অরিগামি পোস্ট -- ❤🧡 " রঙিন কাগজ দিয়ে একটি মুকুটের অরিগামি "

in hive-129948 •  7 months ago 

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগবাসী।


প্রিয় বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে আমার মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি রঙিন কাগজ দিয়ে একটি অরিগামি পোস্ট শেয়ার করছি।আমি প্রতিনিয়ত আমার পোস্টে ভিন্নতা আনার জন্য ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করার চেষ্টা করি।আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লাগে।আপনাদের ভালো লাগাতেই আমার স্বার্থকতা।

রঙিন কাগজ দিয়ে একটি মুকুটের অরিগামিঃ


IMG_20240630_233405.jpg

20240630_223314.jpg

20240630_223008.jpg

20240630_224155.jpg

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYwvCsM3DoT5vZNx6SWDkcjMp1AtFeZ1huVwxLmQabnGLawo8Q4k4mEKpqYdDkq...Tgq1hvQ9cANkeDxVXEk7f289qy4irqT93Y6pxXZ8BMKNGDfef4eddpS9yYDxFe77rqdr7DbeMPAVWBxCjxfUcfKXk1dCRro9G67haMkvEJeM6hn9SpgucZQqav.png

বন্ধুরা,রঙিন কাগজ দিয়ে কোনকিছু বানাতে যেমন ভালো লাগে ঠিক তেমনি দেখতে ও ভালো লাগে।তাইতো আমি প্রতিনিয়ত নানা রকমের জিনিস রঙিন কাগজ দিয়ে তৈরি করে থাকি।আজ আমি রঙিন কাগজ দিয়ে একটি মুকুটের অরিগামি তৈরি করেছি।আশাকরি আমার এই অরিগামিটি আপনাদের কাছে ভালো লাগবে।রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করতে যতটা কষ্ট হয় এর চেয়ে বেশী কষ্ট হয় অরিগামিটি তৈরি করার ভাজ গুলো লেখার মাধ্যমে তুলে ধরার। তবুও আমি চেষ্টা করছি আপনাদের মাঝে সুন্দর ভাবে উপস্থাপন করার। আশাকরি সবাই সঙ্গেই থাকবেন। চলুন,আগে দেখে নেই এই অরিগামিটি তৈরি করতে আমার কি কি উপকরন লেগেছিল ---

প্রয়োজনীয় উপকরনঃ

১.রঙিন কাগজ
২. গ্লু
৩.পুঁথি

20240630_215942.jpg

20240630_222345.jpg

কার্য প্রনালীঃ

ধাপ-১


20240630_220121.jpg

20240630_220147.jpg

প্রথমে কাগজের টুকরোটিকে চার ভাজ করে নিলাম।এরপর এক ভাজ খুলে দুপাশ থেকে ভাজ করে নিলাম।

ধাপ-২


20240630_220312.jpg

20240630_220345.jpg

এবার দুপাশে ছবির মতো ভাজ করে নিয়ে দুপাশেই ভাজ করে নিলাম।

ধাপ-৩


20240630_220724.jpg

20240630_220811.jpg

এরপর উপরের বাড়তি অংশটুকু সমান ভাজ করে নিয়ে ছবির মতো ভাজ করে নিলাম।

ধাপ-৪


20240630_220840.jpg

20240630_221147.jpg

ছবির মতো করে ভাজ করে নিলাম।

ধাপ-৫


20240630_221226.jpg

20240630_221246.jpg

20240630_221336.jpg

এবার অন্য পাশে ও একই ভাবে ভাজ করে নিলাম।

ধাপ-৬


20240630_221454.jpg

20240630_221509.jpg

20240630_221554.jpg

20240630_221606.jpg

20240630_221624.jpg

20240630_221731.jpg

কাগজের উল্টো পাশে ও আমি একই রকম ভাবে ভাজ করে নিলাম।

ধাপ-৭


20240630_221827.jpg

20240630_221850.jpg

এরপর আমি মাঝ বরাবর হাত দিয়ে নীচে নামিয়ে দিলাম।

ধাপ-৮


20240630_222801.jpg

20240630_222712.jpg

এবার আমি গ্লু দিয়ে পুঁথি লাগিয়ে নিলাম।এরই মধ্যে দিয়ে আমার তৈরি করা মুকুটের অরিগামি শেস হলো।কেমন হয়েছে মুকুটটি বলুন তো? আমার তো ভীষণ ভালো লেগেছে।যদিও সাইজে ছোট তৈরি করেছি।আমার মাথার মাপে হলে আমি ঠিক পরে দেখতাম।

উপস্থাপন


20240630_223314.jpg

20240630_223013.jpg

20240630_222958.jpg

20240630_223442.jpg

20240630_222925.jpg

পোস্ট বিবরন


শ্রেণীDIY
ক্যামেরাSamsungA20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনঢাকা, বাংলাদেশ

আজ আর নয়।আশাকরি আমার বানানো রঙিন কাগজের অরিগামিটি আপনাদের কাছে ভালো লেগেছে।যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আবার নতুন কোন ডাই পোস্ট নিয়ে হাজির হব।এখানেই ইতি টানছি, নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়


gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFv2JKCUcMNfCcMEjybGCW7SacrN1cXLYVvtF4WeVsso9rbDYeVDHvs3UwFMnhLNxFpJPxeDARUi4BdrHnKMpzjhwGwx9hNv4rY8pcMC.jpeg

আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি)কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

7AzetLrHVAgHwGYdyYhcd6W1ZFmwPuKeayULXZvV74jWJiYdxcTDg2LhEfugT9XQiehdVjbtAbBU1XdRNXiEF84z5xvEBxaDkrUVjrn3AA...Lme7uHzhBsZNhAwjoPuur37mLpdDUuvdg1BAY5TZSuBhbAxCSvbNMhw31WQJNBoEaz5nQZwwfEzvj2CLYAoyJuR7DiEL6442cdxyPvPjEPk4inCxeffnYMCVXL.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WQrQvqP5nhp7XM51LVxoiwvG4n2SMPJqq4jr2WDgyE2QvgqfT2KbJEaeoc2UiMkyE3Lt3BykMds72QZ36oyQ.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvQjV74EiQgbJ1bHnuaQtMGJ82DmjK2jvfqXMgqNbyA8bTES8NsicPw9oefRmFaB9aZAvDYQNLHWt1W7g.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxeToZJatrzXJ26wyJvrfyUjWUHbwevxJfcy1wNaX2uYf5yHRjEM6kRmppRUgc...Y4qhGk41e9xshdKq7axZeLWprzfJqgtshHQPZjCGuXiyHFG1XqYcZSdGGLYKKmVtY1zvpEFteA1FrU83LMRPP7BcAne3avpKyGdHz9yne2nakYyhwHTfUardAv.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxgugFkjBFNEHgnHxgjqRLKWnKFTwwKJ9vDEph9jyEpATxyrkzsRxUofieSXvW...XVCPrZEiBQY3DNWnVp6gQMYW4TcQUU4y1uo3Ezg1XbNauP1DnGa1WaLqAP9WHuqV91uPvSqP1kx1PYJ64PVyuWqBr4dV3UwHGUMTVT74SoLbnwqJdiWJhDn669.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

রঙিন কাগজ দিয়ে একটি মুকুটের খুব সুন্দর অরিগামি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। এমন জিনিস তৈরি করার জন্য অনেক বেশি দক্ষতার প্রয়োজন হয় না।

ধন্যবাদ ভাইয়া।

রঙিন কাগজ দিয়ে তৈরি করা মুকুট অনেক সুন্দর হয়েছে। এই ধরনের হাতের কাজ দেখতে অনেক ভালো লাগে। দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি অনেক সুন্দর করে মুকুট তৈরীর পদ্ধতি তুলে ধরেছেন আপু। ধন্যবাদ আপনাকে এই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

অসংখ্য ধন্যবাদ আপু।

image.png

রঙ্গিন কাগজ দিয়ে চমৎকার সুন্দর মুকুটের অরিগ্যামি করেছেন আপু ভীষণ ভালো লাগছে দেখতে। রঙিন কাগজ ব্যবহার করে এই মুকুটগুলো বানালে দেখতে বেশ ভালই লাগে। ধাপে ধাপে রঙিন কাগজ দিয়ে মুকুট তৈরি পদ্ধতি চমৎকার সুন্দরভাবে আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

অসংখ্য ধন্যবাদ দিদি।

আসলে আমি অরিগামি পোস্টগুলো ভীষণ পছন্দ করি। এ ধরনের অরিগামি পোস্ট নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আপনি বেশ নিপুন হাতে চমৎকার একটি কাগজের মুকুট তৈরি করে ফেলেছেন যা দেখতে ভীষণ কিউট দেখাচ্ছে। অনেক ধন্যবাদ আপু চমৎকার কাজটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

রঙিন কাগজ দিয়ে এই ধরনের অরিগ্যামি গুলো তৈরি করার জন্য রঙিন কাগজকে বিভিন্নভাবে ভাঁজ করা লাগে। আর ভাঁজে ভাঁজে এগুলো তৈরি করা হলে, দেখতে অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে। আজকে অনেক সুন্দর দেখতে একটা মুকুট তৈরি করেছেন আপনি, যেটা অনেক সুন্দর হয়েছে। এটা তৈরি করার পদ্ধতি কিন্তু অনেক কঠিন ছিল। তবুও সুন্দর করে উপস্থাপনাটা তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। ছোট বাচ্চাদেরকে যদি এটা দেওয়া হয়, তাহলে তারা অনেক বেশি খুশি হয়ে যাবে।

সুন্দর ও সাবলীল মন্তব্য শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

রঙিন কাগজ দিয়ে আপনি আজ খুব চমৎকার একটি মুকুট বানিয়েছেন। দেখতে খুবই সুন্দর লাগছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।

মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

রঙিন কাগজ দিয়ে আপনার মুকুটটি বানানো দেখে মুগ্ধ হয়ে গেলাম। দেখতে অনেক অসাধারণ লাগছে আপু। দেখে মনে হচ্ছে একটু যদি মাথায় পড়তে পারতাম। খুব সুন্দর করে ধাপগুলোও উপস্থাপন করেছেন আমাদের মাঝে। ধন্যবাদ আপু আপনাকে। রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি মুকুব বানিয়ে আমাদের সাথে শেয়ার করার জন্য

মুকুটটি তো আমার ও ইচ্ছে হয়েছিল পরার।কিন্তু সাইজে ছোট তৈরি করেছিলাম।তাইতো পরা হয়ে উঠেনি আপু।ধন্যবাদ আপনাকে মন্তব্য শেয়ার করার জন্য।

এটা ঠিক বলেছেন আপু অরিগামির ভাঁজগুলো মুখে বলে উপস্থাপন করা অনেক কঠিন। যাই হোক বেশ ভালো লাগলো আপনার মুকুট তৈরির অরিগামী দেখে। খুব সুন্দর ভাবে তৈরি করেছেন আপনি। প্রত্যেকটা ধাপ দারুন ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু।

সুন্দর মতামত প্রকাশ করে পাশে থাকার জন্য অনেক ভাল লাগলো আপু। ধন্যবাদ আপনাকে।

রঙিন কাগজের যে কোন জিনিস তৈরি দেখতে আমার ভীষণ ভালো লাগে আর আপনি বেশ সৃজনশীলতার সহিত আমাদের মাঝে মুকুট এর অরিগামি তৈরি করে দেখিয়েছেন বেশ ভালো লাগলো আমার কাছ থেকে নতুন একটি জিনিস দেখতে পেয়ে। প্রতিটি ধাপ বেশ চমৎকারভাবে আপনি আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে।

অনেক ধন্যবাদ আপনাকে।

রঙিন কাগজ দিয়ে খুবই চমৎকার একটি মুকুটের অরিগামি তৈরি করেছেন আপু। আপনার তৈরি অরিগামি দেখে ভীষণ ভালো লাগলো। খুবই চমৎকারভাবে অরিগামিটি উপস্থাপন করেছেন যা দেখতে দুর্দান্ত লাগছে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।