গন্ধরাজ চিকেন দেখেই তো খেতে ইচ্ছে করছে আপু। আলু ছাড়া চিকেন খেতে একদম ভালো লাগে না। অসাধারণ একটি রেসিপি তৈরির পদ্ধতি ধাপে ধাপে উপস্থাপন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
RE: খুব সহজে বানিয়ে নিলাম গন্ধরাজ চিকেন৷ বাঙালির রান্না সে কি আলু ছাড়া সম্ভব?
You are viewing a single comment's thread from:
খুব সহজে বানিয়ে নিলাম গন্ধরাজ চিকেন৷ বাঙালির রান্না সে কি আলু ছাড়া সম্ভব?
আমারও ঝোলের আলুটা বেশ লাগে। আর ভাতের থেকেও বেশি ওই আলু ঝোল দিয়ে পরের দিন মুড়ি খেতে বেশি ভালো লাগে৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit