🧡💜 ঈদ উপহার | | আমার বাংলা ব্লগ | |

in hive-129948 •  2 years ago  (edited)
আসসালামু আলাইকুম

হ্যালো,



কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

আমি @shimulakter, আমি একজন বাংলাদেশী।"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার। প্রতিদিনের মত আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।বাংলায় ব্লগিং করতে পেরে,নিজের মধ্যে অনেক ভাল লাগা আমি অনুভব করি। প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু নিয়ে পোস্ট শেয়ার করতে।আজ তারই ধারাবাহিকতায় ঈদ উপহার নিয়ে পোস্ট শেয়ার করতে চলে এলাম।

ঈদ উপহারঃ


WhatsApp Image 2023-04-29 at 1.17.08 PM.jpeg

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

বন্ধুরা,খুব উৎসাহ আর উদ্দীপনার মধ্যে দিয়ে কিছুদিন আগে আমরা আমাদের ঈদ উৎসব পালন করেছি।আশাকরি সেই আমেজ এখনো আমাদের মাঝে বিরাজ করছে।এই ঈদকে নিয়ে আমাদের অনেক বেশি উত্তেজনা কাজ করে।আমরা এই ঈদে নতুন জামা নিতে খুব পছন্দ করি।এই ঈদ উপলক্ষে আমরা আমাদের প্রিয় মানুষদেরকে উপহার ও দিয়ে থাকি।তবে আমি বাক্তিগতভাবে উপহার যেমন পেতে পছন্দ করি তেমনি দিতেও। এবার ঈদে আমি অনলাইন থেকেই ড্রেস নিয়েছি যা আপনাদের মাঝে শেয়ার ও করেছিলাম।আজ শেয়ার করছি আমি এই ঈদে কি উপহার পেলাম তা নিয়ে।আমি আশাকরি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে।

WhatsApp Image 2023-04-29 at 11.28.50 AM.jpeg

আমার ননদ চারটা।বড় দুজন ননদ হলেও বয়সে আমার বড়।তাই দুজনকেই আপা বলি।আর পরের দুজন ছোট ওরা বাইরে থাকে। আপনারা আমার পোস্ট পড়ে হয়ত জেনেছেন আমি হৈচৈ,ভিড় এসব পছন্দ করি না।তাই নিজেই অনলাইন থেকে কেনাকাটা করি,তাই ননদ ,ভাই বোনের ছেলেমেয়েদেরকে টাকা দিয়ে দেই।বলে দেই,নিজেদের পছন্দ মত কেন বাপু।আমি এত্তো ভিড়ের মধ্যে নেই। ওরা সবাই খুব ভালো, মেনে নেয়।আর আমিও এই ঝুট ঝামেলা থেকে বেঁচে যাই।এবার ঈদে আমার বড় ননদ এই ড্রেসটি আমাকে দিয়েছে। এটা একটা থ্রিপিস।বেশ সুন্দর দেখতে।ঈদ চলে আসায় আর বানাতে পারিনি।তাই ভাবলাম রেখে দেই ঈদের পরেই বানাবো।

WhatsApp Image 2023-04-29 at 3.42.08 PM.jpeg

এই ড্রেসটি আমার মেজো ননদ দিয়েছে। এই ড্রেসটিও বেশ সুন্দর। এটাও একটা থ্রিপিস। এটাও পরে বানাব তাই রেখে দিয়েছি।কেমন লাগলো ? জানাবেন কিন্তু।আমি বেশকিছুদিন হয় বোরকা পরি। এর মধ্যে নিউ মার্কেট থেকে একটা নিয়েছি। আবার সীমান্ত স্কয়ার থেকেও একটা নিয়েছিলাম।আমি বোরকা পরাতে আমার বড় ননদ আমাকে নিচের ছবিতে দেয়া বোরকাটি আমাকে উপহার দিয়েছে।উপহার পেতে কার না ভালো লাগে বলেন।

WhatsApp Image 2023-04-29 at 11.28.51 AM (1).jpeg

আমার বোন আবায়া পরে,আবায়া আমার আবার ভালো লাগে না। তাই আমার বোন অনলাইনে আমাকে বোরকার অর্ডার দিতে বলে।অর্ডার করার একদিন পরেই বোরকা চলে আসে।আমি নিজেই পছন্দ করে নিলাম।এই বোরকাটা অনেকটা গাউনের মতো। সামনে আবার কিছু ডিজাইন আছে। খারাপ না ভালোই।পরেছি,বেশ ভালোই লাগে। কি ভাবছেন ,আমি নিজেই নিজের প্রশংসা করছি ? একদমই নয়,আমার আম্মু আর বোনকে পরে দেখিয়েছি। ওরা ও ভালো বলেছে। সত্যি কথা বলতে উপহার ছোট কিংবা বড়,কম দামি কিংবা বেশি দামি যেমনই হোকনা কেন আমার খুব ভালো লাগে।আমি মনে করি আপনাদের কাছেও উপহার পেতে ভালো লাগে। ঠিক বলেছি তো ?

WhatsApp Image 2023-04-29 at 11.28.50 AM (3).jpeg

এবার ঈদের এই উপহার পেয়ে আমার খুব ভালো লেগেছে।আমার যে ননদ দুজন বাইরে থাকে ওদের ঈদে দেয়া হয়না, ওরা যে যখন দেশে আসে তখন ওদের কেনাকাটা করতে টাকা দিয়ে দেই।ওরা ওদের পছন্দ মত কেনাকাটা করে নেয়।কিছু কেনাকাটা করে দেয়া বড় কঠিন কাজ। যাই হোক এই ছিল আমার ঈদ উপহার,আমার উপহার ব্যাপারটাই খুব ভালো লাগে।আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন কমেন্ট করে।

আজ আর নয়।আশাকরি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে।ভাল লেগে থাকলেই আমার এই ব্লগটি লেখা সার্থক হবে।সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।আবার কোন নতুন ব্লগ নিয়ে হাজির হব।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjdewS98rhT2jTJ5AJioUC62cpvt6bqfABatFjaAW1oDt8A5V688UB2rQ3QEUaGYPw7ZyRoyPyHrANPTXZcJCJ95PUovBmXsXceiVuCxz4DVgAK2TjyMHyo6XQbHDRBeFdwDYbkPu5XFmBCLYLXcDr9pBsBE83t7mdpKztrqs33G.gif

পোস্ট বিবরন


শ্রেনিলাইফ স্টাইল পোস্ট
ফটোগ্রাফির জন্য প্রয়োজনীয় ডিভাইসSamsungA20
ফটোগ্রাফার@shimulakter
স্থানঢাকা


💜 অনুচ্ছেদটি পড়ার জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।💜


EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbL3BQK2d4MRSkYfFSuSoHcXZKFSMwYJg4LaqA4SpKLErmCJZE2sTHYonJoSYU6y4vTX8gMiBEc9sPuRAK216H2zGnh3z3F5hpXySKb54PDakq1s13hvsqJiGy9EStont4qHf4JTHd86935ekAabg8z2WTNgKm86S7TYiCtEhKw.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6HzJaoPE9n3kyXHpVFScAadwSCVJpY84M3wWWzLLzELtQK2rSJtUL9pTj98dwsm1MP47up86HvqkxNUfovt7kXVd7M4Hk9jft.jfif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

উপহার পেতে আমাদের সবার ভালো লাগে। আপু আপনার মেজো ননদের দেওয়া ড্রেসটি সত্যিই অনেক সুন্দর। এছাড়া অনলাইন থেকে অর্ডার করা বোরকাটিও সুন্দর। যাই হোক আপনার ননদের সাথে আপনার সম্পর্ক ভালো জেনে সত্যিই ভালো লাগলো। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

অনেক ধন্যবাদ আপু।

আপনি ঠিকই বলেছেন উপহার পেতে আমাদেরও খুবই ভালো লাগে। আপনার এই ঈদে পাওয়া প্রত্যেকটি উপহারই খুব সুন্দর হয়েছে। সবগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে আপনার মেজো ননদের দেওয়া জামাটা একটু বেশিই ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

সুন্দর মন্তব্য পেয়ে অনেক ভাল লাগলো। ধন্যবাদ আপু।

ঈদে উপহার পেতে সবারই ভাল লাগে। আপনি তো ননদ আর বোনদের কাছ থেকে অনেক উপহার পেয়েছেন। প্রতিটি ড্রেস খুবই সুন্দর। মার্কেটের ভিড় আমারও খুব একটা ভাল লাগে না। এখনকার মেয়েরা অনলাইনেই বেশি কেনাকাটা করে। ধন্যবাদ আপু।

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

ওমা !!!
এই ঈদে দেখি অনেক কিছু পেয়েছেন ৷ ভালো ছিল প্রতিটি ড্রেস ৷ আসলে ঈদ মানেই তো একে অপরে পাশে থাকা ৷ তাই সবাইকে নিয়ে ঈদ যেন ভালো কাটে এটাই তো বড় আশা ৷ ভালো লাগলো বেশ সুন্দর আর কিউট ড্রেস পেয়েছেন ৷

ননদ ভাবির মিষ্টি সম্পর্কের জন্যই আপনার ননদ আপনাকে এত সুন্দর একটি থ্রি পিস গিফট করলো। আর আপনার অনলাইন থেকে কিনা প্রতিটি জিনিসও কিন্তু বেশ সুন্দর। সবমিলিয়ে এতগুলো উপহার পেয়ে বেশ ভালোই ঈদ কাটিয়েছেন।

মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপু।

ঠিক বলেছেন আপু আমরা উপহার দিতে এবং নিতে অনেক পছন্দ করি। আপনি দেখছি অনেকগুলো ড্রেস পেয়ে গেছেন আপনার আত্মীয় স্বজনদের কাছ থেকে। যাই হোক আপনার ঈদ উপহার পাওয়ার মুহূর্ত পড়ে বেশ ভালো লাগলো।

আপনাকে অনেক ধন্যবাদ আপু।

এখানে খানিকটা মিল রয়েছে আমারও খুব একটা ভিড়ভার পছন্দ নয় তাই কোন উৎসবে আমি কেনাকাটা না করে পরবর্তী সময় কেনাকাটা করি। আমার কাউকে উপহার দিতে বেশ ভালোই লাগে কিন্তু অন্য কেউ উপহার দিলে প্রায় সময়ই সেটা আমার মন মত হয় না হাহাহা, এক বড় মুশকিল। যাইহোক আপনাদের ননদ ভাবির সম্পর্কটা বেশ চমৎকার।

খুব ভালো লাগলো সুন্দর মন্তব্য পেয়ে। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

ঈদে উপহার হিসাবে অনেক সুন্দর সুন্দর কাপড় পেয়েছেন। মার্কেটে গিয়ে ধাক্কাধাক্কি করে কেটাকাটা করার চেয়ে বাসায় বসে অনলাইনে কিনে ফেলা ভাল। তবে আমি কেন জানি অনলাইনের উপর বিশ্বাস রাখতে পারি না। ধন্যবাদ আপু।

আপনি ভিড় ও ঝামেলা পছন্দ করেন না এজন্য অনলাইন থেকে কেনাকাটা করেন।আর আত্মীয়দের টাকা পাঠিয়ে দেন পছন্দ মতো কেনাকাটা করার জন্য ঈদের সময়।এটাই ভালো করেন আপু।আপনার ননদদের দেওয়া উপহার গুলো সত্যি অনেক সুন্দর ছিল।এভাবে ঈদে উপহার পেতে ভালোই লাগে।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।