সত্যের আড়ালে আমি একা

in hive-129948 •  2 years ago  (edited)

chains-g8968f85ad_1920.jpg

লিংক

আমার বাংলা ব্লগের সবাই কেমন আছেন ? আশাকরি সকলেই ভালো আছেন ঈশ্বরের কৃপায়। আজকে আবারো কবিতা নিয়ে হাজির হলাম। মূলত আমি আর পেরে উঠছি না সব কিছু গুছিয়ে । কবিতা লিখলাম তাই ঝটপট মনে যা আসলো। আগের মতন কন্টিনিউ পোষ্ট করার ইচ্ছা সব সময় আছে কিন্তু পারছি না। কথা গুলো মন থেকে বলছি । চাটুকারিতায় আমার ভীষন এলার্জি । মিথ্যে বলাটাও একধরনের পাপ বোধ জন্ম নেয় আমার মনে।আমি সত্যি বলি দেখে অনেকেই সেটাকে চাপাবাঁজি ভেবে আমার সাথে চাপাবাঁজি করে যায় অনায়াসে। আমি বুঝি কিন্তু বুঝতে দেই না।ওদের না বোঝানোই ভাল কারন কুয়োর ব্যঙ কখনও সমুদ্রের গভীরতা বোঝে না। যাই হোক ইদানিং আমার খুবি টাকার লোভে পেয়েছে। কেন জানি না জীবন জীবিকা সব কিছুই পাল্টে দিয়ে যাচ্ছে আমার মন কে। কিন্তু কখনও টাকার পিছনে ছুটিনি সত্যি । কিন্তু এখন মনে হয় টাকার খুবি প্রয়োজন।অর্থের মাঝে অর্থের অভাব আমাকে পাল্টে দিচ্ছে বার বার।

চোরাবালির মাঝে আটকে আছে আমার মন
শেকড়ের খোজে বাচার চেষ্টায় আছি প্রতিক্ষন

চারিদিকে চাটুকারিতার বেড়াজাল ঘিরে আছে
এড়িয়ে যাবার চেষ্টা কিন্তু ভয় হয় ব্যর্থ হই পাছে

একই শব্দের মাঝে কবিতা যখন গিয়েছে হারিয়ে
কবিতা লেখা দিয়েছি ছেড়ে দিয়েছি দু হাত বাড়িয়ে

কবিতার লাইন এলোমেলো হলেও শব্দে পরিপূর্ন
ভেঙ্গে দিয়ে এই কারাগার করে দেবো চূর্ণ বিচূর্ণ

নিয়মের আড়ালে নিয়ম ভাঙ্গার নেশায় যারা মত্ত
তোমাকে আমাকে ছুড়ে ফেলে দেবে যদি বলে দেই সত্য

কথার পৃষ্টে কথা বলে আসল কথাই দিয়েছে ঢাকি
মনের কথা মনেই থেকে গেল ওরা দিয়ে গেল ফাঁকি

তেলবাজির বিরুদ্ধে রুখে দাড়ানোর তেলবাজির মেলায়
আমিও মাঝে মাঝে রং মেখে সং সাজি রং এই খেলায়

একই শব্দের মাঝে কবিতা ও মূনুষ্যত্ব গিয়েছে যখন হারিয়ে
স্বজনহারা স্বজনপ্রীতিই মাথাচারা দিয়ে উঠেছে তখন দাড়িয়ে

ছলে বলে কথার কৌশলে লোক ঠকানোর চলছে সুক্ষ পায়তারা
বুঝবে যেদিন পরবে মনে আমায় সেদিন ভাঙ্গবো এই হাতকড়া

আমি নির্ভীক ভয়হীন মিথ্যার সাথে কখনও করিনি সন্ধি
মিথ্যার কাটা জালে থাকবো না আর বেশী দিন আমি বন্দি

2.2.png

আমার বাংলা ব্লগের সকলে ভাল থাকবেন এই কামনায় এখানেই শেষ করছি ধন্যবাদ।

2.2.png

020.png

4.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার কবিতা পড়ে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে কবিতার ছন্দময় বিষয়টি যেটা খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। সত্যিই অনেক ভাল শব্দ চয়ন প্রতিটি কথাই অনেক কিছু প্রকাশ করে।