এখন কিছুটা সুস্থ তবে পুরোপুরি নই, অ্যান্টিবায়োটিক নেওয়াতে শরীর অনেকটাই দুর্বল হয়ে গিয়েছে। সম্পূর্ণ ডোজ সম্পন্ন করতে কমপক্ষে আরো পাঁচ দিন লাগবে। যেহেতু একদম গৃহবন্দী সময় কাটাচ্ছি, তাই বেশিরভাগ সময় বইয়ের মধ্যেই ডুবে থাকার চেষ্টা করছি।
গ্রামে আসার পর থেকে অনেকগুলো বই নিজের থেকেই সংগ্রহ করেছিলাম, আপাতত সবগুলো বই পড়া শেষ। যেহেতু শহরের বাসায় আরো কিছু বইয়ের সংগ্রহ আছে, তাই মোটামুটি মামাতো ভাইকে শুধুমাত্র শহরের বাসার চাবিটা দিয়ে বইগুলো নিয়ে আসার জন্য পাঠিয়েছিলাম।
মামাতো ভাই ইমু আমার বিপদ-আপদের এর সঙ্গী, যখনই কোন কিছু দরকার পড়ে তখনই ওকে স্মরণ করার চেষ্টা করি। ও অনেকটা ম্যাজিকের মতো কাজ করে ফেলে সবকিছু। এই যে অ্যান্টিবায়োটিক যথাসময়ে নিচ্ছি, তারপর নতুন কিছু বই হাতে পেয়েছি, সবটাই ওর কল্যাণে হয়েছে।
ও আমাকে প্রায়ই বলার চেষ্টা করে, কিভাবে যে এই প্রত্যন্ত অঞ্চলে এসে তুমি জীবনযাপন করছো, এটা ভাবতেই আমি অনেকটা গুলিয়ে যাই। আমি শুধু ওর কথা শুনি আর নিজের থেকেই হাসি।
এটা সত্য, এই গ্রামীণ অঞ্চল শহুরে ইট-পাথরের খাঁচার জীবন থেকে অনেকটাই আলাদা। হয়তো আধুনিকতার ছোঁয়া এখানে তেমনটা এখনো লাগেনি বললেই চলে , তবে তারপরেও এই গ্রামীণ অঞ্চলে থেকে আমি যে প্রশান্তি পাই, তা আর অন্য কোথাও পাই না।
থাক সেসব কথা, হাতে যেহেতু নতুন কিছু বই এসেছে, তাই আর সময় কাটানো নিয়ে দুশ্চিন্তা করছি না। হয়তো বাহ্যিক দিক থেকে শরীরটা অসুস্থ, তবে মনটা তো চাঙ্গা আছে । তাই আপাতত কয়েকটা দিন বই পড়েই, অনায়াসে সময় কাটিয়ে দিতে চাই।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই আপনার মামাতো ভাই ইমুকে প্রায়ই দেখি আপনার যেকোনো কাজ করে দিতে। যাইহোক বইগুলো যেহেতু ইমুর মাধ্যমে শহরের বাসা থেকে আনতে পেরেছেন, তাহলে অসুস্থতার এই সময়টা বইগুলো পড়ে ভালোই কাটবে। অসুস্থ হলেও এন্টিবায়োটিক আমি সহজে খেতে চাই না। কারণ এন্টিবায়োটিক শরীরের একেবারে বারোটা বাজিয়ে দেয়। যাইহোক আপনার দ্রুত সুস্থতা কামনা করছি ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ও আমার মামাতো ভাই হলেও, অনেকটা খুব কাছের। সম্পর্কটাও বেশ দৃঢ়, তাই ওকে ডাকলেই পেয়ে যাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইমু ভাই তো একসময় আমার বাংলা ব্লগে লেখালেখি করত। উনার সাথে কথা হতো তখন। আসলে ভাই ওর এখনও অনেক কিছু জানার দেখার বাকি আছে। আমার বিশ্বাস কয়েক বছর পর ও বলবে গ্রামে থাকাই ভালো শহরের চেয়ে। বই পড়ার চেয়ে ভালো কিছু আর হতে পারে না হয় না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জীবন যেখানে যেমন ভাই, তবে যেভাবে চিন্তা করে। ভালো লাগলো আপনার মন্তব্যটি ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মামাতো ভাই ইমুর মাধ্যমে বইগুলো অনিয়ে অসুস্থকালীন সময়টার জন্য বেশ সুন্দর কিছু সময় কাটাতে পারবেন। বই যেকোনো পরিস্থিতিতে বেশ ভালো মানসিক শান্তির কাজ করে। বই পড়া ভালো একটি গুণ,ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit