রেসিপি পোস্ট - 😋 " দারুন স্বাদের সর্ষে ইলিশ রেসিপি "

in hive-129948 •  last month 

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের মাঝে যুক্ত আছি।আমি চেষ্টা করি প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করতে।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ একটি রেসিপি পোস্ট নিয়ে চলে এলাম।আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে।

দারুন স্বাদের সর্ষে ইলিশঃ


CollageMaker_2024816101119152.jpg

photocollage_2024815183034925.jpg

CollageMaker_20248151871455.jpg

20240815_153619.jpg

20240815_153419.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...ZGutiKi7KVTt5nDQoetrgsGgZGNELKiF2LVTivTiw6zUbx3qr8PhoJ4RufavUzR2x51cVwfS9ebHEGz1Yoiz7SSqpLp4z6AD13BwUvTWuACAUcDbvGNfob6NSa.png

বন্ধুরা,ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ।এই মাছ আমরা নানা রকমভাবে রান্না করে খেয়ে থাকি।ইলিশ মাছের স্বাদ অসাধারণ হয়ে থাকে।আর এই মাছ সর্ষে দিয়ে রান্না করলে খেতে ভীষণ স্বাদের হয়।আজ আমি সর্ষে ইলিশ রেসিপি নিয়ে হাজির হলাম।আশাকরি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে।আসুন,আগে দেখে নেই এই রেসিপিটি তৈরি করতে আমার কি কি উপকরন লেগেছিল ---

প্রয়োজনীয় উপকরনঃ

১. ইলিশ মাছ - ৬/৭ পিস
২. আদা পেস্ট - ১ টেবিল চামচ
৩.তেল - পরিমান মতো
৪. পেঁয়াজ কুচি - পরিমান মত
৫. লবন - পরিমান মতো
৬. হলুদের গুঁড়া - ১ চামচ
৭.মরিচের গুঁড়া -
৮.সরিষা - আন্দাজ মতো

20240815_143619.jpg

20240815_144335.jpg

20240815_144248.jpg

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovpSU8bfWknGUMysEkLsJhWT13e87Zazj8wYtL4krjbnWyBdWB4r53icLsKD77nArrmfX25SW7tv86Jw6kqMsSTCz.jpeg

রান্নার ধাপ সমুহঃ

ধাপ -- ১


20240815_143546.jpg

20240815_144912.jpg

20240815_145035.jpg

প্রথমে মাছ ধুয়ে এর মধ্যে পরিমান মতো হলুদ,মরিচ গুঁড়া ও পরিমান মতো লবন দিয়ে ভালো মতো মাখিয়ে নেবো।

ধাপ -- ২


!

20240815_144335.jpg

20240815_144850.jpg

সরিষা ভালো মতো ধুয়ে পেস্ট করে নিলাম।

ধাপ -- ৩


20240815_145156.jpg

20240815_145213.jpg

চুলায় প্যান বসিয়ে গরম হলে পরিমান মতো তেল ও পেঁয়াজ কুচি দিয়ে সামান্য ভেজে নিলাম।

ধাপ -- ৪


20240815_145221.jpg

20240815_145258.jpg

20240815_145412.jpg

এরপর আদা পেস্ট ও পরিমান মতো হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে দিলাম।এরপর লবন দিয়ে ও সামান্য পানি দিয়ে ভালো মতো ভুনা করে নিব।

ধাপ -- ৫


20240815_145455.jpg

20240815_145521.jpg

20240815_145647.jpg

এরপর মসলা গুলো ভালো মতো ভুনা হয়ে গেলে সরিষা পেস্ট দিয়ে ভুনা করে নিলাম।এবার মাছ গুলো মসলার মধ্যে দিয়ে দিব।

ধাপ -- ৬


20240815_145715.jpg

20240815_145810.jpg

মাছ গুলো মসলার মধ্যে দিয়ে মসলার মধ্যে মিশিয়ে নিয়ে পরিমান মতো পানি দিয়ে দিয়েছি।

ধাপ -- ৬


20240815_151247.jpg

20240815_151059.jpg

এরপর মাছ মাখা মাখা হলে নামিয়ে নিলাম।এরপর আমি পরিবেশন করবো আশাকরি।আর এরই মধ্যে আমার সর্ষে ইলিশ রেসিপিটি তৈরি করা শেষ হয়েছে।

পরিবেশনঃ


photocollage_202481518234953.jpg

CollageMaker_202481518193531.jpg

CollageMaker_202481518825268.jpg

পোস্ট বিবরন


শ্রেনিরেসিপি
ফটোগ্রাফির জন্য প্রয়োজনীয় ডিভাইসsamsungA20
ফটোগ্রাফার@shimulakter
স্থানঢাকা,বাংলাদেশ

আজ আর নয়।এই রেসিপিটি আশাকরি আপনাদের কাছে ও খুব ভাল লেগেছে।আবার কোন নতুন রেসিপি নিয়ে হাজির হবো।সবাই সুস্থ থাকবেন।ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFv2JKCUcMNfCcMEjybGCW7SacrN1cXLYVvtF4WeVsso9rbDYeVDHvs3UwFMnhLNxFpJPxeDARUi4BdrHnKMpzjhwGwx9hNv4rY8pcMC.jpeg

আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

7AzetLrHVAgHwGYdyYhcd6W1ZFmwPuKeayULXZvV74jWJiYdxcTDg2LhEfugT9XQiehdVjbtAbBU1XdRNXiEF84z5xvEBxaDkrUVjrn3AA...Lme7uHzhBsZNhAwjoPuur37mLpdDUuvdg1BAY5TZSuBhbAxCSvbNMhw31WQJNBoEaz5nQZwwfEzvj2CLYAoyJuR7DiEL6442cdxyPvPjEPk4inCxeffnYMCVXL.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WQrQvqP5nhp7XM51LVxoiwvG4n2SMPJqq4jr2WDgyE2QvgqfT2KbJEaeoc2UiMkyE3Lt3BykMds72QZ36oyQ.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...MHv3w7VxjkyjsCq93AGBRKdJvUDckiCn5Bi4X9PoVnE5EWdAdzbeVkhbJeoNBCvJeVxgXn64VKXqDqc5zAtEYcjVCpDPqNwqmJzcR62ny1kmLqJAK3qWzkMesp.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxeToZJatrzXJ26wyJvrfyUjWUHbwevxJfcy1wNaX2uYf5yHRjEM6kRmppRUgc...Y4qhGk41e9xshdKq7axZeLWprzfJqgtshHQPZjCGuXiyHFG1XqYcZSdGGLYKKmVtY1zvpEFteA1FrU83LMRPP7BcAne3avpKyGdHz9yne2nakYyhwHTfUardAv.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxgugFkjBFNEHgnHxgjqRLKWnKFTwwKJ9vDEph9jyEpATxyrkzsRxUofieSXvW...XVCPrZEiBQY3DNWnVp6gQMYW4TcQUU4y1uo3Ezg1XbNauP1DnGa1WaLqAP9WHuqV91uPvSqP1kx1PYJ64PVyuWqBr4dV3UwHGUMTVT74SoLbnwqJdiWJhDn669.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সর্ষে-ইলিশ ভীষণ লোভনীয় একটি রেসিপি। আপনি রাই সরিষা দিয়ে সরষে ইলিশ করেছেন যা ভীষণ লোভনীয় হয়েছে। আমারও ভীষণ ভালো লাগে খেতে রাই সরিষা দিয়ে সরিষা ইলিশ। ধাপে ধাপে সুন্দর করে সরষে ইলিশ রন্ধন প্রণালী আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য।

অসংখ্য ধন্যবাদ দিদি।

Upvoted! Thank you for supporting witness @jswit.

আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন। ইলিশ আমাদের জাতীয় মাছ। ইলিশ মাছ খেতে আমি অনেক ভালোবাসি। আপনার এই ইলিশ মাছের সরষে রেসিপি দেখে লোভ সামলাতে পারছি না। রেসিপিটি সত্যি দেখেই বোঝা যাচ্ছে কতটা স্বাদ হয়েছে। এত সুস্বাদু লোভনীয় রেসিপিটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

আপনাকেও অনেক ধন্যবাদ জানাই।

সরষে বাটা দিয়ে চমৎকার ইলিশ মাছ রান্না করেছেন আপু। আশা করি খুবই সুস্বাদু ছিল আপনার এই অসাধারণ রেসিপি। দারুন ভাবে আপনি উপস্থাপন করেছেন। খুবই ভালো লাগলো দেখে। আশা করি পরিবারের সবাই খুবই পছন্দ করেছে আপনার রেসিপি।

হে ভাইয়া সবাই ভীষন পছন্দ করেই খেয়েছিল।ধন্যবাদ আপনাকে।

এটা সত্যি বলেছেন আপু ইলিশ মাছ আমরা আর বিভিন্ন রকমের রান্না করে খেতে পারি। আপনি অনেক সুন্দর করে সর্ষে ইলিশ রেসিপি প্রস্তুত করেছেন দেখতে অনেক লোভনীয় লাগছে। ইলিশ মাছ আমিও ভীষণ পছন্দ করি কিন্তু এলার্জির কারণে একটু কম খাওয়া হয়। অনেক সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

ইলিশের সিজনে সর্ষে ইলিশ না হলে কি চলে? বেশ লোভনীয় লাগছে আপনার রেসিপিটি। নিশ্চয়ই বেশ মজা হয়েছিল। আর গরম ভাতের সাথে বেশ মজা করেই খেয়েছেন। মজাদার সর্ষে ইলিশ রেসিপিটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

অনেক ধন্যবাদ আপু।

আপু এমন রেসিপি দেখে লোভ সামলানো মুশকিল। অনেক দিন হলো সর্ষে ইলিশ খাওয়া হয়নি। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে অনেক মজা হয়েছিল।রেসিপির কালারটা দারুণ হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধরনের আপনাকে সুস্বাদু একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ আপু।

প্রথমেই বলব,সরষে ইলিশ দেখে আমার জিভে জল চলে এসেছে। কারণ সরষে ইলিশ খেতে আমি খুবই পছন্দ করি। আজকে আপনার তৈরি করা সরষে ইলিশ দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। আসলে ইলিশ মাছের স্বাদের সাথে অন্য কোন কিছুর তুলনা হয় না।তাই হোক মজাদারের রেসিপিটি আমাদের মাঝে এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

সত্যিই খুব মজার হয়েছিল খেতে। ধন্যবাদ ভাইয়া।

সরষে ইলিশ মাছের রেসিপি পরিবেশন দেখেই সুস্বাদু মনে হচ্ছে। তাই খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপি আমার কাছে অনেক ভালো লেগেছে, শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ও।

দারুন স্বাদের সর্ষে ইলিশ রেসিপি দেখে আমার খেতে ইচ্ছা করছে। আমি ইলিশ মাছ খুবই পছন্দ করি। সরষে ইলিশ আরো বেশি ভালো লাগে।আপনার রেসিপি পরিবেশন অসাধারণ হয়েছে ।

ধন্যবাদ ভাইয়া।

সর্ষে ইলিশ রেসিপি সবার প্রিয় খাবার। অনেক দিন হলো সর্ষে ইলিশ খাওয়া হয়নি। আপনার রেসিপি দেখে শিখে নিলাম। খুব তাড়াতাড়ি বাসায় তৈরি করার চেষ্টা করবো। চমৎকার ভাবে রেসিপি পরিবেশন করেছেন দেখতে লোভনীয় লাগতেছে। ভালো লাগলো ধন্যবাদ আপনাকে আপু।

বাসায় অবশ্যই রান্না করে খাবেন।ধন্যবাদ আপনাকে।

আমার অনেক পছন্দের একটা রেসিপি আপনি শেয়ার করেছেন। সরষে ইলিশ আমার অত্যন্ত পছন্দের একটা রেসিপি, আপনার এই রেসিপি তৈরি করার আমার কাছে অনেক ভালো লেগেছে প্রতিটা ধাপ আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন, খুব ভালো লাগলে এমন সরষে ইলিশ দেখে ,ধন্যবাদ মজাদার সরষে ইলিশ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

অনেক ধন্যবাদ আপু।

দারুন স্বাদের সরশে ইলিশ দেখেই জিভে জ্বল এসে যাচ্ছে। অসাধারণ সুন্দর একটা রেসিপি আপনি আজ আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

ওয়াও অনেক সুন্দর আপু প্রতিনিয়ত আপনি চমকের পর চমক দেখাচ্ছেন। আপনার আজকের সর্ষে ইলিশ রেসিপিটা আমার কাছে অনেক ভালো লেগেছে।দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। তাছাড়া আপনার রেসিপির ধাপগুলো ছিল অনেক সুন্দর।যাইহোক এত সুন্দর একটি সুস্বাদু রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

ধন্যবাদ জানাই আপনাকে।

সরষে ইলিশ রেসিপি দেখে বুঝতে পারলাম খেতে সুস্বাদু ছিল।আপনার রেসিপি তৈরির প্রক্রিয়া দেখে যে কেউ সহজেই তৈরি করে নিতে পারবেন এটি।আপনি ধাপগুলো খুব সুন্দর করে সাজিয়ে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপু।

সরষে ইলিশ রেসিপি দুর্দান্ত হয়েছে। সরষে ইলিশ খেতে খুবই ভালো লাগে। আর এত মজার একটি রেসিপি তৈরির পদ্ধতি ধাপে ধাপে তুলে ধরেছেন এবং আপনার রান্নার প্রক্রিয়া উপস্থাপন করেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

আপনাকে ও অনেক ধন্যবাদ জানাচ্ছি।

সরষে ইলিশ পছন্দ করে না আমার মনে হয় এমন কেউ নেই। আমারও কিন্তু সরষে ইলিশ ভীষণ পছন্দ। বিশেষ করে এই রেসিপিটি গরম গরম খিচুরীর সাথে অনেক ভালো লাগে। আজ আপনার সরষে ইলিশের রেসিপিটি দেখেই অনেক পারফেক্ট মনে হচ্ছে। খুব চমৎকার করে রান্না করেছেন। যা দেখেই অনেক লোভনীয় মনে হচ্ছে।

আপু আপনার তৈরি করা রেসিপি মানেই মজার কোন খাবার। আপনার রান্নার হাত সত্যিই দারুণ। আর এত সুন্দর করে ইলিশ মাছ রান্না করেছেন দেখে মনে হচ্ছে খেতে অনেক ভালো হয়েছে। সর্ষে ইলিশ রেসিপি অসাধারণ হয়েছে আপু।

ইলিশ মাছের যে-কোন রেসিপিই আমার অনেক ভালো লাগে। আপনার রেসিপি টি অনেক লোভনীয় হয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর রেসিপি শেয়ার করার জন্য।

লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন আপু। সর্ষে ইলিশ রেসিপি দেখে মুগ্ধ হলাম এবং জিবে জল চলে এসেছে। সর্ষে ইলিশ খেতে অনেক সুস্বাদু হয়। আপনি প্রতিটি ধাপ সুন্দর করে গুছিয়ে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপু আপনাকে।

ধন্যবাদ ভাইয়া।

আসলেই যে রেসিপি করেছেন সেটা স্বাদ না হয়ে পারে না। যারা দেখে সবার নজর রেসিপিতে চলে আসে। চমৎকার একটি রেসিপি হয়েছে। আশা করি মূল্যায়ন পাবেন। ধন্যবাদ।

ধন্যবাদ ভাইয়া।

এমন রেসিপি দিয়ে লোভ লাগিয়ে দিলেন আপু। এই বছর এখনো ইলিশ মাছ খেতে পারলাম না।

ইলিশ মাছ যেটা আমার খুবই প্রিয় এইভাবে সরষে ইলিশ রেসিপি করলে খেতে দারুণ মজা লাগে। বিশেষ করে ইলিশ মাছ যেকোনোভাবে রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়। কারণ অন্যান্য মাছের থেকে ইলিশ মাছের স্বাদ সবচেয়ে বেশি ।আপনার রেসিপি তৈরি অনেক ভালো লেগেছে আপু।

সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

দারুন স্বাদের সরষে ইলিশ রেসিপি দেখে অনেক খেতে ইচ্ছে করছে। সরষে ইলিশ রেসিপি আমার অনেক পছন্দের। আপনার তৈরি করার রেসিপি দেখে বোঝাই যাচ্ছে খেতে অনেক টেস্ট হয়েছিল।আপনি অনেক সুন্দর করে প্রতিটি ধাপ তুলে ধরেছেন আমাদের মাঝে ধন্যবাদ আপনাকে।