জেনারেল রাইটিং-$Puss কয়েন নিয়ে আমার অনুভূতি||

in hive-129948 •  4 months ago 

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আজ আমি $Puss কয়েন নিয়ে আমার অনুভূতি আপনাদের সবার মাঝে উপস্থাপন করবো। তো বন্ধুরা চলুন আমার এই পোস্ট পড়ে নেয়া যাক।

$Puss কয়েন নিয়ে আমার অনুভূতি:

PUSS_VILLA-1.png


$Puss কয়েন খুবই সফল একটি মিমি কয়েন। দেখতে দেখতে $Puss কয়েনের বয়স একমাস পূর্ণ হয়ে গেল। এই এক মাসের ব্যবধানে অনেক পরিবর্তন এসেছে। শুরু থেকে দেখে আসছি সেই পরিবর্তন। দিন যত যাচ্ছে $Puss কয়েন আরো বেশি সফল হচ্ছে। আর সফলতার পথে এগিয়ে যাচ্ছে। $Puss কয়েনের এই সফলতা সত্যিই অনেক আনন্দের। এই আনন্দের অনুভূতি বলে বোঝানোর মত নয়। $Puss হলো আমার বাংলা ব্লগ কমিউনিটির সকলের ভালোবাসার একটি কয়েন। সময়ের ব্যবধানে এই কয়েনের সফলতার কথা চারপাশে ছড়িয়ে পড়েছে।

কিভাবে যে এক মাস কেটে গেল বুঝতেই পারলাম না। মনে হচ্ছে এই তো সেদিন প্রথমবার অ্যানাউন্সমেন্টে আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রথম মিমি কয়েনের কথা জানতে পেরেছিলাম। সময়টা খুবই দ্রুত চলে গেল। সময়ের সাথে সাথে $Puss কয়েন আরো অনেক বেশি সফল হয়েছে। হয়তো আমাদের প্রত্যাশার চেয়েও অনেক বেশি সফল হয়েছে। আমরা আমাদের কমিউনিটির এই মিমি কয়েন কে সবাই অনেক ভালোবাসি।

আমরা সব সময় সফলতাকে ভালোবাসি। কিন্তু সফলতার পেছনে যেই মানুষটি থাকে সেই মানুষের সম্পর্কে জানতে পারি না। তবে এই $Puss কয়েনের পেছনে যেই মানুষটি আছে তার সম্পর্কে আমরা সবাই জানি। দাদা আছেন বলেই সবকিছু সফলভাবে এগিয়ে যাচ্ছে। দাদা আছেন বলেই আমরা স্বপ্ন দেখতে শুরু করেছি। দাদা যদি এই প্রজেক্ট হাতে না নিতেন তাহলে হয়তো এতটা সফল হতো না। দাদা আড়াল থেকে কাজ করে যাচ্ছেন আর আমরা স্বপ্ন পূরণের আশা নিয়ে এগিয়ে যাচ্ছি।

$Puss কয়েন আমাদের মনে নতুন স্বপ্ন জাগিয়েছে। আশা করছি সেই স্বপ্ন পূর্ণ হবে। আমরা সবাই নিজেদের ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টায় $Puss ক্রয় করেছি। হয়তো সেটা পরিমাণে খুবই অল্প। তবে $Puss কয়েন যদি সফল হয় তাহলে খুবই ভালো লাগবে। $Puss কয়েন আমাদের ভালোবাসার একটি কয়েন। আর সেই ভালোবাসার কয়েনটি যদি সফলতা অর্জন করে তাহলে আনন্দটা আরো বেশি হবে। তাই আমি অনেক আশাবাদী। আশা করছি ভবিষ্যতে আরো ভালো কোন পরিকল্পনা রয়েছে এবং ভালো কিছুই দেখতে পাবো আমরা। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক। $Puss কয়েন নিয়ে আমি আমার নিজের অনুভূতির কথা আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা করছি সবার ভালো লেগেছে।

🥀ধন্যবাদ সকলকে।🌹


আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সবার প্রিয় কয়েনকে ঘিরে আজ অনেক অনুভূতি অনেক আশা-আকাঙ্ক্ষা। ঠিক তেমনি আজকে আপনি আপনার অনুভূতি প্রকাশ করেছেন এই পোষ্টের মধ্য দিয়ে। আপনার অনুভূতি পড়ে বেশ ভালো লাগলো। আমার কিন্তু এখনো ইচ্ছে রয়েছে আরো বেশি কয়েন কিনব। জানিনা কিনতে পারবো কবে কতটুকু তবে আশা কিন্তু ছাড়ি নাই। আর আপনাদের মত এমন সুন্দর সুন্দর উৎসাহ মুলক পোস্ট পেলে আমার আরো ভালো লাগে প্রিয় করেন হোল্ড করার জন্য।

আমি আমার নিজের অনুভূতি তুলে ধরেছি আপু।আর সবাইকে উৎসাহ দেওয়ার চেষ্টা করেছি।

$puss কয়েন নিয়ে চমৎকার কিছু অনুভূতি আজ শেয়ার করেছেন ভাইয়া।আপনার অনুভূতি গুলো পড়ে ভালো লাগলো। $puss কয়েন নিয়ে আমাদের স্বপ্ন একদিন পূরণ হবে।আমরা আশাবাদী আর বিশ্বাস ও করি এই কয়েন একদিন বহুদূর এগিয়ে যাবে।

$Puss কয়েন নিয়ে আমাদের হৃদয়ে প্রতি মুহূর্তে স্বপ্নের হাতছানি দিয়ে যাচ্ছে। $Puss কয়েন নিয়ে আমাদের আবেগ অনুভূতির কোন শেষ নেই। $Puss কয়েন নিয়ে আপনার অনুভূতি জানতে পেরে খুব ভালো লাগলো ‌ । $puss কয়েন নিয়ে আমাদের স্বপ্ন এক দিন পূরণ হবে। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য ভাই ।

পুষ কয়েন নিয়ে খুবই সুন্দর একটি অনুভূতি শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছে থেকে এরকম অসাধারণ একটি অনুভূতি পড়ে খুবই ভালো লাগছে৷ আসলে এই পুষ দেখলে যেরকম আমাদের ভালো লাগে তেমনি এর অনুভূতি এবং বিভিন্ন ধরনের পোস্টগুলো পড়তেও খুবই ভালো লাগে৷ ধন্যবাদ এই সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷