ভয়ংকর ডার্ক ওয়েব সম্পর্কে জানা অজানা সকল তথ্য

in hive-129948 •  3 years ago 

ডার্ক ওয়েব ডিপ ওয়েব

20211024_064206.png

ইারেনেটের অন্ধকার জগৎ

Dark web বা dark net হলো ইন্টারনেট জগতের এমন এক অংশ যার ব্যাবহারকারীর মধ্যে প্রায় ৯০% মানুষেই অবৈধ কাজ করে থাকে। এই নেটওয়ার্কটি পৃথিবীর প্রায় ৯৮% মানুষের কাছ থেকে লুকানো। আপনি যদি একজন ইন্টারনেট ব্যাবহারকারী হয়ে থাকেন তাহলে কোনো না কোনো এক সময় আপনি হয়তো ডার্ক ওয়েব এর নাম শুনেছেন। একজন ইন্টারনেট ব্যাবহারকারী হিসেবে আপনাকে শুধু ডার্ক ওয়েব এর নাম জেনে থাকলে হবেনা আপনাকে অবশ্যই ডার্ক ওয়েব এর সাথে পরিচিত হতে হবে।আজ আমি আপনাকে ডার্ক ওয়েব সম্পর্কে বিস্তারিত জানাবো। আশা করি আজকের কন্টেন্টটি পড়ে আপনি অনেক উপকৃত হবেন ।


ডার্ক ওয়েব

20211024_192539.png

ডার্ক( Dark ) শব্দের অর্থ অন্ধকার। dark net মানে অন্ধকার নেটওয়ার্ক যেখানে বেশির ভাগ ক্ষেত্রেই খারাপ মানুষরা তাদের যোগাযোগের জন্য নেটওয়ার্ক তৈরি করে । ডার্ক ওয়েব এর সম্পুর্ণ জায়গা জুড়ে হ্যাকারের আনা-গোনা।অনলাইন জগতের ওয়েবসাইট গুলোকে মৌলিক ভাবে তিনটি অংশে ভাগ করা যায় এর ছোট অংশ কে surface web বলে । surface web এর প্রায় প্রতিটি ওয়েবসাইট লাইসেন্স প্রাপ্ত। surface web এ কোনে কিছু খোঁজার জন্য google, Wikipedia, yahoo ইত্যাদি এই সকল সার্চ ইঞ্জিন বেশি ব্যাবহার করা হয়। আপনার মনে হতে পারে অনলাইন জগতের প্রায় ৯৯.৯% তথ্য Google এর সার্রভারে স্টোর করা আছে। Google এ সার্চ দিলেই আমাদের প্রাপ্ত তথ্য বা পর্ণ(products) টি আপনা হাতে পেয়ে যাবেন। কন্তু আমরা চাইলেই একটি বন্ধুক, অল্প দামে মোবাইল, মেয়ে পাচার, কোনো ভাইরাস সফটওয়্যার বা কোনো হ্যাকিং টুল্স, মাদক দ্রবের ব্যবসা, কারো মোবাইল নম্বর ট্রাক, কাউকে খুন করার মতো কাজ আমরা surface web থেকে করতে পারবো না। এসকল কাজ করার জন্যই মুলত dark web & deep web এর তৈরি । সাধারন ওয়েবসাইট এর ডোমেইন নাম এ .com .org .bd .in .country domaine name ইত্যাদি থাকে কিন্তু ডার্ক ওয়েব এর ডোমেইন শেষে .onion থাকে.onion সম্পুর্ন সাইট Google এ লোড নিবেনা। .onion সম্পুর্ন ওয়েব এ প্রবেশ করার জন্য আপনাকে tor browser এর ব্যাবহার করতে হবে। ডার্ক ওয়েবে যে শুধু ( বন্দুক, মাদক দ্রব, মেয়ে পাচার, সন্ত্রাসি, হ্যাকাং ) এমন অবৈধ কাজ গুলোই হয় তেমন নয় সরকারী প্রতিষ্ঠান গুলো তাদের কোম্পানির নিরাপত্তা ব্যবস্থা ঠিক রাখার জন্য ডার্ক ওয়ের এর সাহায্য নেয়।


ডার্ক ওয়েব এ কিভাবে প্রবেশ করব ?

Dark এর মধ্যে কিভাবে প্রবেশ করবো বা ডার্ক ওয়েব কিভাবে ব্যবহার করতে হয় , এই দুটো প্রশ্নের উত্তর একটাই । ডার্ক ওয়েব এর মধ্যে প্রবেশ করাটা অনেক সহজ এবং সোজা । ডার্ক ওয়েব ব্যবহার করার ক্ষেত্রে আপনার এমন একটি বিশেষ ওয়েব ব্রাউজার এর ব্যবহার করতে হবে যেটার মাধ্যমে ডার্ক ওয়েবসাইট গুলোকে এক্সেস করা সম্ভব । এরকম একটি web browser এর নাম হলো “ Tor browser "
আপনার device এর মধ্যে " tor browser " download এবং install করার পর , একটি সাধারণ web browser এর মতোই এটা কাজ করবে । আপনাকে ওয়েবসাইট এর URL address দিয়ে দিতে হবে এবং এর পর আপনারা ওয়েবসাইট গুলোকে এক্সেস করতে পারবেন । ডার্ক ওয়েব এর মধ্যে নিজের প্রয়োজনের তথ্য বা website গুলো খুঁজে বের করাটা অনেক কঠিন । কারণ , সাধারণ ওয়েব ( surface web ) এর সার্চ ইঞ্জিন গুলোর মতো ডার্ক ওয়েব এর মধ্যে ওয়েবসাইট গুলোর ranking বা indexing এর ব্যবস্থা নেই ।

পরের পর্বে আমরা ডার্ক ওয়েব এ প্রবেশ করবো

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার পোষ্টের লেখাগুলোর ৮৫ ভাগ চৌর্যবৃত্তি করা।
এ ধরনের post আমাদের কমিটিতে রাখা হয় না। পরবর্তীতে আবার একই ধরনের কাজ করলে আপনার একাউন্ট কমিউনিটি থেকে ব্যান করা হবে।

কমিউনিটির নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21

যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।

Discord server link: https://discord.gg/h4hMjcuu

source:

https://banglatech.info/what-is-dark-web-bangla/