তারিখঃ১১ জুলাই ২০২১ সাল
আজঃরবিবার
আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন। আশা করি ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার রহমতে ভালো আছি। ৩০০+ সাবস্ক্রাইব উপলক্ষে পোষ্টটি করা হচ্ছে।
আমাদের মাতৃভাষা প্রকাশের জন্য ইস্টিমিটে প্রথম আমার বাংলা ব্লগ কমিউনিটিটি তৈরি করা হয়েছে। আর এই কমিউনিটি আমাদেরকে উপহার দিয়েছে @rme ভাইয়া। বিশেষ বিশেষ ধন্যবাদ জানাই @rme ভাইয়াকে। আর এই কমিউনিটিকে বড় থেকে বড় পদে নিয়ে যাওয়ার জন্য, যে সকল মোডারেটোর রয়েছে। তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। আমাকে এই কমিউনিটিতে একজন মেমবার হিসেবে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ।
আজ ১১ জুলাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে ৩০০+ সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে। আর ১৪৫ জন এইখানে প্রতিনিয়ত কাজ করছে। আমরা সবাই যেন আমার বাংলা ব্লগ কমিউনিটিকে এগিয়ে নিয়ে যেতে পারি৷ সবাই এই লক্ষ নিয়ে কাজ করবো। আর আমি বিশ্বাস করি একদিন এই কমিউনিটি ভালো একটা বড় প্লাটফর্ম হয়ে উঠবে। আমরা সবাই সবাইকে সাপোর্ট করবো।
আর একটি কথা আমাদের কমিউনিটিতে ৩০০+ সাবস্ক্রাইব আর ১৪৫ জন এক্টিভ মেমবার দেখে আপনার রিয়াকসন কেমন হয়েছে। অবশ্যই কমেন্টে জানাবেন।
🌹ধন্যবাদ 🌹
@rme ভাইয়া কে।
🌹🌹🌹ধন্যবাদ আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যকে🌹🌹🌹
লেখকঃ@shohel44