রাফি ধারণ করে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

সুন্দর মন্তব্য পেয়ে ভীষন ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

এটা জেনে খুবই ভালো লাগলো যে আপনি নিজের স্বাস্থ্যের ব্যাপারে অনেক বেশি সচেতন তাই সকালবেলা হাটাহাটি করছেন প্রতিনিয়ত। সকালবেলা হাটাহাটি করো আমাদের সকলের জন্য অনেক বেশি জরুরী এতে আমাদের মন এবং শরীর দুটোই অনেক বেশি ভালো থাকে। যাইহোক দারুন কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন জবা ফুল পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে, বিশেষ করে আমার কাছে সাদা জবা অনেক বেশি আকর্ষণীয় লাগে। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

সুন্দরও গঠনমূলক মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

আগে গ্রামে প্রচুর পরিমাণে জবা ফুলের গাছ দেখা যেত। ইদানিং পার্ক এবং নার্সারি ছাড়া তো জবা ফুলের গাছ দেখাই যায় না।আপনি আজ বেশ কয়েকটি রংয়ের জবা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে আপু।

Posted using SteemPro Mobile

সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

লাল সাদা আর হলুদ রঙের জবা ফুলের চমৎকার ফটোগ্রাফি করেছেন আপু। ছেলেকে স্কুলের পথে দিতে গিয়ে সকালবেলা স্বাস্থ্য সুরক্ষার জন্য হাঁটাহাঁটি করেন জেনে বেশ ভালো লাগলো। আপনার আজকে ধারণ করা ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে আপু ধন্যবাদ।

সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

ফুল সৌন্দর্যের প্রতীক। ফুলের ফটোগ্রাফি আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। খুব সুন্দর বিভিন্ন রকম জবা ফুলের ফটোগ্রাফি করেছেন আপনি। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে তবে বিশেষ করে আমার কাছে সাদা জবা ফুলের ফটোগ্রাফি খুব ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

অনেক ধন্যবাদ আপু,সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

প্রতিদিন সকালে হাঁটা খুবই ভালো একটা অভ‍্যাস আপু। এতে করে শরীর এবং মন দুইটাই বেশ ভালো থাকে। জবা ফুলের ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর করেছেন। প্রকৃতিতে কত ভিন্ন রকমের ফুল ফুটে থাকে যা সত্যি চমৎকার। জবা ফুলের ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে আমার কাছে। তবে হলুদ জবা টা প্রথমবার দেখলাম আমি।।

Posted using SteemPro Mobile

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

ঠিক বলেছেন আপু হাটাহাটি করলে শরীরও মন দুটোই ভালো থাকে।খুব ভালো অভ্যাস করেছেন আপু।এটা কিন্তুু খুব ভালো করেন সুন্দর কিছু দেখলে মোবাইল বন্দি করে রেখে।আপনি খুব সুন্দর সুন্দর কয়েক প্রকার জবা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন।এই সব গুলো জবা আমার বাড়িতেও আছে অনেক সুন্দর এই ফুল গুলো।তবে হলুদ জবাটি শুধু অন্য কালারের আছে।আপনার ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে আপু।ধন্যবাদ সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

অনেক ধন্যবাদ দিদি, সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

খুবই সুন্দর সুন্দর কিছু জবা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি৷ প্রত্যেকটি ফটোগ্রাফির দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। আপনার এই ফটোগ্রাফির মধ্যে কিছু কিছু ফুলকে আমি দেখেছি আর বাকিগুলো আপনার কাছ থেকে এই প্রথম দেখতে পেলাম৷