শখের ফটোগ্রাফি পর্ব-6 || || 10% Beneficiaries @shy-fox

in hive-129948 •  3 years ago 

হ্যালো, মুসলিম ভাইদের আসসালামুয়ালাইকুম হিন্দু ভাই বন্ধুদের নমস্কার। বন্ধুরা কেমন আছো সবাই, আশা করি ভালো আছো সবাই৷ আজকে আপনাদের মাঝে আমার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি শেয়ার করবো আশা করি সবার ভালো লাগবে, তাইলে চলুন শুরু করা যাক আমার কিছু রেনডম ছবি।

ছবি নং : 1

IMG_20210304_082225.jpg

এই ছবিতে অনেক গুলা নারকেল গাছ দেখতে পারছেন। ছবিটি সেন্ট মার্টিন দ্বীপ থেকে তোলা। সেন্টমার্টিন এর আগের নাম ছিল নারকেল জিঞ্জিরা। সেন্ট মার্টিন দ্বীপে প্রচুর পরিমাণে নারকেল গাছ রয়েছে, কিন্তু সেখানে ডাবের দাম বেসি হাহাহাহাহা।

📷 ইমেজইনফো
ক্যামেরাRealme
ফটোগ্রাফার@shuvo2030
লোকেশনSt.Martin ,Coxsbazar

ছবি নং : 2

IMG_20210927_173759.jpg

এইছবিতে দেখতে পাচ্ছেন একটি ছেলে অনেক রকমের বেলুন নিয়ে যাচ্ছে, সে এই গুলা বিক্রি করে সংসার চালায়, আমি কথা বললাম দিন শেষ এ ২০০-৩০০ টাকা লাভ হয়। সে অনেক খুশি, কারণ সে সৎ পথে রোজগার করে।

📷 ইমেজইনফো
ক্যামেরাOne Plus
ফটোগ্রাফার@shuvo2030
লোকেশনNarail

ছবি নং : 3

IMG20210919133912.jpg
এই ছবিতে দেখা যাচ্ছে একটি ভাংগা প্রাইভেট কার পড়ে রয়েছে, ছবিটি নড়াইল সদর হাসপাতাল থেকে তোলা, অনেক দিন ধরে রয়েছে জং ধরে আছে। সরকারী জিনিস তো কেউ কেয়ার করেই না।

📷 ইমেজইনফো
ক্যামেরাRealme
ফটোগ্রাফার@shuvo2030
লোকেশনNarail

ছবি নং : 4

IMG_20210928_172940.jpg
এই ছবিতে দেখা যাচ্ছে দুইটি রেন্ট্রি গাছ, অসম্ভব সুন্দর লাগছে ছবিটি। পাশাপাশি দুইটি রেন্ট্রি গাছ রয়েছে, এই গাছ গুলি অনেক বড় হয়, এইগাছ আমাদের ছায়া দেয়, এই কাঠ দিয়ে আমরা খাট, সোফা,ওয়ারড্রব বানায়।

📷 ইমেজইনফো
ক্যামেরাOne Plus
ফটোগ্রাফার@shuvo2030
লোকেশনNarail

ছবি নং : 5

IMG_20210928_173428.jpg
এই ছবিতে দেখা যাচ্ছে একটি কৃত্তিম সিংহ, কেউ সত্যি ভাববেন না 😀😀
সিংহ মামা আমার দিকে তাকিয়ে আছে। ছবিটি নড়াইল হাটবাড়িয়া ইকো পার্ক থেকে তোলা

📷 ইমেজইনফো
ক্যামেরাOne Plus
ফটোগ্রাফার@shuvo2030
লোকেশনNarail

ছবি নং : 6

IMG_20210928_173408.jpg
সেই কৃত্তিম সিংহ মামা, খুবই সুন্দর লাগছে দেখতে একেবারে অবিকল সিংহ এর মতো দেখা যাচ্ছে। বোঝার উপাই নেই যে এটি কৃত্তিম সিংহ।

📷 ইমেজইনফো
ক্যামেরাOne Plus
ফটোগ্রাফার@shuvo2030
লোকেশনNarail

ছবি নং : 7

IMG_20210928_120658.jpg

ছবি নং : 8

IMG_20210928_120653.jpg

এইছবিতে দেখা যাচ্ছে দুইটি তালিম ফল, এটি খেতে অনেক মিস্টি হয়। ডালিম ফলের অনেক উপকারিতা আছে। কবিরাজী মতে ডালিম ফল হচ্ছে শ্রেষ্ঠতম হিতকর ফল। ডালিম ফলের অনেক উপকারিতা রয়েছে। ডালিম ফল খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে, শরীরে রক্ত বৃদ্ধি পায়। ডালিম গাছের শিকড় খেলে পেটের ক্রিমি মারা যায়। ডালিমের অনেক উপকার দিক রয়েছে বলে শেষ করা যাবে না।

📷 ইমেজইনফো
ক্যামেরাOne Plus
ফটোগ্রাফার@shuvo2030
লোকেশনNarail

এইতো এই ছিলো আমার রেনডম ফটোগ্রাফি, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন।

আমার পরিচয়

_MG_1547.JPG

আমার নাম শফিকুল ইসলাম শুভ। আমি বাংলাদেশ থেকে বলছি৷ আমি অনার্স ৪র্থ বর্ষ পড়াশুনা করি। আমার বাসা নড়াইল জেলায়।ইনশা আল্লাহ''আমার বাংলা ব্লগ ""এ আরো ভালো কিছু করার চেষ্টা করবো ,ভিন্ন কিছু করার প্রচেষ্টায় আছি, ইউনিক কনটেন্ট নিয়ে কাজ করবো "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে | আপনাদের সাপোর্ট পেলে,বহুদূর যেতে পারবো। আমার জন্য দুয়া করবেন।

অনেক অনেক শুভকামনা ভালোবাসা রইলো। ❤️❤️❤️

ইতি

শফিকুল ইসলাম শুভ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ওয়াও ভাইয়া, আপনার ফটোগ্রাফি গুলো সত্যিই অসাধারণ সুন্দর হয়েছে। ভাইয়া, আপনার প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ ছিল তবে আপনার সবগুলো ফটোগ্রাফি থেকে আমার প্রথম ফটোগ্রাফি টা খুবই ভালো লেগেছে।সেন্ট মার্টিন দ্বীপে অনেকগুলো নারিকেল গাছের ফটোগ্রাফি টা। চারিপাশে নারিকেল গাছ খোলা আকাশ টা দেখতে অনেক সুন্দর লাগছে।
ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন।

আপনাকেও ধন্যবাদ রিতা আপু💓💓💓💓

অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছেন। নিজের ছবিটি আরে সুন্দর ।

আপনাকেও ধন্যবাদ 💓💓

আপনার সবগুলি ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে, কিন্তু চার নাম্বার ফটোগ্রাফি টা অসাধারন, আমার অনেক ভালো লেগেছে, ধন্যবাদ আপনাকে।

অনেক অনেক ধন্যবাদ তানজিরা আপু।💓💓

সেন্টমার্টিন দ্বীপের নারিকেল গাছের ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে।তবে নারিকেল জিঞ্জিরা বাদেও সেন্ট সেন্টমার্টিন দ্বীপ দারুচিনি দ্বীপ বলা হতো। আপনার পোষ্টের বাকি ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। উপস্থাপনাটা অনেক সুন্দর ছিল।

হুম ভাইয়া দারূচিনি দ্বীপ ও বলা হতো।ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য করার জন্য 💓💓💓

সুন্দর ফটোগ্রাফি করে আরো অনেক সুন্দর উপস্থাপন করেছেন আপনি। আমার কাছে খুবই ভালো লেগেছে নারিকেল গাছের ফটোগুলো এক সাথে অনেক গুলো।

আপনাকেও ধন্যবাদ ভাইয়া💓ভালোবাসা নিবেন ভাইয়া। লাস্টের কমেন্ট এর লেখা সেন্টটেন্স এর মেকিং ঠিক ভাবে হইনি বড় ভাই, ভুল ত্রুটি হবেই এটাই স্বাভাবিক।

জাস্ট অসাধারণ আমি আপনার ফটোগ্রাফি দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম কিভাবে আপনি এত সুন্দর ফটোগ্রাফিক করেন আমার বুঝে আসে না আপনার প্রতিটা ফটো আমার কাছে খুবই ভালো লেগেছে বিশেষ করে এক নম্বর ছবিটা আমার কাছেও অসম্ভব সুন্দর লেগেছে আপনি বরাবরই অনেক সুন্দর সুন্দর ফটো আমাদের মাঝে উপস্থাপন করেন আপনার ফটোগ্রাফি দেখে সত্যিই আমি মুগ্ধ শুভকামনা রইল আপনার জন্য

অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই 💓💓💓

ভাইয়া আপনি যে সুন্দর ফটোগ্রাফি করেন তা আপনার ছবি দেখেই বোঝা যাচ্ছে। আপনার এক নম্বর ছবি টি এককথায় অসাধারণ হয়েছে। নারিকেল গাছ গুলোর ছবি আপনি এতো সুন্দর করে ফুটিয়ে তুলেছেন যা বলে বোঝানো যাবে না। চার নম্বর ছবিটিতে রেইন্ট্রি গাছের ছবি চমৎকার হয়েছে। আপনার প্রতিটি ছবিই অসাধারণ হয়েছে। আলাদা করে বলার কিছু নেই। আপনার পরবর্তী ফটোগ্রাফির অপেক্ষায় রইলাম।

অনেক অনেক ধন্যবাদ আপু ভালোবাসা নিবেন💓💓💓

আপনার তোলা ফটোগ্রাফির মধ্যে আমার কাছে সবচেয়ে সেন্টমার্টিন দ্বীপের নারকেল গাছের দৃশ্য গুলো বেশি ভালো লাগছে। বাকি ছবি গুলো ও সুন্দর লাগছে ভাঙ্গা গাড়ি দৃশ্য, কৃত্রিম সিংহের দৃশ্য, রেন্টি গাছের দারুন দারুন সব দৃশ্য আমাদের মাঝে উপস্থাপন করেছেন।

অনেক ধন্যবাদ আপনাকেও রায়হান ভাই💓💓💓

ওয়াও ভাই অসাধারণ ফটোগ্রাফি করেছেন। প্রতিটা ছবি খুব সুন্দর ভাবে ক্যাপচার করেছেন। বিশেষ করে প্রথম ছবিটা আমার কাছে বেশ ভাল লেগেছে। দেখে তো মনে হচ্ছে আপনি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। শুভকামনা রইল আপনার জন্য।

টুকটাক ফটোগ্রাফি করি ভাইয়া, এটা একটা শখ ছোটবেলা থেকেই।

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য জন্য 💓💓💓

ভালোই তো আপনি বিভিন্ন ধরনের ফটোগ্রাফি শেয়ার করেছেন একেকটা ফটোগ্রাফি একেকরকম ।ভাঙা গাড়িটা দেখে মনে হলো নতুন থাকতে গাড়ির কত দাম আর পুরনো হয়ে গেলে গাড়ির কোন মূল্যই নেই কিভাবে ফেলে রেখেছে। ডালিম ফল গুলো কাঁচা তারপরও ছবিগুলো খুব সুন্দর লাগছে ।গাছের ছবিগুলো খুব সুন্দর হয়েছে মনে হচ্ছে অনেক লম্বা লম্বা গাছ দেখতে ভালো লাগছে ।শুভকামনা রইল আপনার জন্য।

আপনাকেও অনেক ধন্যবাদ আপু৷ 💓💓💓💓