মানুষ হও তোমরা

in hive-129948 •  4 years ago 

গন্তব্যে আমাকে যেতেই হবে,আমাকে কর্ম করতেই হবে,আমাকে মানুষকে সেবা দিতেই হবে এটাই আমার দিন শেষে পেশাদারিত্বের প্রধান কারণ এবং প্রধান উদ্দেশ্য । কারণ আমি একজন ডাক্তার ও ফ্রন্টলাইনার। কিন্তু আমার জন্য কি দিয়েছো তোমরা, কিছু দাওনি! আমার নিজের নিরাপত্তা দাওনি , যাতায়াত ব্যবস্থা ঠিক করনি, কিন্তু আমার কাছ থেকে তোমরা দিন শেষে আশাকরো আমি যেন শতভাগ সেবা দেই । বাহ্ সুন্দর নাহ্। সুন্দর তো ।


গত রাতেও আমার প্রিয় কলিগ তার পুরো পরিবার নিয়ে পজিটিভ হয়েছে । তার কথা আমি না হয় বাদই দিলাম,কিন্তু আমার কথা যদি আমি চিন্তা করি , আমার ঘরে তো গর্ভবতী স্ত্রী, ঘরে আমার আরো অন্যান্য পরিবারের সদস্যরা আছে। কিন্তু আমারতো থেমে থাকলে চলে না , আমাকে তো আপনাদের জন্যই প্রতিনিয়ত ঘরের বাইরে বের হতে হয়, প্রতিনিয়ত আপনাদেরকে সেবা দিতে হয় ।কিন্তু দিন শেষে যখন আমি কিছু চাই, তখন মুখ ফিরে নাও কেন!
তোমাদের নিজস্ব সত্ত্বা ও রূপ যখন আমার চোখের সামনে ভেসে ওঠে। তখন আমি নিজেকে কোনমতে মানসিকভাবে সংযত রেখে, তাও চেষ্টা করি তোমাদেরকে সেবা দেওয়ার জন্য। আমার নিজস্ব পরিধানযোগ্য সেফটি ইকুপমেন্ট থেকে শুরু করে সব কিছুর দাম তোমরা বাড়িয়ে দিয়েছে, আমি তাও নীরবে-নিভৃতে মুখ বুজে সহ্য করেছি ।শুধুমাত্র তোমাদের সেবা দেওয়ার জন্য, আমি কি খুব বেশী কিছু চেয়েছি তোমাদের কাছ থেকে নাকি চেয়েছি শুধু আমার নিজের কর্মস্থলের নিরাপত্তা ও নিজের সেফটির জন্য কিছু ইকুইপমেন্ট আর যেটা দিতেই কিনা তোমার অপারগতা ? যাতায়াত ও আবাসন ব্যবস্থার সুবিধা না হয় বাদই দিলাম।
20210704_094106.jpg

20210704_094159.jpg

20210704_094136.jpg

20210704_094753.jpg

20210704_100145.jpg

20210704_094658.jpg

20210704_094937.jpg
দীর্ঘ ১৫ কিলোমিটার পথ রিকশায় করে পাড়ি দিতে হবে কর্মস্থলে পৌঁছাতে গেলে । ভাড়া কিন্তু আকাশচুম্বি ও তাও যে লকডাউনের ভিতরে যাচ্ছি এটাই বা কম কিসে ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

শেষের ছবিটা এবং কথাগুলো ভালো ছিলো। এতো দীর্ঘ পথ পাড়ি দিয়ে তাও লকডাউনের মাঝে কয়জন নিজের কর্মস্থলে যাওয়ার চেস্টা করে? বাঙালীতো এমনিতেই ফাকিবাজ।

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

আপনাদের মত মানুষের জন্যই এখনো আমাদের এই পৃথিবীটা টিকে আছে। নিজের কথা চিন্তা না করে অপরকে সাহায্য করার জন্যই আপনার এই পদক্ষেপ ও আপনাকে ধন্যবাদ জানাই। কাজের মধ্যে নিজেকে একটু সতর্ক রাখবেন। আপনি চাইলেই কিন্তু ছুটি কাটাতে পারতেন কিন্তু মানুষের কথা চিন্তা করে আপনি সেটি করেননি। আপনাকে স্যালুট জানাচ্ছি, ভাই।

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

এটা খুবই একটি ঝুঁকিপূর্ন কাজ।সাবধানে থাকবেন ভাইয়া।

ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

শুভ ভাই এদেশে আসলে অনেক কিছুই ঠিক ঠাক মতো হয়না, আর হবেও না।
যাক আপনি একজন ডাক্তার সেবা দিচ্ছেন শুনে খুব আনন্দিত হলাম। খুব সাবধানে থাকবেন নিজের নিরাপত্তা নিজেই নিশ্চিত করুন। মনে রাখবেন আপনি সরকারের কাছে কেবল একটি সংখ্যা আর পরিবারের কাছে পুরো পৃথিবী।
ভালো থাকুন সুস্থ থাকুন।💗

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।