Diy পোস্ট -- ❣️ " রঙিন কাগজ দিয়ে একটি রঙিন ফুল " || আমার বাংলা ব্লগ

in hive-129948 •  last year 

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগবাসী

প্রিয় বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

বন্ধুরা,আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি রঙিন কাগজ দিয়ে একটি তার তৈরি করেছি।তাই শেয়ার করতে চলে এলাম।আমি প্রতিনিয়ত আমার পোস্টে ভিন্নতা আনার জন্য ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করার চেষ্টা করি। আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লাগে।আপনাদের ভালো লাগাতেই আমার সার্থকতা।

রঙিন কাগজ দিয়ে একটি রঙিন ফুলঃ


IMG_20231102_160654.jpg

photocollage_2023112125121613.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...Fx9wg6WUb5ejzqWUBqpBKiA2y7re32cBUTqU7ofQL67evTq1REgbByXj7Asx7nJbFjm8HNBCUTP9MYtRkUtcV4Bp9AotapzRgntKKd2PJdU3zrH4oAwouB99Qr (4).png

বন্ধুরা,আমি চেষ্টা করি প্রতিনিয়ত নতুন কিছু করার। আর তারই ধারাবাহিকতায় আজ আমি একটি ডাই পোস্ট নিয়ে হাজির হলাম।আজ আমি রঙিন কাগজ দিয়ে একটি রঙিন ফুল বানিয়ে চলে এলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। প্রতিনিয়ত এই চেষ্টা আমাকে অনেক কিছুই শিখিয়েছে।তবে চলুন,দেখে নেয়া যাক এই প্রজাপতিটি বানাতে আমার কি কি উপকরন লেগেছে।

প্রয়োজনীয় উপকরনঃ

১.রঙিন কাগজ
২. গ্লু
৩.কম্পাস
৪.পেন্সিল
৫.কেঁচি

20231102_114059.jpg

কার্য প্রনালীঃ


ধাপ-১


20231102_114140.jpg

20231102_114247.jpg

20231102_114512.jpg

প্রথমে কম্পাস দিয়ে গোল করে এঁকে কাগজ কেটে নিলাম।

ধাপ-২


20231102_114626.jpg

20231102_114715.jpg

ছবিতে দেয়া আছে ঠিক এভাবে সবগুলো কাগজের টুকটোগুলোকে ভাজ করে নেবো।

ধাপ-৩


20231102_114841.jpg

20231102_114854.jpg

20231102_115107.jpg

সবগুলো কাগজের টুকরো এবার একই রকম ভাবে ভাজ করে নিলাম।

ধাপ-৪


20231102_115325.jpg

20231102_115406.jpg

20231102_115916.jpg

ধাপ-৫


20231102_120205.jpg

20231102_120243.jpg

BeautyPlus_20231102120526722_save.jpg

20231102_120329.jpg

20231102_120326.jpg

এবার এই হলুদ কাগজ থেকে এক টুকরো ছোট গোল করে কাগজ কেটে নিলাম।এরপর ফুলের মাঝখানে গ্লু দিয়ে লাগিয়ে দিলাম।

উপস্থাপনা


BeautyPlus_20231102120617263_save.jpg

photocollage_202311212463548.jpg

CollageMaker_20231121233714.jpg

আজ আর নয়। রঙিন কাগজের রঙিন ফুলটি কেমন হলো অবশ্যই জানাবেন।সবাইকে আবারো অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেনীডাই পোস্ট
ক্যামেরাSamsung A20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনঢাকা,বাংলাদেশ

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...Fx9wg6WUb5ejzqWUBqpBKiA2y7re32cBUTqU7ofQL67evTq1REgbByXj7Asx7nJbFjm8HNBCUTP9MYtRkUtcV4Bp9AotapzRgntKKd2PJdU3zrH4oAwouB99Qr (4).png

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...f1Dq76pKECV4KekfqyZj18qfc4ziQW3kRYsgW1PMLc47emsksqLgif1cmhk34QEfazWiZ3aAFVCXuC6ZFp39Mc57NeUUL4DNuymUk8Cq7TJkvoxEtUzQNAfKJd (1).gif

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxeToZJatrzXJ26wyJvrfyUjWUHbwevxJfcy1wNaX2uYf5yHRjEM6kRmppRUgc...Y4qhGk41e9xshdKq7axZeLWprzfJqgtshHQPZjCGuXiyHFG1XqYcZSdGGLYKKmVtY1zvpEFteA1FrU83LMRPP7BcAne3avpKyGdHz9yne2nakYyhwHTfUardAv.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPoZy22X6tAEZ9xgTbv2Je13wLGWX6qAR4kcd6SV3G37oehcHNcRjmX6A1q12Y...WC7kZeaVu5T7dbm9ERtHe3tnT7hwaRXTD2EyUpeSUz9PKCQmghcWTCTKcTeewqEJ5MozD2X9oNg6fcY45fCALQGms5N3uYJuVCFsuFyUkADwts16186D4ooWNZ (1).gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপু আপনি সুন্দর একটা রঙিন কাগজ রঙিন ফুল তৈরি করছেন। আপনার তৈরি করা রঙিন কাগজের রঙিন ফুলটি দেখতে ভীষণ ভালো লাগতেছে। আপনি চমৎকার ভাবে ধাপে ধাপে ফুল টি শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।

image.png

রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর একটি ফুল তৈরি করেছেন আপু। ফুলটির মাঝখানে হলুদ রঙের কাগজ দেওয়ার কারণে দেখতে আরো বেশি ভালো লাগছে। এই ধরনের ডাই পোস্ট গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপু।

অনেক ধন্যবাদ আপু।

রঙিন ফুল খুবই সুন্দর লাগতেছে। রঙিন কাগজের ফুল গুলো সব সময়ই দেখতে অনেক সুন্দর লাগে। অনেক সুন্দর একটি ফুলের ডাই প্রজেক্ট তৈরি করেছেন। ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে ও।

রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করতে আমারও অনেক ভালো লাগে। আপনি রঙিন কাগজ দিয়ে যে ফুলটি তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে। ফুলের মাঝখানে হলুদ রঙের কাগজ ব্যবহার করায় ফুলটি আরো ফুটে উঠেছে। সুন্দর একটি ডাই পোস্ট আমাদের মাঝে উপহার দেয়ার জন্য ধন্যবাদ।

সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

আপু আমিও চেষ্টা করি পোষ্টের কম্বিনেশন করার। রঙিন কাগজ দিয়ে রঙিন ফুলের ডাই পোস্ট বেশ সুন্দর হয়েছে আপু। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি ডাই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

অনেক ধন্যবাদ ভাইয়া।

রঙিন কাগজ দিয়ে একটি রঙিন ফুল অসাধারণ হয়েছে দেখে খুবি ভালো লেগেছে আমার, ধাপে ধাপে উপস্থাপন দেখে শিখতে পারলাম পরবর্তী তৈরি করবো ইনশাআল্লাহ।

Posted using SteemPro Mobile

শিখে নিলেন জেনে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

রঙ্গিন কাগজ দিয়ে বেশ সুন্দর একটি ফুল তৈরি করেছেন। দেখতে বেশ সুন্দর লাগছে। আর রঙ্গিন কাগজ দিয়ে বানানো বিভিন্ন ধরনের কাজগুলো দেখতে বেশ সুন্দর লাগে। ফুল তৈরির ধাপ শেয়ার করার জন্য ধন্যবাদ।

ধন্যবাদ আপু।

আপনি রঙিন কাগজ দিয়ে সুন্দর করে ফুল তৈরি করেছেন যা দেখতে খুবই সুন্দর লাগছে।রঙিন কাগজ দিয়ে এ ধরনের জিনিস তৈরি করলে আমার কাছে খুবই ভালো লাগে সেগুলো দেখতে। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি ফুল তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

অনেক ভালো লাগলো মন্তব্য পড়ে। ধন্যবাদ আপু।

নতুন কিছু তৈরি করার ধারাবাহিকতায় আজকে কিন্তু রঙিন কাগজ দিয়ে দারুন একটি রঙিন ফুল তৈরি করেছেন আপু। ফুলটির কালার কম্বিনেশন সত্যিই অনেক সুন্দর হয়েছে। এক কথায় অসাধারণ একটি উপস্থাপনা ছিল ।শুভকামনা রইল আপনার জন্য।

অনেক ধন্যবাদ দিদি।

রঙ্গিন কাগজ দিয়ে যে কোনো জিনিস তৈরি করলে দেখতে খুবই সুন্দর লাগে। আজ আপনি খুব সুন্দর করে চমৎকার ভাবে ফুল তৈরি করেছেন। কাগজের ফুল দেখতে খুবই সুন্দর লাগছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

রঙিন কাগজ দিয়ে যদি কোন কিছু তৈরি করা যায় তাহলে সেটা দেখতে অনেক বেশি সুন্দর দেখায় এবং পরবর্তীতে সেই জিনিসটা যখন চোখে পড়ে তখন নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। রঙিন কাগজ ব্যবহার করে খুবই চমৎকার একটি রঙিন ফুল তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে আমি মুগ্ধ। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রঙিন ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করা দারুন একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। খুবই ভালো লাগলো আপনার তৈরি করা রঙিন কাগজের এই ফুল দেখে। আমারও রঙিন কাগজের বিভিন্ন জিনিস তৈরি করতে খুবই ভালো লাগে।

ধন্যবাদ ভাইয়া।

আপু আপনি রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ফুল তৈরি করেছেন। সত্যি আপু রঙিন কাগজের তৈরি জিনিস গুলো আমার কাছে দেখতে ও তৈরি করতে সব সময় অনেক ভালো লাগে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ফুল আমাদের মাঝে শেয়ার করার জন্য।

অনেক ধন্যবাদ আপু।

আপনি তো দেখছি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ফুল বানিয়েছেন। রঙিন কাগজ দিয়ে কিছু বানাতে যেমন ভালো লাগে দেখতে বেশ সুন্দর লাগে। তবে রঙিন কাগজ দিয়ে কিছু বানাতে ভাঁজ গুলো কাটা খুব কষ্টকর। সুন্দর করে ভাঁজ গুলো কাটতে পারলে দেখতে বেশ ভালোই লাগে। সত্যি বলতে আপনার কাগজের ফুল তৈরি অসাধারণ হয়েছে। খুব সুন্দর করে কাগজের ফুল তৈরি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

অনেক ধন্যবাদ ভাইয়া।

আপু রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ফুল বানিয়েছেন। আপনার এই ফুল আমার কাছে অনেক ভালো লেগেছে। রঙিন কাগজ দিয়ে বানানো যেকোনো জিনিস দেখতে খুব সুন্দর লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু।

রঙিন কাগজ দিয়ে কোন কিছু বানালে খুব সুন্দর লাগে। বিশেষ করে ফুল গুলো দেখতে বেশি ভালো লাগে। আপনার আজকের রঙিন কাগজের ফুলটি খুব সুন্দর হয়েছে। ভাজে ভাজে খুব চমৎকার একটি ফুল তৈরি করেছেন। বেগুনি কালারের হওয়ার কারণে আরো বেশি ভালো লাগছে। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।