সাময়িক সুখ

in hive-129948 •  5 days ago 

কয়েকদিনের টানা গরমে শরীরটা একদম নেতিয়ে গিয়েছিল। ঘুম তো ঠিকঠাক মতো হচ্ছিলই না, সঙ্গে মাথাব্যথা কিছুটা বেড়েছিল। সব মিলিয়ে হালকা শারীরিকভাবে অসুস্থ বোধ করছিলাম। তবে এতকিছুর মাঝেও চেষ্টা করছিলাম একটু প্রশান্তি খোঁজার জন্য।

1000029771.jpg

1000029788.jpg

1000029787.jpg

1000029767.jpg

1000029773.jpg

ভিডিও লিংক

মনে মনে তীব্রভাবে কিছু চাইলে নাকি, তা বাস্তবে পাওয়া যায়। আমার ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়েছে। খুব করে চাচ্ছিলাম মুষলধারে বৃষ্টি হোক। অবশেষে ধরণীকে শীতল করার জন্য, আমার চাওয়া পূর্ণতা পেয়েছে।

এই যে শরীরটা নেতিয়ে গিয়েছিল, প্রচন্ড অস্থিরতা কাজ করছিল নিজের মাঝে, তা যেন মুহূর্তেই হালকা হয়ে গিয়েছিল, বাহিরের প্রকৃতির এমন সৌন্দর্য দেখে। কোনরকমে জানালাটা খুলতেই, হালকা শীতল বাতাস এসে যেন ধাক্কা দিল নিজের ভিতরে। বড্ড সজাগ হয়ে উঠেছিলাম মুহূর্তেই।

অপলক দৃষ্টিতে দেখেই যাচ্ছিলাম বৃষ্টির সৌন্দর্য, এক কথায় অপার্থিব। এই মুহূর্তে যদি বলা হয়, পৃথিবীর সবথেকে সুখী মানুষ কে। তাহলে মনে হয় আমি অনায়াসেই নিজের হাতটা উঁচু করে তুলবো। আপাতত আমিই পৃথিবীর সুখী মানুষ, কেননা খুব কাছ থেকে এমন সৌন্দর্য দেখা কিন্তু ভাগ্যের ব্যাপার।

গত কয়েকদিন থেকেই ভাবছিলাম বই পড়বো, তবে শরীর সায় দেয়নি। আজ সবকিছুই যেন নিজের চাহিদা মতই হয়ে যাচ্ছিল, অবশেষে খোলস ছেড়ে নিজেকে বের করে ফেললাম। পছন্দের লেখক এর একটা বই তুলে নিলাম হাতে।

বাহিরে অবিরাম বৃষ্টি, হিম শীতল বাতাস আর জানালার পাশে বালিশ নিয়ে বই হাতে শুয়ে পড়েছি আমি। আজ আমি ডুবে যাবো, বইয়ের মাঝে।

আমার কাটানো মুহূর্তের উপর ভিত্তি করে ছোট্ট একটা ভিডিও ভাগ করে নিলাম তোমাদের সঙ্গে, তোমরা দেখো আর ভাবো আমার সময়টা কেমন ছিল। এটাই আমার সাময়িক সুখ, এই তার প্রতিচ্ছবি।

ধন্যবাদ।

1000020537.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

আসলেই অনেক গরম পরেছে যার জন্য বাচ্চা থেকে শুরু করে সকলেই ঘুম হচ্ছে না।যার জন্য অনেকেরই মাথা ব্যাথা হচ্ছে। আসলেই এই গরমে এমন বৃষ্টি দেখলে নিজেকে বেশ সুখী মনে হয়।আমাদের এদিকে যদি একটু হতো।আসলেই এই সময় বই পড়ার উপযুক্ত সময়।যাই হোক ভালো লাগলো।ধন্যবাদ

সাময়িক সময়ের জন্য পৃথিবীর সব থেকে সুখী মানুষ মনে হয়েছিল নিজেকে।

আসলে ভাইয়া অতিরিক্ত গরমে বেশির ভাগ মানুষের মাথা ব্যথা। যাইহোক আপনারা অবশেষে বৃষ্টি পেয়েছেন কিন্তু আমাদের এখানে এখনো আসেনি।বৃষ্টি ভিডিও গ্রাফি দেখে অনেক ভালো লাগলো। ইস এমন বৃষ্টি আমাদের এদিকে ও দরকার। এখন নিশ্চয়ই আরামে ঘুমাতে পারবেন। ধন্যবাদ আপনাকে।

আপনাদের ঐদিকেও স্বস্তির বৃষ্টি নামুক, এই কামনাই করছি।

জানালা দিয়ে বাইরের দৃশ্য বেশ সুন্দর দেখাচ্ছে। এখন আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে ভাইয়া। যেহেতু বর্ষার দিন প্রবেশ করতেছে। আমাদের এখানে অনেক বেশি বৃষ্টি এবং বাতাস। এমন ঝুম বৃষ্টিতে বই পড়তে খুবই ভালো লাগে। জানালার পাশে বসে বৃষ্টির দিনে বই পড়ার মজাই আলাদা। অনেক সুন্দর অনুভূতি শেয়ার করলেন ধন্যবাদ আপনাকে।

একদিকে যেমন বই পড়ছিলাম অন্যদিকে তেমন বৃষ্টির রিমঝিম শব্দ কানে আসছিল, সব মিলে ডুবে গিয়েছিলাম বইয়ের মাঝে।

গ্রীষ্মের পরে বহু প্রতীক্ষিত বর্ষা আসার সময়টা সত্যিই বড় মধুর। রবীন্দ্রনাথ এই সময়টাকে নানা রঙে বুনে রাখতেন৷ ঋতুরানী বর্ষা। কত তার রং। আর গ্রীষ্মের প্রবল দাবদাহের পর এই বর্ষা যেন শীতল সুবাস বয়ে নিয়ে আসে আমাদের জন্য। এই তিথিতে আপনার ভালো লাগা প্রকাশ যথার্থ হল। বর্ষা উপভোগ করুন।

এটা সত্য, আমি চেষ্টা করেছি আমার মত করে সময়টা উপভোগ করার জন্য। আপনার মতামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।

মাঝেমধ্যে জীবনে এমন কিছু মুহূর্ত আসে, তখন মনে হয় যে আমিই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। এটা ঠিক মন থেকে আমরা কিছু চাইলে, সেটা অনেক সময় পাওয়া যায়। যাইহোক আপনাকে দেখেই বুঝা যাচ্ছে বেশ ভালো সময় কাটিয়েছেন। তাছাড়া প্রাকৃতিক সৌন্দর্য দেখে চোখ দুটি একেবারে জুড়িয়ে গিয়েছে। বইয়ের নাম তো দেখছি টয়োটা করোলা অর্থাৎ জাপানি গাড়ির একটি সিরিজের নাম। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

সব জায়গায় প্রচন্ড রকম গরম ছিল। একেবারে জীবন অতিষ্ঠ করার মতো। আজকে সকালবেলা আমাদের এখানেও মুষলধারে বৃষ্টি হয়েছে। অনেক গরমের পর হঠাৎ করে যদি এরকম বৃষ্টি আসে তাহলে চারপাশে পরিবেশ এতো করে ঠান্ডা হয়ে যায়। আপনার মনের আশাটা তাহলে পূরণ হয়েছে। বৃষ্টি হওয়াতে আরাম করে বইও পড়তে পেরেছেন। ভিডিওতে বৃষ্টি পড়া দেখতেও ভালো লাগছে। যাই হোক ভালো লাগলো আপনার সুন্দর মুহূর্ত দেখে।

আপনার মতো অবস্থায় থাকলে হয়তো আমিও বলতাম আমি পৃথিবীর সবচাইতে সুখী মানুষ। চমৎকার ছিল আপনার মূহূর্তটা ভাই। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি সঙ্গে বই এর চাইতে ভালো আর কি হতে পারে। বহু কাঙ্ক্ষিত একটা মূহূর্ত এটা।