DIY-কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি||

in hive-129948 •  last month 

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আজকে আমি চমৎকার একটি ওয়ালমেট তৈরির পদ্ধতি শেয়ার করতে আপনাদের মাঝে চলে এসেছি। ওয়ালমেট তৈরি করতে খুবই ভালো লাগে। ছোট ছোট ওয়ালমেট গুলো তৈরি করার পর ঘরে সাজিয়ে রাখতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা এবার চলুন দেখে নেয়া যাক আমার তৈরি করা কাগজের ওয়ালমেট।

কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি:

IMG_20241112_080917.jpgCemera: Oppo-A12.


কাগজের ওয়ালমেট খুব সহজ পদ্ধতিতে তৈরি করা যায়। আমি কাগজ কেটে ফুলের নকশা করেছি আর পাতা করে সুন্দর করে একটি ওয়ালমেটের সৌন্দর্য ফুটিয়ে তুলেছি। কাগজের নকশাগুলো দেখতে যেমন ভালো লাগে তেমনি ওয়ালমেটের মাধ্যমে ফুটিয়ে তুলতে বেশি ভালো লাগে। ফুলের সমন্বয়ে এবং পাতার সমন্বয়ে একটি গাছের চিত্র চমৎকারভাবে উপস্থাপন করেছি। আর সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছি। এই কাগজের ওয়ালমেট তৈরি করতে খুবই ভালো লেগেছে। এই ধরনের কাজগুলো করতে আমার অনেক ভালো লাগে। তাই যখন সুযোগ পাই তখন কাগজ নিয়ে বসি ওয়ালমেট তৈরি করার জন্য। এবারের ওয়ালমেট তৈরি করতেও আমার অনেক ভালো লেগেছে। আর চমৎকারভাবে ওয়ালমেট তৈরি করার চেষ্টা করেছি।

প্রয়োজনীয় উপকরণসমূহ:

• রঙিন কাগজ।
• সাদা কাগজ।
• আঠা।
• কেচি।

IMG20241111114426.jpgCemera: Oppo-A12.


ধাপসমূহ:

ধাপ-১:

IMG20241111114451.jpgCemera: Oppo-A12.
IMG20241111114843.jpgCemera: Oppo-A12.


কাগজের ওয়ালমেট তৈরির জন্য প্রথমে কাগজ চারকোনা করে কেটেছি। এরপর ভাঁজ করেছি।

ধাপ-২:

IMG20241111114902.jpgCemera: Oppo-A12.
IMG20241111114921.jpgCemera: Oppo-A12.


দ্বিতীয় ধাপে কাগজ আবারও ভাঁজ করেছি। এরপর কাগজের উপরে ফুলের পাপড়ি আর্ট করেছি।

ধাপ-৩:

IMG20241111114944.jpgCemera: Oppo-A12.
IMG20241111115032.jpgCemera: Oppo-A12.


তৃতীয় ধাপে আমি ফুলের পাপড়ি গুলো কেটে সুন্দর করে ডিজাইন করে নিয়েছি।

ধাপ-৪:

IMG20241111115322.jpgCemera: Oppo-A12.
IMG20241111120645.jpgCemera: Oppo-A12.


এবার ধীরে ধীরে ফুলের পাপড়িগুলো আরো সুন্দর করেছি এবং অনেকগুলো ফুল তৈরি করেছি। ছোট বড় বিভিন্ন সাইজের ফুল তৈরি করেছি।

ধাপ-৫:

IMG20241111121137.jpgCemera: Oppo-A12.
IMG20241111121626.jpgCemera: Oppo-A12.


এবার সবুজ কাগজ নিয়েছি আর সবুজ কাগজ দিয়ে পাতা তৈরি করেছি।

ধাপ-৬:

IMG20241111121640.jpgCemera: Oppo-A12.
IMG20241111121913.jpgCemera: Oppo-A12.


ফুল, পাতা এবং কাগজ সবকিছু প্রস্তুত করেছি।

ধাপ-৭:

IMG20241111122035.jpgCemera: Oppo-A12.
IMG20241111122437.jpgCemera: Oppo-A12.


এবার ওয়ালমেট তৈরি করার জন্য একটি গাছ আর্ট করেছি। এরপর গাছের ডালের বিভিন্ন অংশে পাতা আঠা দিয়ে লাগিয়েছি।

ধাপ-৮:

IMG20241111122711.jpgCemera: Oppo-A12.
IMG20241111122844.jpgCemera: Oppo-A12.


এবার পাতার ফাঁকে ফাঁকে ফুলগুলো সুন্দরভাবে সেটিং করেছি আর আকর্ষণীয় করেছি।

উপস্থাপন:

IMG_20241112_081021.jpgCemera: Oppo-A12.


ওয়ালমেটের সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য চমৎকারভাবে এই কাগজের ওয়ালমেট উপস্থাপনের জন্য প্রস্তুত করেছি। বিভিন্ন অংশের কাজগুলো করে ওয়ালমেটের সৌন্দর্য আরো বেশি বাড়িয়ে তুলেছি। কাগজের ওয়ালমেট তৈরি করতে আমার ভীষণ ভালো লেগেছে। এই কাজটি করতে কিছুটা সময় লেগেছে। তবে কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করার পর দেখতে ভালো লাগছিল। তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। তো বন্ধুরা আমার তৈরি করা ওয়ালমেট আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না।

🥀ধন্যবাদ সকলকে।🌷


আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মো: স্বপন। আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

রঙিন কাগজ দিয়ে আপনি চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন। কালো রঙের ডালপালাগুলো অনেকেই কাগজের স্ট্র বানিয়ে তৈরি করে। কিন্তু সেই জায়গায় আপনি কালো রং ব্যবহার করেছেন ফলে অনেকটাই সময় বেঁচে গেছে এবং সহজে হয়ে গেছে। জিনিসটা অন্যরকম লাগছে দেখতে।

সময় বাঁচাতে কালো রঙের ডালপালাগুলো দিয়েছি আপু। যাতে করে খুব দ্রুতই তৈরি করা যায়।

Upvoted! Thank you for supporting witness @jswit.

রঙিন কাগজ দিয়ে আপনি দারুন একটি ওয়ালমেট তৈরি করেছেন। আমার কাছে আপনার আজকের ওয়ালমেটটি দারুন লেগেছে। আপনি বেশ সুন্দর করে ওয়ালমেটটি আমাদের মাঝে ধাপে ধাপে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনার এমন দারুন একটি পোস্টের জন্য।

কাগজের ওয়ালমেট আপনার কাছে দারুন লেগেছে জেনে ভালো লেগেছে আমার। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

আপনি কিন্তু যথেষ্ট সঠিক বলেছেন ভাই এই কাজগুলো করতে আসলেই ভালো লাগে। মূলত যে কোন কাজ মন থেকে উদ্ভূত হলে সে কাজটার প্রতি আকর্ষণ বেড়ে যায়। যাই হোক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন কিন্তু। তৈরি করার প্রসেস এবং বর্ণনাগুলো খুবই সহজ ভাষায় দিয়েছেন এই বিষয়টি খুবই ভালো লেগেছে আমার। যাইহোক ভাই দুর্দান্ত একটি ওয়ালমেট তৈরি করা আমাদের শিখায় দেওয়ার জন্য ধন্যবাদ।

এই কাজগুলো করতে আমার খুবই ভালো লাগে। কিন্তু সময়ের অভাবে করা হয় না। ওয়ালমেট তৈরির পদ্ধতি তুলে ধরেছি ভাই।

কাগজের তৈরি ওয়ালমেট টি চমৎকার হয়েছে। কাগজের কেটে কেটে দক্ষতার সাথে ওয়ালমেট টি বানিয়েছেন এবং বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর ওয়ালমেট বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

কাগজ কেটে ওয়ালমেট তৈরি করতে ভালো লাগে। তাই ওয়ালমেট তৈরি করার পদ্ধতি আপনাদের মাঝে শেয়ার করেছি আপু।

কাগজ দিয়ে তৈরি করা ওয়ালমেট খুবই সুন্দর হয়েছে। এই ধরনের ওয়ালমেট গুলো দেখতে অনেক ভালো লাগে। বিশেষ করে ফুলগুলো দেখতে বেশি সুন্দর হয়েছে। দারুন একটি পোস্ট শেয়ার করেছেন দেখে ভালো লাগলো।

এই ধরনের ওয়ালমেট গুলো দেখতে আপনার কাছে ভালো লাগে জেনে খুবই ভালো লাগলো। মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার আজকের শেয়ার করা ওয়ালমেট দেখে খুবই ভালো লাগলো। আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ভাবে তৈরি করতে পেরেছেন ওয়ালমেট। বিশেষ করে কালার গুলো আমার খুবই পছন্দ হয়েছে।

ওয়ালমেটের কালার কম্বিনেশন আপনার পছন্দ হয়েছে আর সুন্দর মন্তব্য করেছেন এজন্য ধন্যবাদ আপনাকে।

রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর ওয়ালমেট তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। এ ধরনের জিনিস তৈরি করতে আমারও অনেক ভালো লাগে কিন্তু সময়ের অভাবে করতে পারে না। এগুলো তৈরি করে ঘরে সাজিয়ে রাখলে দেখতে খুবই সুন্দর লাগে।

রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছি ভাই। আর ঘর সাজাতে খুবই ভালো লেগেছে আমার। অনেক ধন্যবাদ আপনাকে।

ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দরভাবে রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করে শেয়ার করেছেন। আসলে যেকোনো ধরনের ওয়ালমেট তৈরি করে যদি ঘরে দেওয়ালে টাঙিয়ে রাখা যায় দেখতে বেশ ভালো লাগে। এত সুন্দর ভাবে কাজগুলো সম্পন্ন করে আমাদের মাঝে ওয়ালমেট তৈরি করে দেখানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

রঙিন কাগজের ওয়ালমেট তৈরি করে ঘরে সাজিয়ে রাখলে দেখতে খুবই ভালো লাগে ভাই। তাই মাঝে মাঝে চেষ্টা করি।

আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর একটি কাগজের ওয়ালমেট তৈরি করে দেখিয়েছেন। আপনার চমৎকার এই কাগজের ওয়ালমেট তৈরি করতে দেখে খুবই ভালো লেগেছে আমার। অনেক সুন্দর হয়েছে আপনার ওয়ালমেট তৈরি করা। এত সুন্দর ওয়ালমেট তৈরি করে দেখানোর জন্য ধন্যবাদ।

কাগজের তৈরি ওয়ালমেট আপনার কাছে চমৎকার লেগে গেছে জেনে খুবই ভালো লাগলো। উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ভাই।

সাদা কাগজ এবং রঙিন কাগজের সংমিশ্রণে আপনি দারুন একটি ওয়ালমেট বানিয়েছেন। দেখে খুবই ভালো লাগলো অনেক সুন্দর ভাবে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন । ধন্যবাদ আপনাকে।

কাগজের মিশ্রণে সুন্দর করে ওয়ালমেট তৈরি করেছি। বিভিন্ন রঙের কাগজ ব্যবহার করেছি যাতে করে দেখতে আকর্ষণীয় লাগে।

রঙিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া। এরকম ওয়ালমেট গুলো ঘরে টানিয়ে রাখলে দেখতে খুবই সুন্দর লাগে। নিখুঁত হাতে এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

কাগজ ব্যবহার করে ওয়ালমেট তৈরি করেছি আর ঘরে সাজিয়ে রেখেছি ভাই। দেখতে খুবই সুন্দর লাগছিল।

কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হলাম।এই রঙিন কাগজের ওয়ালমেট গুলো তৈরি করতে আমারও ভালো লাগে। শেয়ার করার জন্য ধন্যবাদ

রঙিন কাগজের ওয়ালমেট দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে ভালো লাগলো। আর উৎসাহ পেলাম নতুন কিছু করার।

কাগজ দিয়ে অনেক সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন দেখতে দারুণ লাগছে ভাইয়া বিশেষ করে ফুলগুলো যেন সৌন্দর্য টা বৃদ্ধি করেছে। আপনার কাজের দক্ষতা তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।

কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করতে খুবই ভালো লেগেছে। ফুলগুলো দিয়ে সুন্দর করে সৌন্দর্য বৃদ্ধি করেছি।

কাগজ দিয়ে কিছু বানালে দেখতে বেশ ভালো লাগে। আজকে আপনি দেখতেছি রঙিন কাগজ এবং সাদা কাগজ দিয়ে চমৎকার ওয়ালমেট বানিয়েছেন। তবে কাগজ দিয়ে কিছু বানাতে আমার কাছেও ভালো লাগে। ধৈর্য ধরে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। ভাই ধন্যবাদ আপনাকে।

কাগজ দিয়ে কোন কিছু বানালে দেখতে অনেক ভালো লাগে। তাই মাঝে মাঝে কাগজ দিয়ে কোন কিছু বানানোর চেষ্টা করি আপু।

কিছু কিছু ওয়ালমেট আছে বারবার দেখতে মন চায়। আজকে আপনি সেরকম একটি ওয়ালমেট তৈরি করেছেন। কাগজ দিয়ে কি চমৎকার পাতা বানিয়েছেন দেখে বেশ ভালো লাগলো। তবে এই ওয়ালমেট যদি ঘরের মধ্যে সাজিয়ে রাখেন দেখতে বেশ ভালই লাগবে। চমৎকার একটি ওয়ালমেট বানিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

কিছু কিছু ওয়ালমেট তৈরি করতে ভালো লাগে ভাই। তাই মাঝে মাঝে আমি তৈরি করি। অনেক ধন্যবাদ আপনাকে।

কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করে দেখতে যেমন ভালো লাগে আবার এগুলো তৈরি করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। কারণ ছোট ছোট ফুলগুলো অনেক কাটতে হয় এবং সেগুলো জোড়া লাগাতে হয়। যাই হোক আপনার আজকের ওয়ালমেটটি খুব সুন্দর হয়েছে। বিশেষ করে গাছের গোড়া এঁকে নেওয়ার কারণে আরো বেশি ভালো লেগেছে আমার কাছে।

রঙিন কাগজের ওয়ালমেট তৈরি করতে সময় লাগে এটা ঠিক বলেছেন আপু। সময় নিয়ে কাজগুলো করতে হয়।

আসলেই আপনার বুদ্ধির প্রশংসা করতে হয় ভাইয়া। রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক সুন্দর ভাবে ওয়ালমেট তৈরি করেছেন। সেটি দেখতে অসাধারণ লাগছে ।সুন্দর ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

নতুন আইডিয়া কাজে লাগিয়ে নতুন কিছু করার চেষ্টা করেছি আপু। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করতে আমারও খুব ভালো লাগে। আপনি দারুণভাবে ওয়ালমেটটি তৈরি করেছেন ভাই। বিশেষ করে ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। বেশ ভালো লাগলো ওয়ালমেটটি দেখে। যাইহোক এতো চমৎকার একটি ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।