কিছু ফটোগ্রাফি 🏞️

in hive-129948 •  6 months ago 

আসসালামু আলাইকুম /আদাব। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমার করা কিছু ফটোগ্রাফি নিয়ে এসেছি। ছুটিতে গ্রামের বাড়িতে এসেছি। আর গ্রাম বাংলার প্রকৃতির সুন্দর দৃশ্য সবাইকে মুগ্ধ করে। তারই কিছু ছবি আপনাদের মাঝে তুলে ধরলাম।

Screenshot_20240616-111722_Gallery.jpg

Screenshot_20240616-111657_Gallery.jpg

Screenshot_20240616-111639_Gallery.jpg

ধুলাবালির শহর থেকে বের হয়ে প্রকৃতির মাঝে আসলে মনে হয় আমি অন্য কোন পৃথিবীতে আসলাম। নিশ্বাস এর মাঝেও একটা প্রশান্তি কাজ করে।

গ্রাম বাংলার প্রকৃতির সুন্দর দৃশ্য সবাইকে মুগ্ধ করে। গাছ-পালা, ফল-ফুল, নদী, পশু-পাখি সবই আমাদের প্রাণ ছুয়ে যায়। তার কিছু ছবি আপনাদের মাঝে তুলে ধরলাম।

Screenshot_20240616-111820_Gallery.jpg

Screenshot_20240616-111705_Gallery.jpg

যদিও এই ছবিগুলোর মাঝে সুন্দর দৃশ্য সীমাবদ্ধ নয়। তবুও যতটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করেছি। আর গ্রামের সকালটা সবথেকে সুন্দর। পাখির ডাকে ঘুম থেকে উঠা। আহা কি প্রশান্তি বলে বোঝানো সম্ভব নয়।আর আমাদের গ্রাম বাংলার চারিপাশে শুধু গাছ আর গাছ, নানানরকম ফল ফুলের গাছ এই সব গাছ বাংলার সুন্দর দৃশ্য শত গুন বৃদ্ধি করেছে।

আজ আর নয়। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। কোন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।আর আমার জন্য সবাই দোয়া করবেন। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

পোস্ট টা সাজানো গোছানো হয়নি।আপনাকে মার্কডাউন সম্পর্কে জানতে হবে। আর ধাপ ধাপ সাজিয়ে করলে সুন্দর লাগতো এবং ক্যামেরা ডিটেইলস দিতে হবে।

আপনি আজকে বেশ কয়েকটি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। তবে আপনি ফটোগ্রাফী গুলো ঠিক ভাবে সাজাতে পারেননি। আশা করছি আপনি এবিবি স্কুলে ক্লাস করার পর এই বিষয় গুলো ভালো ভাবে বুঝতে পারবেন। যাইহোক আপনারা ফটোগ্রাফী গুলো বেশ ভালো হয়েছে।

💝

চমৎকার কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। তবে আপনি যেহেতু নতুন তাই আপনার পোস্ট সাজানোতে কিছুটা ভুল হয়েছে। আশা করি এবিবি স্কুলে ক্লাস করার পর বিষয়গুলো সম্পর্কে খুব ভালোভাবে জ্ঞান অর্জন করতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইল।

এটা ঠিক বলেছেন শহর থেকে গ্রামে গেলে একটা প্রশান্তি কাজ করে। বেশ ভালো লাগলো আপনার আজকের ফটোগ্রাফি গুলো দেখে। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম । তবে আরো কিছু লিখলে ভালো হতো। যাইহোক আশা করি আস্তে আস্তে ঠিক হবে। আপনার জন্য শুভকামনা রইল।

অসাধারণভাবে এলোমেলো কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার সব কয়টি ফটোগ্রাফি অসাধারণ হলো। আমার কাছে বিশেষ করে পাখির বাসাটি খুবই সুন্দর লেগেছে, যা বর্তমানে দেখা যায় না। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

যতদিন ABB School এ আছেন পোস্ট করার সময় abb-school কে 5% ও shy-fox কে 10% বেনিফিসিয়ারী দেওয়া অবশ্যক।

প্রয়োজন হলে রেফারারের কাছ থেকে সাহায্য নিন।