আমার স্বরচিত অনুভূতির কবিতা - 🖤 " পণ "

in hive-129948 •  2 months ago 

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি স্বরচিত কবিতা নিয়ে হাজির হয়েছি।আশাকরি কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।

আমার স্বরচিত অনুভূতির কবিতাঃ


আমার স্বরচিত কবিতা_20241202_064520_0000.jpg

বন্ধুরা,আমি আজ হাজির হলাম নতুন একটি কবিতা নিয়ে।আমার আজকের কবিতাটি একটি অনুভূতির কবিতা।আমি প্রতিনিয়ত নানা রকমের অনুভূতি নিয়ে কবিতা লিখে শেয়ার করে থাকি।আর আপনাদের অনুপ্রেরণায় আজ এখানে।প্রতিনিয়ত কবিতা লিখে চলেছি।কখনো কবিতা লিখব তা আগে ভাবিনি।তবে কবিতা পড়ে যেমন ভালো লাগতো,ঠিক তেমনি কবিতা আবৃত্তি শুনতেও ভীষণ পছন্দ করতাম।আর আজ নিজে লিখে চলেছি নানা অনুভূতির কবিতা।বিরহের কবিতা আর ভালোবাসার কবিতা দুটো ই ভীষণ ভালো লাগে। তবে লিখতে ভালো লাগে বেশী বিরহ নিয়ে।আজকের কবিতাটির নাম ** পণ** হলেও তা কিন্তু বিরহের অনুভূতি নিয়েই লেখা।

এই কমিউনিটিতে এসে আজ অনেক কিছুই শিখেছি প্রয়োজনের তাগিদে।শেখার কোন বয়স নেই।আপনি চাইলে যেকোনো বয়সে এসে যেকোনো কিছুই শিখতে পারেন।তবে এর জন্য যেটা দরকার তা হচ্ছে ইচ্ছাশক্তি।আর চেষ্টা করলে যেকোনো কিছুই শেখা যায়।তাইতো প্রতিনিয়ত নানা রকমের নানা জিনিস এখনো শিখে চলেছি।আজকের অনুভূতির কবিতাটি কেমন লিখলাম অবশ্যই জানাতে ভুলবেন না।কারন আপনাদের অনুপ্রেরণা না পেলে আজ এখানে আমার আসা সম্ভব হতো না।আমার চেষ্টা আর আপনাদের অনুপ্রেরণাতে আমি আমার লেখা চালিয়ে যাচ্ছি।আশাকরি সবাই সঙ্গে ই থাকবেন।

আজকের কবিতাটির বিষয়বস্তু হলো,একজন মানুষ যখন দুঃখ-কষ্ট পেতে পেতে জীবন কাটিয়ে দেয়।তখন তার সুখ অনুভূতি গুলো মনের মাঝ থেকে হারিয়ে যায়।সুখ কি সেই মানুষটি ভুলতে বসে। তখন সেই মানুষটির মনে হয় দুঃখ ই তার আপন।তাই সে নিজের মধ্যে দুঃখ বিলাশকে বরণ করে নেয়।আর এভাবে দিনের পর দিন কষ্ট পেতে পেতে সে একসময় খাঁটি মানুষ হয়ে গড়ে উঠবে।তাই মানুষটি পণ করে সে এক সময় খাঁটি মানুষ হয়ে উঠবে।আজকের কবিতাটি মূলত এমন কিছু অনুভূতি নিয়েই লেখা।চলুন কবিতাটি আবৃত্তি করি--

কবিতার নাম - " পণ "


লেখা-শিমুল আক্তার


শান্ত মন হলো অশান্ত
আনন্দের আজ হলো অবসান
ভারাক্রান্ত মন নিয়ে লেখা গুলো
বিরহ কাব্যে পেল অবদান।

অতৃপ্ত মনের বাসনা গুলো
বিরহ মনে জ্বালায় যাতনা
কষ্ট হলো সাথী আমার
বিরহ ব্যথা আজ মনের কামনা।

সুখ বিলাশ নয়তো জীবন
দুঃখ বিলাশ হলো আপন
যাতনা সয়ে নীরবে নিভৃতে
কাটবে যামিনী কালো আঁধারে।

দুঃখ আমায় বেসেছে ভালো
ভয় করিনা দুঃখ পেতে
দুঃখ সয়ে কাটাবো জীবন
সুখ নাহি আর চাহি মিছে।

ব্যথা পেয়েছি কষ্ট সয়েছি
ব্যথা ই জীবন আজ জেনেছি
পুড়ে পুড়ে হবো খাঁটি মানুষ
আজ তার পণ করেছি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPe3tHZVB77sSuCQ4Cs1FckYC7TChNkJ2k2vrGWuPbnhKehdCoUK2hRRV2owfV...4vnNCJoz33KertpWqFdu8gRyDNrrxCGk1VeAhY73BFSyT2CoKtAtv3v56Mby6YaJeRRPw8WjfSTJtEeZZenFeR33b31d84zjjDpezV9t54QGAGdmzfvKQjkBFU.png

আজ আর নয়।আশাকরি আজকের কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে।আবার নতুন কোন কবিতা অন্য কোন অনুভূতি নিয়ে লিখব আশাকরি।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেনিকবিতা
ফটোগ্রাফির জন্য ডিভাইসsamsungA20
ফটোগ্রাফার@shimulakter
স্থানঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1DAYEG3NCh1cGMczkPKfnE9jjtVxP35CYEZU6ZxZFFTSivQa1eh1ot6ZzwCmG...AwoqceF6TSWE4Nav1o7HAitS9PezzvoZEzSUMtfS3J217L9uHsjpx3ms5GbxwEGUAuTWUnSdiYDs2iCoK7nkvuuSpyiN2X6By4EGTxBFxVhS7R8KCXs5ErEmc.jpeg

আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmXA6ginRbBsbKGY2VtVnXzUUJNCrTg8j8t3NuJGgf2KbYWVhU7Jrqyce9L83...PNYeU1ZG126PQwwYwsEMXRPSgTDchsmsthTuCRnsXyUEgYAxXYHvD1KkAgZAv8CLWHJPSdQZmsDDyKM5Ubj9B5mKCqzYYqKNAPfqtYj6eigy9Evp46XYyTvpcv.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...f1Dq76pKECV4KekfqyZj18qfc4ziQW3kRYsgW1PMLc47emsksqLgif1cmhk34QEfazWiZ3aAFVCXuC6ZFp39Mc57NeUUL4DNuymUk8Cq7TKhE9BkS9WxCKgszV.gif

HNWT6DgoBc14riaEeLCzGYopkqYBKxpGKqfNWfgr368M9U7RRG2y2M9YYSM48N5nbcXLb7PqdkYJ9oR9FoA2unvh83eqRV77XS1odgZghsEq4QSkRqvT13kzKTc.jpeg

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1siTRM9RiHCBoSjHNuiJNg7JaN1YHkdVF2iL5yXmTwhgdJbBWGqp5o8DReVS38H...Ngs8B1ZxQ71gjBxiqfcH84Q1vPFSBFZmyW1T5WYxF2TL2KthznYPi6aVayXiVmeqrvyCqCmnquJrNciFufjx91GZCbFjkMM65HFSSmzsVSgn2g7Gro7uZrMtgv.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সুন্দর লিখেছেন আপু। শেষ লাইনদুটোই আপনার কবিতাকে দাঁড় করিয়ে দিল। যত পুড়ব তত মানুষ হবো৷ খুব ভালো লাগল।

অনেক ধন্যবাদ দিদি।

Upvoted! Thank you for supporting witness @jswit.

CollageMaker_2024122154646244.jpg

আপনি খুবই সুন্দর করে আজকে একটা কবিতা লিখেছেন আপু। আমার কাছে আপনার লেখা এই কবিতাটা পড়তে খুব ভালো লেগেছে। ছন্দ মিলিয়ে খুব সুন্দর একটা টপিক নিয়ে লিখেছেন এই কবিতা। আপনার আজকের কবিতাটা বিরহের হওয়ার কারণে একটু বেশি ভালো লেগেছে পড়তে।

অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

ছন্দে ছন্দে কবিতাটি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। একবার কষ্ট পেয়ে গেলে পরবর্তীতে কষ্ট দেখে আর ভয় করে না।এ কথাটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কবিতাটি খুব সুন্দর লিখেছেন। কবিতার মধ্যে বিরহ প্রকাশ পেয়েছে। বিরহের কবিতাটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই আপু।

ধন্যবাদ দিদি।

আপনার লেখা কবিতা পড়ে অনেক ভালো লাগে। খুবই সুন্দর ভাষায় কবিতা লেখেন। আজকের কবিতাটি অসাধারণ হয়েছে।

সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

দারুন লিখেছেন আপু।
আসলে কবিতার মাধ্যমে নিজের অনুভূতিগুলো চমৎকার গুছিয়ে উপস্থাপন করা যায়।
আপনার কবিতা আগেও পড়েছি, বেশ ভালো লেগেছে।
আর আজকের কবিতার লাইনগুলো দারুন ছিল।
এগিয়ে যান, দোয়া রইল।

সুন্দর মতামত প্রকাশ করে উৎসাহ দেয়ার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

আপনার লেখা কবিতা পড়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর কবিতা লিখেছেন কবিতার ভাষাগুলো ছিল অসাধারণ।

ধন্যবাদ জানাই।

আপনার স্বরচিত কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। বেশ দারুণ লিখেছেন কবিতাটি। সুন্দরভাবে নিজের অনুভূতিগুলো সাজিয়ে লিখেছেন কবিতায়।অনেক ভালো লাগলো কবিতাটি। ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

সুন্দর ও সাবলীল মন্তব্য শেয়ার করেছেন এজন্য অনেক ধন্যবাদ আপু।

দুঃখ গুলোর মাঝে সুখের অনুভূতিগুলো সত্যি হারিয়ে যায়। আর সেই অনুভূতিগুলো সময়ের সাথে সাথে বিলীন হয়ে যায়। আপু আপনি দারুন লিখেছেন। আর কবিতা পড়ে অনেক ভালো লাগলো। অসাধারণ কবিতা লিখেছেন।

অনেক অনেক ধন্যবাদ আপু।