Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এককথায় চমৎকার। আসলে প্রতিভা কখনো চাপা থাকেনা। এমনিতেই আপনি ভালো গান করেন তার সঙ্গে আবার গিটারের সুর যোগ করেছেন। সব মিলিয়ে দারুন একটি গান। শুভকামনা রইল আপনার জন্য।

একেবারে রিষ্টিম দারুন ব্যপার তো। ছাই চাপা আগুন জ্বলে উঠলো হা হা। আপনাকেও ধন্যবাদ।

গানটি আমার খুবই পছন্দের। বলতে গেলে অবসরে বৃষ্টি হলে গানটি সোনা হয়। আপনার কন্ঠে অনেক সুন্দর মানিয়েছে গানটি। আপনার জন্য শুভকামনা রইল।

যাক ভাল লাগলো জেনে আপনি অবসরে গান শুনেন ।ধন্যবাদ।ভাল থাকবেন ভাই আমার।

বর্ষার আপনার অনুভূতির সেরাটুকু আমাদের মাঝে উপস্থাপন করেছেন, সত্যিই অসাধারণ ছিল আপনার গানটি। তবে গিটারের তার ছিড়ে যাওয়া এবং কি নষ্ট হয়ে যাওয়া গিটার ঠিক করে আমাদের মাঝে এত সুন্দর একটি গান উপহার দেওয়ার জন্য আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম।

ভাঙ্গা তরী ছেরা পাল বইবে আর কতকাল । হা হা।

গিটারের সুরের সাথে আপনার কন্ঠে গাওয়া গানটি খুবই সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দরভাবে গান টি আপনার কন্ঠে পরিবেশনা করেছেন। আপনার কন্ঠে গাওয়া আরও গানের অপেক্ষায় থাকবো। শুভকামনা রইল।

তাই বুঝি । চেষ্টা করেছি ভাই। আগামীতেও চেষ্টা করবো। ভাল থাকবেন।