Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সকল শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি এই দিনে। সত‍্যি এই দিনটি আমাদের কাছে একটি গৌরবময় দিন।

সুন্দর মন্তব্য । খুবি ভাল লাগলো। ধন্যবাদ।

ছোট ছোট শিশু কিশোরাও থেমে ছিল না আজকে । তারাও শহীদদের স্মরণে তৈরী করেছে শহীদ মিনার ।

যখন ছোট ছিলাম আমরাও বাড়ির সামনে এই রকম ভাবে শহীদ মিনার বানাইতাম। তার পর সবাই মিলে ফুল দিতাম সেখানে। অমর ২১ শে ফেব্রুয়ারি এখনো মনে করি সেভাবেই তবে আগের মতো ভোরে শহীদ মিনারে যাওয়া হয় না। ছোট বেলার সময়গুলো অনেক ভালো ছিলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ অসাধারণ পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovqXYqtnvTwyujR3e6QABJn4NcxC3bdgrwX6NgAN649cHgfxhe5ph4GRfCVnb7WW5KRh8RjMmS8SJiGa3FeiiFtjQ.png

সুন্দর মন্তব্য । খুবি ভাল লাগলো। ধন্যবাদ।

বেশ তথ্যবহুল উপস্থাপনা।এই মহান দিনে ভাষা শহীদের পটভূমি খুব চমৎকারভাবে তুলে ধরেছেন।যদিও আগে থেকেই জানা সব।যাইহোক পোস্ট এর শুরুটা কিন্তু দুর্দান্ত ছিলো।

সুন্দর মন্তব্য । খুবি ভাল লাগলো। ধন্যবাদ।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের শ্রদ্ধার সাথে স্মরন করি।আপনাকে ধন্যবাদ ভাইয়া মাতৃভাষা দিবসের পটভূমি তুলে ধরার জন্য।সর্বশেষ একটাই কথা এই বাংলাকে ভালোবাসি বাংলা ভাষাকে ভালোবাসি।

সুন্দর মন্তব্য । খুবি ভাল লাগলো। ধন্যবাদ।

ভাই ভাষা দিবসের আজকের এই দিনে শহীদ হয়েছেন যাঁরা তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা থাকবে আজীবন। আপনি যেই গানের লাইনগুলো দিয়ে পোস্টটি শুরু করেছেন সেই গানটি শুনে কেন জানি না মনটা এলোমেলো হয়ে যায় এবং অন্যরকম এক প্রশান্তি কাজ করে। আর যে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন সেগুলো দেখে সেই ছোটবেলার কথা মনে পড়ে যায় যখন ভোরবেলা ঘুম থেকে উঠে খালি পায়ে ফুল দিয়ে দৌড়ে যেতাম সেই শহীদ মিনারে ফুল দিতে। সত্যি স্মৃতিগুলো মন ভুলার মত না।

সুন্দর মন্তব্য । খুবি ভাল লাগলো। ধন্যবাদ।

ভাষা শহীদদের স্মরণে আজকের এই দিনে আমাদের তাদের প্রতি শ্রদ্ধা এবং ভালবাসার সাথে স্মরণ করা উচিত। আজকের দিনে আপনার পোষ্ট থেকে অনেক কিছু জানতে পারলাম। আর শুরুতে যে গানের লাইনগুলো লিখেছে সেগুলো পড়ে অনেক ভালো লাগলো। এই গানটি আমার কাছে ভীষণ ভালো লাগে। আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

সুন্দর মন্তব্য । খুবি ভাল লাগলো। ধন্যবাদ।