নমস্কার/আদাব/আসসালামু আলাইকুম
আমি @shipracha , বাংলাদেশ
“আমার বাংলা ব্লগের” বন্ধুদেরকে জানায় শুভ প্রবারণা পুর্ণিমা ,লক্ষী পুজা,ঈদ মিল্লাদুনবী শুভেচ্ছা । “বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন ।আমি ও ভগবানের অশেষ ক্পায় ভাল আছি ।আজ আমি শেয়ার করব আমাদের শুভ প্রবারণা পূর্ণিমা সম্পর্কে।আজকে দিনটি শুভ একটি দিন ।সবার পরিবারের বয়ে আনুক হাসি ,খুশি, সুখ, সম্বৃদ্ধি জোয়ার।
আমাদের বৌদ্ধ ধর্মালম্বীদের ধর্মী দিন ।এই দিনে বিহারে বা মন্দিরে সকাল থেকে পুজা করে ।আর আমাদের ধর্মী গুরু ভান্তেরা আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিন পূর্ণিমা পর্যন্ত এক জায়গা অবস্তান করে থাকেন ধ্যান সাধনা করেন । আর এই দিনে সকল প্রাণী হিত সুখ মঙ্গল কামনা করে ।আর সকল উপাসক উপাসিকাদের মধ্যে ভুল বোঝাবুঝি অবসান করে ।একে অপরে প্রতি ভুলের ক্ষমা চাই । যদি কোন কায়, বাক্য ,মনে অজান্তে ,জানা শর্তে যদি কারো মন কষ্ট দিয়ে থাকে সকলে ক্ষমা চাই একে অপরে কাছে । সব সময় সকল প্রাণী প্রতি মৈত্রী ভাব পোষণ করে ।আমরা সকালে মন্দিরে যেতে পারি নাই ।
লোকেশনঃ নন্দকানন বৌদ্ধ বিহার,চট্টগ্রাম, বাংলাদেশ ।
ক্যামেরাঃরিয়েল মি আই ৫
তারিখঃ০৯-১০-২০২২ইং
সময়ঃসন্ধ্যা ৬.৪০ টা
দুপুরে দিকে বাহির হয় নিউমার্কেট যাব আর সন্ধ্যা বেলা ফানুস উড়াবো নন্দকানন বৌদ্ধ বিহারে ।যেহেতু মার্কেট করতে সময় লাগবে । তাই তাড়াতাড়ি দুপুরে দিকে রওনা হয়েছি ।মার্কেটিং পর্ব অন্য আরেক দিন শেয়ার করব ।অনেকে কাছের হয়ত মনে প্রশ্ন থাকতে পারে ফানুস কেন উড়ায় ? ভগবান বুদ্ধ সময়ে বুদ্ধের চুল আকাশের উরিয়ে দেয় ।
লোকেশনঃ নন্দকানন বৌদ্ধ বিহার,চট্টগ্রাম, বাংলাদেশ ।
ক্যামেরাঃরিয়েল মি আই ৫
তারিখঃ০৯-১০-২০২২ইং
সময়ঃসন্ধ্যা ৬.৪০ টা
সেই থেকে চুলামনি চৈত্য নামে অভিহিত হয় ।সেই থেকে বুদ্ধের চুল উদ্দেশ্য করে ফানুস উড়ানো হয় ।বিশ্ব শান্তি সুখ সম্বৃদ্ধি উদ্দেশ্য এই ফানুস উত্তোলন করা হয় ।জগতের অন্ধকার দুরীভুত হউক ফানুসের আলোয় ।আলোকিত হয়ে ভরে উঠুক গোটা বিশ্ব ।
লোকেশনঃ নন্দকানন বৌদ্ধ বিহার,চট্টগ্রাম, বাংলাদেশ ।
ক্যামেরাঃরিয়েল মি আই ৫
তারিখঃ০৯-১০-২০২২ইং
সময়ঃসন্ধ্যা ৬.৪০ টা
একেক একটা ফানুসের যে লেখা আছে প্রতিটা লেখা অর্থ বহন করে ।মানুষের প্রচুর ভিড় ।ধাকা ধাকি এই ছবি গুলো তুলা কিছু ছবি ভাল আসছে কিছু ঝাপসা করে ।আমার মেয়ে আর তার বাবা দূর থেকে দেখছিল আমি কাছে গিয়ে ছবি তুলছি ।মানুষের বাচ্চাকে নিয়ে যাওয়া যায় না তাই ।
লোকেশনঃ নন্দকানন বৌদ্ধ বিহার,চট্টগ্রাম, বাংলাদেশ ।
ক্যামেরাঃরিয়েল মি আই ৫
তারিখঃ০৯-১০-২০২২ইং
সময়ঃসন্ধ্যা ৬.৫০ টা
।আগুন জ্বালিয়ে ফানুসটা ধরে রাখতে হয় ।ধোয়া ভিতরে ঢুকে ফানুস আস্তে আস্তে ফুলতে থাকে ।যখন টান টান হয়ে যাবে ছেড়ে দিতে হয় তারপর আকাশের দিকে উপরে উঠে ফানুস টা ।
লোকেশনঃ নন্দকানন বৌদ্ধ বিহার,চট্টগ্রাম, বাংলাদেশ ।
ক্যামেরাঃরিয়েল মি আই ৫
তারিখঃ০৯-১০-২০২২ইং
সময়ঃসন্ধ্যা ৭.১০ টা
আমি কোন রকমের ধাকাধাকি করে মন্দিরে গিয়ে বুদ্ধ বন্দনা করে আসছি ।পরে বাবা মেয়ে কে খুঁজতে খুঁজতে আমি ক্লান্ত হয়ে গেছি ।একে তো ভিড় ছিল, কোন রকমে গিয়ে চলে আসছি সেই মানুষের ভিড় আর অনেক শব্দ ফোন করলে বুঝা যায় না ।প্রায় ১ঘন্টা মত ছিলাম অনেক গুলো ফানুস উড়ানো দেখলাম ।অবশেষ খুঁজে পেয়ে চলে আসলাম সেখান থেকে রিকশা নিয়ে নিউমার্কেট পর্যন্ত ,আবার নিউমার্কেট থেকে সি এনজি নিলাম বাসা পর্যন্ত ।
এই ছিল আমার প্রবারণা পূর্ণিমার ঘুরা আর ফানুস উড়ানো পোস্ট ।আপনাদের সাথে আমার ভাল লাগার মুহূর্ত আর ধর্মীয় উৎসব শেয়ার করলাম,ভুল ক্রটি হলে ক্ষমা সুন্দরদৃস্টিতে দেখবেন ।সবাই ভাল থাকবেন আজ এই পর্যন্ত ।
ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | রিয়েল মি আই ৫ |
---|---|
ফটোগ্রাফার | @shipracha |
স্থান | নন্দকানন বৌদ্ধ বিহার,চট্টগ্রাম |
VOTE @bangla.witness as witness
OR
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শুভ প্রবারণা পূর্ণিমা আপু। অন্য ধর্মের উৎসবগুলো সম্পর্কে মোটামুটি ধারণা থাকলেও বৌদ্ধধর্মের উৎসব সম্পর্কে সেরকম ধারণা নেই আমার। পূর্ণিমার দিন ফানুস উড়াচ্ছেন বেশ দারুণ তো। অনেক কিছু বিষয় পরিষ্কার করেছেন আপনার পোস্টের মধ্যে। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া গুছিয়ে মন্তব্য করাব জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব চমৎকার একটি সময় পার করেছেন ৷
যা হোক আজকে আপনাদের ধর্মের বিষয়ে কিছু জানতে পারলাম ভাল লাগলো ৷
আসলে সব ধর্ম বলে সবার যেন মঙ্গল হয় সবাই সুখে শান্তিতে থাকতে পারি ৷
আসলে আমরা সবাই তার সৃষ্টি শুধু পালনের মধ্যে একটু ভিন্নতা ৷ দিনশেষে তার নাম ঈশ্বর বা ভগবান আল্লাহ সবই এক ৷
যা হোক আপনাকে চশমা পরে বেশ ভালোই লাগছে ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। মন্তব্য করে পাশে থাকার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনার পোষ্টের মাধ্যমে অনেক গুলো তথ্যই জানতে পারলাম। আমি ফানুস উড়াতে দেখেছি কিন্তুু তার কারনটা জানতাম না। আজকে জানলাম। প্রত্যেকটা ফানুসে অর্থবোধক একটি কারে বাক্য লেখা থাকে। দেখে ভালই লাগলো। ফানুস উড়ানোর পদ্ধতিটাও জানলাম। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি আমার পোস্ট এর মাধ্যমে জানতে পেরে জেনে ভালো লাগল ভাইয়া। অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit