" ফাইনাল খেলা দেখার অনুভূতি " | | 10 % beneficiary for @shy-fox | | ১৯| ১২| ২২ ইং| |

in hive-129948 •  2 years ago 

আমার বাংলা ব্লগে সবাইকে স্বাগতম

আমি @shimulakter
বাংলাদেশ,ঢাকা থেকে



🌺 হ্যালো, আসসালামু আলাইকুম । সবাই কেমন আছেন ? আশাকরি সবাই ভালো আছেন।আমিও আল্লাহ্‌র অশেষ রহমতে অনেক বেশি ভাল আছি।

ফাইনাল খেলা দেখার অনুভূতি

ফাইনাল খেলার অনুভূতি.jpg

Canva দিয়ে বানানো

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

বন্ধুরা,আমি শিমুল আক্তার,আমার ইউজার আইডি @shimulakter আমি আপনাদের সাথে বাংলাদেশ,ঢাকা থেকে যুক্ত আছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হতে।বাংলায় ব্লগিং করতে পেরে অনেক বেশি ভাল লাগা নিজের মধ্যে আমি অনুভব করি। আমার আজকের ব্লগের টাইটেল দেখেই বুঝতে পারছেন আমি কালকের বিশ্ব কাপ ফুটবল খেলা নিয়ে আমার অনুভূতি শেয়ার করতে এসেছি। অনেক বছর পর অনেক বেশি ভাল লাগা কাজ করছে আমাদের সবার মাঝে।

WhatsApp Image 2022-12-19 at 4.24.12 PM (1).jpeg

বন্ধুরা,আমরা কাল খুব উৎসাহ-উদ্দীপনা নিয়ে একসাথে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে বসেছিলাম।কাল খুব টান টান উত্তেজনা নিয়ে আমরা খেলা দেখছিলাম সবাই।বাবা-মা,আমরা চার ভাইবোন,ভাইবোনের ছেলেমেয়েরা মিলে দুই দলে বসে খেলা দেখেছি।আমরা ফ্রান্সের দলে ছিলাম পাঁচজন আর আর্জেন্টিনার দলে ছিল বাকি সবাই।অনেক বেশি উত্তেজনা নিয়ে কাল দেখা শেষ করেছি আমরা।খেলা শেষ হওয়ার সাথে সাথে তারা বাঁশি,আর চিৎকার,লাফালাফি করে মজা করে ছিল। খেলার মাঝখানে খাবারের আয়োজন করা হয়েছিল কিন্তু আমরা দুই দল ই এত উত্তেজনার মধ্যে ছিলাম,তখন আর কেউ খাবার খেতে পারেনি।সেই খাবারের কিছু ছবি আপনাদের মাঝে শেয়ার করলাম।

WhatsApp Image 2022-12-19 at 4.24.12 PM (2).jpeg

WhatsApp Image 2022-12-19 at 4.24.13 PM.jpeg

আমরা যথা সময়ের আগেই টিভি ছেড়ে বসে গিয়েছিলাম।সবাই আলাদা আলাদা দলের ম্যাপ আমাদের গালে এঁকে নিয়ে বসেছিলাম।খুব বেশি এনজয় করেছি।কিন্তু সবটার ছবি শেয়ার করতে পারছি না কিন্তু আনন্দ কিন্তু সেই রকম হয়েছিল।আর্জেন্টিনা যখন দুই গোল দিল,তখন আমি অন্যরুমে চলে গিয়েছিলাম।কারন ফ্রান্সের খেলা দেখে আমি হতাশ হয়ে চলে গিয়েছিলাম।আপনারা ত জানেন আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে যাই খেলা দেখে।

WhatsApp Image 2022-12-19 at 4.24.13 PM (1).jpeg

ফটোগ্রাফির জন্য প্রয়োজনীয় ডিভাইস SamsungA20
ফটোগ্রাফারঃ@shimulakter
স্থানঃ ঢাকা

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

ফ্রান্স যখন পরে এক গোল দেয়,তখন আমি আবার খেলা দেখতে চলে আসি।যখন ড্র হয়,আর ট্রাই বেকারে দুই দল খেলবে তখন যেন উত্তেজনা সকলের অনেক বেড়ে গেলো।কিন্তু তখন আমি ও আমরা যারা ফ্রান্সের তারা বলেই দিয়েছিলাম আর্জেন্টিনা এবার কাপ নেবে।কারন পেনাল্টি না পেলে কাপ আর্জেন্টিনা নিতে পারত না।যাই হোক চরম উত্তেজনা নিয়ে খেলা দেখা শেষ করলাম।সবাই খুব মজা করল,আনন্দ করল।এরপর আর্জেন্টিনার সাপোর্টাররা খুব মজা করে খাবার খেয়ে নিল।এভাবেই আমাদের ফাইনাল খেলা দেখা শেষ হল।হারজিত তো থাকবেই,দুই দল তো আর জিততে পারে না।তাই মেনে তো নিতেই হয়।আপনারাও আপনাদের অনুভূতিগুলো অবশ্যই কমেন্টে জানাবেন।

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

🎀 আমার লেখা অনুচ্ছদটি পড়ার জন্য সবাইকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। 🎀

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

পরিচিতি


আমি শিমুল আক্তার।আমার ইউজার আইডি @shimulakter,আমি একজন বাঙালী।বাংলাদেশে জন্মগ্রহন করেছি বলে,অনেক বেশি গর্ববোধ করি।আমি একজন গৃহিনী।আমি পড়তে, লিখতে ও শুনতে ভালবাসি।নিজেকে সব জায়গাতে অ্যাক্টিভ রাখার চেষ্টা করি।সব সময় চেষ্টা করি আলাদা কিছু উপস্থাপন করতে। গতানুগতিক কোন কিছুতে আমাকে টানে না।অন্যের মতামতের মূল্যায়ন করার চেষ্টা করি।মানুষকে ভালোবাসি।তাই সব সময় চেষ্টা করি অন্যের উপকার হয় ,এমন কিছু করতে।বাংলাকে ভালোবেসে " আমার বাংলা ব্লগ " এর সাথে আজীবন থাকতে চাই।

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgAaeHkUbVYHQygf4BziFrEyhjgH4bQJyLmky9bKBwALZ2h9iBsdB7ytyweg4LFR1aw2ZDmZr54xrugk5LoApFZTW2Z6WtKjQkvr3nnhc1ej5P7pmqWzrMMSWBRr81y99J6KeccJ5Mc7sbzFdGBuiQk6XZrWbdxSdtoZYkDYe.gif

2qM6R7emm7dUzqimiCUWALVV5Azjzuxs9rpmpFFPRJaLmdohUqB6kp4YL944YiourLu5AZ6Qr6oqkdqSfxc7Xq8mAGPVKxDSsdiew74MLRSQhQJhNKRTz62kGjtZ7F5RFpYFXow3mm1nCXmyudmvp6oMoQ3i12tnGYgVMQkRpNQ9pRTygtRywTPtHS4tCYiwkAgvYEzmYSST8DyNUvARfV.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

যখনই দুই দল এর খেলার ড্র হয়ে গিয়েছিল তখনই খেলার ভেতর একটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল। আমার কাছে এরকম খেলা দেখতে ভীষণ ভালো লাগে। সবাই তো দেখছি আজকে খেলা নিয়েই পোস্ট করছে। আসলে ই ফাইনাল খেলা দেখার মজাটাই আলাদা কালকে কিন্তু ফাইনাল খেলা ফাইনালের মতোই হয়েছে। খাবারের আয়োজন করেছিলেন কিন্তু খেলা দেখার উত্তেজনায় আর খাওয়া হয়নি। সত্যি আমাদের সাথে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লেগেছে।

অনেক ধন্যবাদ ভাইয়া। ব্লগটি পড়ার জন্য অনেক ভাল লাগলো।

আপনি যে ব্রাজিল হারার পর ফ্রান্স এর পক্ষে থাকবেন তা আমি জানতাম। তাই তো ব্রাজিল হারার দিন আপনাকে এক বালতি সমবেদনা জানিয়েছিলাম ,আজকে আবারো আরেক বালতি সমবেদনা জানালাম। 😜ভাগ্যিস আপনি ফ্রান্সের সার্পোটার ছিলেন ,যদি আর্জেন্টিনার সার্পোটার হতেন তাহলে তো ফ্রান্স কাপ নিত 🤣🤣 .যাই হোক অনেক কিছুর আয়োজন করেছেন। আসলে পরিবার নিয়ে খেলা দেখার মজাই আলাদা। ধন্যবাদ

ব্লগটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।

আসলে আপু আপনি কেনো আমার মনে হয় অনেকেই ব্রাজিল হারার পর ফ্রান্সে গিয়েছে।তবে আপনারা সব ভাইবোন মিলে একসাথে খেলা দেখেছেন এটাই অনেক মজার ব্যাপার। আর দুদল তো আর কখনো জয় লাভ করবে না,সবাই এক পক্ষে থাকবে না। যাইহোক খেলায় হারজিত থাকবেই। তবে খোলা দেখার ফাঁকে ফাঁকে অনেক মজার খাবার খেয়েছেন জেনে অনেক ভালো লাগল । আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মূহুর্ত টুকু আমাদের মাঝে শেয়ার করার জন্য।

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।

আসলে আপু গতকালের ফাইনাল খেলার অনুভূতি ছিল খুবই আনন্দের।যারা যেখান থেকে এই খেলা দেখেছে সবাই বেশ উত্তেজনার মুহূর্তে ছিল। প্রথমে আর্জেন্টিনার দুই গোল দিয়ে ফেলে এতে করে আপনি কিছুটা হতাশ হয়ে গিয়েছিলেন।পরে যখন ফ্রান্স গোল দিল তখন জমজমাট হয়েছিল খেলা। আসলে শেষ খেলাটা বেশ আনন্দের ছিল।

ঠিক তাই আপু। মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপু।

আহারে আপু, এত কষ্ট কিভাবে নিচ্ছেন বলেন তো। প্রথমে ব্রাজিল সাপোর্ট করলেন হেরে গেল কাল আবার ফ্রান্স সাপোর্ট করলেন তাও হেরে গেল 😜। আমাদের দলে চলে আসলেই পারতেন। যাইহোক, আসলে কালকের ম্যাচ টার কথা সবসময় মনে থাকবে। এতো উত্তেজনাপূর্ণ ম্যাচ এর আগে কখনো দেখেছি বলে মনে হয় না। আপনার আয়োজন গুলো দেখে ভালো লাগলো।

না আপু, হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল। 🤗 ব্লগটি পড়ে মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

আপু যখন দুই দলের খেলা ড্র হয়ে গিয়েছিল , তখন আমার হার্টবিট বেড়ে গিয়েছিল। ভাবছিলাম প্রিয় দল বুঝি হেরেই গেলো। তবে আপনারা যারা ব্রাজিলিয়ান তারা তো শুধু আমাদের কে অভিশাপ দিচ্ছিলেন যেন আমরা কাপ না পাই।

কি যে বলেন?? অভিশাপ দেব কেন? চাইছিলাম ফ্রান্স কাপটা নিয়ে যাক।😂
অনেক ধন্যবাদ আপু।

আপনি তো দেখছি ফাইনাল খেলা দেখার অনুভূতি পোস্ট আমাদের সকলের মাঝে শেয়ার করেছেন। এমনিতে ফাইনাল খেলাটা কিন্তু খুবই ভালো হয়েছিল। বেশ কয়েক রকম খাবারের আয়োজনও করেছেন দেখছি কিন্তু খাওয়া হলো না। আর্জেন্টিনা সাপোর্টার রা খাবার খেয়েছে মনে হয় আপনারা খান নি। যাই হোক পড়ে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে। খুবই ভালো সময় কাটে এভাবে সবাই মিলে একসাথে খেলা দেখতে বসলে। আমার পরিবারের সবাই খেলা দেখেছিল কিন্তু আমি যাইনি আমার ভালো লাগছিল না তাই।

হে আপু, আমরা সবাই খুব মজা আর উত্তেজনা নিয়ে খেলা দেখেছি।খুব ভাল লেগেছে ফাইনাল খেলা দেখতে। অনেক ধন্যবাদ আপু।

আপনি খুবই চমৎকারভাবে আমাদের মাঝে ফাইনাল খেলা দেখার অনুভূতি শেয়ার করেছেন পড়ে খুবই ভালো লাগলো। তবে একটা জিনিস জানার খুব ইচ্ছা আপনারা কি আগে থেকেই ফ্রান্স সাপোর্ট করতেন নাকি ব্রাজিল হেরে যাওয়ার পরে ফ্রান্স সাপোর্ট নিয়েছেন...?? যাইহোক অবশেষে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে এটাই আর্জেন্টিনা সাপোর্টারদের জন্য অনেক বেশি আনন্দের । খেলা দেখার সুন্দর মুহূর্তটা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

আগে থেকে ত ব্রাজিলের সাপোর্ট করেছি। এরপর ফ্রান্সের করেছি।মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

এবারের বিশ্বকাপ খেলা কিন্তু বেশ টানটান উত্তেজনা ছিল। মোটামুটি খেলা শেষ না হওয়া পর্যন্ত পুরো এনগেজ করে রেখেছিল টিভির দিকে আমাকে। যদিও আমি এই দুই টিমের কোনটারই সাপোর্টার না, তারপরও খুব মনোযোগ সহকারে খেলা দেখেছিলাম।

তবে তার থেকে বেশি অবাক লাগছে আপনার খাবারের আয়োজন দেখে। আমি তো মনে হয় খেলা দেখার সময় শুধুমাত্র এক কাপ চা নিয়ে খেলা দেখতে বসে ছিলাম। হা হা হা....

ভাইয়া ফাইনাল খেলা বলে কথা। আর মায়ের বাসায় সবাই মিলে খুব বেশি ভাল লাগা নিয়ে খেলা দেখা হয়।আর খাওয়া দাওয়া ও এর একটি পার্ট। অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।