★প্রোগ্রামিং এর খুঁটি নাটি পাঠ -১★

in hive-129948 •  3 years ago  (edited)

★প্রোগ্রামিং এর খুঁটি নাটি পাঠ -১★

20211021_200855.png

ইন্টারনেট জগতে অসংখ্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ আছে তাদের মধ্যে html, css, javascript, php, java, python, c এবং c++ ও c# এই ল্যাংগুয়েজগুলি জনপ্রিয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে সকল ল্যাগুয়েজ এর কাজ একই কম্পিউটারকে কোন নির্দিষ্ঠ কাজ করার জন্য নির্দেশনা দেওয়া। উদাহরণ এর মাধ্যমে বিষয়টি বুঝিয়ে দিচ্ছিঃ-

ধরুন এখন আপনি আপনার কম্পিউটার বা মোবাইল দিয়ে streemit লগইন করবেন। এখন আপনার মোবাইল বা কম্পিউটার দ্বারা লগইন করার সময় দুই ঘটনা ঘটতে পারে। আপনি যদি সঠিকভাবে আপনার পাসওয়ার্ডটি দেন তাহলে আপনি লগইন সফল হবেন আর যদি আপনার পাসওয়ার্ড সঠিক না হয় তাহলে আপনি লগইন করতে পারবেন না। তাহলে আপনা মনে এই এই প্রশ্ন আসতেই পারে, ভুল পাসওয়ার্ড দেওয়ার কারণে আমি লগইন হতে পাড়লাম না কেনো? কারণ ওয়েবসাইট কে প্রোগ্রামিং ল্যাংগুয়েজের বা html css bootstrap javascript অথবা php ভাষার মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে যে আপনি যদি আপনার নির্বাচনকৃত পাসওয়ার্ড দেন তবেই আপনি প্রবেশ করতে পারবেন অনথয় লগইন হতে পারবেন না। ওয়েবসাইটকে বোঝানোর প্রকৃয়াই হয় প্রোগ্রাম।


★ প্রোগ্রামিং ল্যায়গুয়েজ কি? ★


⇨➤যেই ল্যাংগুয়েজ ব্যাবহার করে কম্পিউটারকে নির্দেশনা দেওয়া হয় সেই ল্যাংগুয়েজকে প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বলে । একটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ দেখুন👇

20211021_194323.png



পরর্বতি কন্টেন্ট html language এর উপর সাধারণ ধারণা দেওয়ার জন্য তৈরি করতে চলেছি। আপনারা কি পরর্বতি কন্টেন্টটি পেতে চান?
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমি আপনার এই পোস্টটি পড়ে হতাশ হলাম।
শুরুতে মনে করেছিলাম খুব ভালো কিছু পড়বো কিন্তু আপনি এখানে তেমন কিছুই দিতে পারলেন না। আপনার পোস্টটি পড়ার পর মনে হলো প্রোগ্রামিং বই এর একটি পাতার অর্ধেক পরিমাণ পড়লাম। দেখুন এখানে আপনাকে অনেক বিশদভাবে এবং সুন্দর উপস্থাপনা করতে হবে ভাই। আপনি চেষ্টা করুন, ইনশাআল্লাহ পারবেন। শুভ কামনা রইল 🥀

ভাইয়া আমি সকল বিষয় সাজিয়ে গুছিয়ে উপস্থিত করার চেষ্টা করেছি আপনি আর একবার কন্টেন্টটি পরে দেখতে পারেন।

ভাই বিষয়টা গুছিয়ে লেখার চেষ্টা করুন।এমন ভাবে শেয়ার করুন যেনো আপনার পোস্ট দেখে অন্যরা কিছুটা উপক্রিত হতে পারে।ধন্যবাদ। পোস্টা আরেকটু ক্লিয়ার করে করলে ভালো হতো

ভাইয়া সকল বিষয় গুছিয়ে উপস্থাপন করলাম আশা করি কন্টেন্টটি পরে উপকৃত হবেন