বিগত কয়েকটা দিন থেকে ভীষণ মানসিক যন্ত্রণায় ভুগছি। ঠিকঠাক মতো ঘুম আসছে না কিংবা অন্যমনস্ক লাগছে নিজের কাছে। কোনভাবেই কাজে মন বসাতে পারছি না। দিনরাত যে কিভাবে যাচ্ছে, তা বলা কষ্টকর।
নিদ্রাহীন রজনী, দীর্ঘশ্বাস কিংবা অস্থিরতা সবকিছু যেন আমাকে একত্রে ঘায়েল করে ধরেছে। যদিও এমন সমস্যা আমার নতুন না, মূলত অতিরিক্ত দুশ্চিন্তা করলেই, এমন অবস্থার শিকার হতে হয়।
আচ্ছা কেউ কি ইচ্ছে করে উদ্বিগ্ন হতে চায়, মোটেও না। ঘুমের বড়ি গুলোর কার্যকারিতা মনে হয় সম্ভবত আজকাল কমে গিয়েছে। দেখুন না, রোজ সেবন করি তাও ঘুম আসে না। অবসাদ, হতাশা কিংবা সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটের অরাজকতার দৃশ্যপট আমাকে যেন কুরে কুরে খাচ্ছে।
বিগত কয়েকদিন থেকে যতবার সোশ্যাল মিডিয়ার স্ক্রিন স্ক্রল করার চেষ্টা করছি ততবার যেন ভারাক্রান্ত হয়ে গিয়েছি। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী জেলায় রংপুরে প্রকাশ্য দিবালোকে যে ছেলেটাকে গুলি করে হত্যা করা হলো, সেই দৃশ্য যতবার চোখের সামনে ভাসছিল ততবার যেন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। তাছাড়া এ সংশ্লিষ্ট অন্যান্য ছোটখাটো হাজারো ঘটনা তো আছেই।
যার যায় সেই বোঝে, তাছাড়া অন্য কেউ আর কোনভাবেই সেভাবে বুঝতে চায় না কিংবা পারেও না।
বাইজী নাচানো বোঝেন, এ সমাজে আমাদেরকে সেভাবেই নাচানো হচ্ছে। হর্তাকর্তারা যে যেভাবে পারছে সেভাবেই সবাইকে নাচিয়ে ছাড়ছে। অনেকটা হাতের আঙ্গুলের ঝাঁকুনিতে, চোখের ইশারায় কিংবা ইনিয়ে বিনিয়ে কথার প্যাঁচে। কারোই কোন ভ্রূক্ষেপ নেই।
হয়তো আবারও সবকিছুই হর্তাকর্তারা গোঁজামিল দিয়ে, একটা ভিন্ন অধ্যায়ের সূচনা করবে। তবে তারপরেও একটা প্রশ্ন থেকেই যায়, এই যে এতগুলো প্রাণ ঝরে গেল, এতগুলো মানুষ আহত হলো, এ ক্ষতি কি আদৌ পুষিয়ে ওঠা সম্ভব ?
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
![Heroism_3rd.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmRejDSNMUFmRz2tgu4LdFxkyoZYmsyGkCsepm3DPAocEx/Heroism_3rd.png)
VOTE @bangla.witness as witness
![witness_vote.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmW8HnxaSZVKBJJ9fRD93ELcrH8wXJ4AMNPhrke3iAj5dX/witness_vote.png)
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একজন মেধাবী ছেলেকে প্রকাশ্যে যেভাবে গুলি করা হয়েছে এই দৃশ্য দেখার পর সাধারণ মানুষের মনের অবস্থা সত্যিই অনেক খারাপ হয়েছে ভাইয়া। আর চোখ বন্ধ করলেই সেই দৃশ্য দেখতে পাই। সোশ্যাল মিডিয়ায় তো আজকাল ঢোকাই যাচ্ছে না। সবকিছুর শেষ কোথায় আমরা কেউ জানি না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আবু সাঈদ ভাইয়ের মৃত্যুতে অনেক কষ্ট পেয়েছি। বুক পেতে দাঁড়িয়েছিল ছেলেটা। নিষ্ঠুর ভাবে গুলি করা হয়েছে। তাকে দেখে সত্যিই কষ্ট লেগেছে ভাইয়া। এসব দৃশ্য দেখে ভালো থাকা যায় না ভাইয়া। তাই তো সঠিকভাবে ঘুম হচ্ছে না। তবুও চাই সবাই ভালো থাকুক। নিজেদের অধিকার আদায় করুক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মানুষ আর মানুষের জন্য ভাবে না। গদির লোভ বড্ড লোভ৷ কি আর বলব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভীষণ দুঃখজনক ঘটনা ঘটছে বাংলাদেশে। ছাত্র মৃত্যু খুব পীড়া দিয়েছে আমাকেও৷ চোখের সামনে ভিডিওটি দেখার পর থেকে মোটেই ভালো নেই। আপনাদের সকলের জন্য খুব চিন্তায় আছি। কোন যোগাযোগ করতে পারছি না। আর বাংলা ব্লগের এই শূন্যতা মেনে নিতে পারছি না। খুব তাড়াতাড়ি সব স্বাভাবিক হোক এবং আপনারা সকলে ফিরে আসুন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit