অলস বেলায়

in hive-129948 •  16 days ago 

শুক্রবারটা প্রচুর অগোছালো কাটে আমার কাছে, ঘুমটাও ভাঙ্গে অনেকটা দেরিতে। মনে হয় পুরো সপ্তাহের ক্লান্তি যেন এই দিনটাতে এসেই ভর করে, তাই বিছানার সঙ্গে সম্পর্ক হয় গভীর।

কোনরকমে যখন ঘুম-কাতুরে চোখ খুলে যায় তখন আর দিনের আলো থাকে না। শুক্রবার মানেই যেন ঘুমের রাজ্যে হারিয়ে যাওয়ার দিন। আজকেও তার ব্যতিক্রম হয়নি।

অগোছালো দিনে কর্মেও তেমনটা আগ্রহ থাকে না, তাই ফোন গ্যালারি খুলে যেন কিছুটা সাঁড়াশি অভিযান চালালাম। বিগত দিনে যে ছবিগুলো তুলেছিলাম, সেগুলো নিয়েই একটা ফটোগ্রাফি পোস্ট শেয়ার করব। তার জন্যই মূলত এই অভিযান।

ভবঘুরে অভ্যাসটা এখনো পরিবর্তন হয়নি, প্রায়ই মাঝে মাঝে এদিক সেদিক ছুটে বেড়াই। যেহেতু মুঠোফোনটা ভবঘুরে জীবনের সঙ্গী, তাই চলতে ফিরতে চোখে যা আকৃষ্ট করে, তারই প্রতিচ্ছবি যেন মুঠোফোনে থেকে যায় ।

এই ছবিগুলো শেষ কবে তোলা হয়েছিল তা মনে নেই, তবে এতোটুকু ঠাহর করতে পারছি এই শীতের মধ্যেই ছবিগুলো তোলা হয়েছিল কোন না কোন সময়।

যেহেতু বড্ড অলস সময় কাটছে, তাই পুরনো ফটোগ্রাফি গুলো দিয়েই আজকের পোস্ট সাজালাম। আশাকরি ছবিগুলোর মাঝে আমার ভবঘুরে জীবনের প্রতিচ্ছবি দেখতে পারবেন।

20241221_155859-01-01.jpeg

20241221_155851-01.jpeg

20241221_155833-01.jpeg

20241221_155543-01.jpeg

20241221_161210-01.jpeg

20241221_161156-01.jpeg

20241228_172911-01.jpeg

20241228_172918-01.jpeg

20241225_171905-01.jpeg

20241118_173134.jpg

20250109_175119.jpg

গ্রামীণ পরিবেশ প্রকৃতির বেশ কাছাকাছি প্রতিনিয়ত থাকি বিধায়, ছবিগুলো তোলার সুযোগ হয়েছে। প্রত্যেকটা ছবির লোকেশন আলাদা, তবে তা আমার ছোট উপজেলার ভিতরেই।

লোকেশনঃ গোবিন্দগঞ্জ উপজেলা, গাইবান্ধা।
ডিভাইসঃ Samsung Galaxy S10

ধন্যবাদ সবাইকে


2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZ6f4GKSwLn3BBFmPFifbbr21AhPTJ7XiTPJGbzxXNzpL3AeDnWebvp5DxFE241B8HGEVAr2C8nYkd2N.png

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW787kzcgWYkwvNtA2hFHjZmHJF7T9cU9fuNnktTXyjPQrbBYfZq5mcrxbtVXjuouLjrPEViYtkZQyE2bNmeVzsXTft.png

ডিসকর্ড লিংকঃ
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

ঠিকই বলেছেন অবশ্য, শুক্রবারে যেন বিছানার সাথে সম্পর্কটা একটু বেশি হয়ে যায় ঘুমের তাগিদে। ঠিক তেমনটাই আপনারও হয়েছিল। যাইহোক সেই সুবাদে বেশ চমৎকার এবং মনোরঞ্জনপূর্ণ ফটোগ্রাফি গুলি দেখতে পেলাম। যা আপনার ফোনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। পুরো ফটোগ্রাফি গুলি জুড়ে প্রকৃতির নতুন একটি রূপ উপভোগ করতে পারলাম, ধন্যবাদ।

আন্তরিক ধন্যবাদ ভাই আপনাকে। শুভেচ্ছা রইল।

আজকের লেখাটাও বেশ ভালো লেগেছে। সাথে ছবিগুলো দেখে মনে হচ্ছে প্রকৃতিতেও অলসতা ভিড় করেছে। অবলীলায় যে যার মত সে তার রয়েছে। কেউ কাউকে জ্বালাতে নেই কেউ কারোর দিকে তাকানোর নেই নিজের মতো নিজের সাথে বেঁচে আছে প্রকৃতির প্রতিটা অংশ। ভালো লাগলো আপনার গ্রামের ছবিগুলো দেখে।

খুশি হলাম আপনার মন্তব্য পড়ে।

গ্রামীণ পরিবেশ- প্রকৃতির দারুণসব ছবি পোস্ট করেছেন ভাইয়া। কি ঝকঝকে-পরিস্কার ছবি গুলো! প্রতিটি ছবিই অসাধরণ হয়েছে। তবে প্রথম ছবিটা বেশী ভালো লেগেছে। আর শুক্রবার মানেই নিয়ম উল্টিয়ে দেওয়ার দিন। অগোছালো দিন। আনন্দে কাটুক আজকের দিনটি। ছবি ও লেখা ভালো লেগেছে। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

একদম ঠিক বলেছেন আপু, শুক্রবার মানেই এলোমেলো সময় কাটানো।

বেলাটা অলস হলেও ফটোগ্রাফি গুলো দুর্দান্ত হয়েছে।আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম।বিশেষ করে পথের দুধারে গাছ আর রাঙামাটির পথটি দেখে।😍 অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর কিছু অনুভূতির পাশাপাশি চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

পাঠকের ভালোলাগা,আমার কাছে বড্ড প্রশান্তি।

আপনার ভবঘুরে জীবনের গল্প আর ফটোগ্রাফি গুলো ছিলো অসাধারণ।আপনার ছবি ও বর্ণনায় প্রকৃতির ছোঁয়া আর জীবনের সরলতা অনুভব করতে পেরে খুব ভালো লাগছে। এরকম মনোমুগ্ধকর মুহূর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

ভালো লাগলো আপনার মন্তব্য ভাই।

মাঝেমধ্যে মোবাইলের গ্যালারি ঘাটাঘাটি করতে বেশ ভালোই লাগে। ঘাটাঘাটি করার সময় কিছু কিছু ফটোগ্রাফি দেখলে পুরনো অনেক স্মৃতি মনে পড়ে যায়। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে চোখ দুটি একেবারে জুড়িয়ে গিয়েছে ভাই। প্রতিটি ফটোগ্রাফি জাস্ট অসাধারণ হয়েছে। তাই আলাদা করে কোনো ফটোগ্রাফির প্রশংসা করলাম না। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ ভাই সাবলীল মন্তব্যের জন্য।