সমস্যা যখন উভয়মুখী

in hive-129948 •  3 years ago 

রাত তখন সম্ভবত ৯ টা বাজে । গতকাল গ্রামের চেম্বারেও আমাকে যেতে হয়েছে। ভেবেছিলাম যে উইকেন্ড কিন্তু পেশাদারিত্বের কারনে আমাকে যেতে হয়েছে। কারণ অনেকগুলো কাজ ছিল । ক্লান্ত শরীরটা নিয়ে যখন আমি রাত্রিবেলা কোনরকম কর্মস্থল থেকে বের হয়েছি।তখন দূর থেকে দেখছি যে, একটা রাস্তার এক কোনায় একটা ছেলে পপকর্ন পপকর্ন বলে চিল্লাচ্ছে । সারা রাস্তা অন্ধকার কিন্তু একমাত্র তাঁর ছোট দোকানটাতে, সামান্য ব্যাটারি দিয়ে আলোর ব্যবস্থা করা হয়েছে। এ আলো শুধুমাত্র জ্বালাচ্ছে তার জীবিকার জন্য, এ চিল্লানি শুধুমাত্র তার জীবিকার জন্য। যাইহোক মাত্র আট দিনের জন্য লকডাউন শিথিল করেছে আর এর মধ্যেই সবাই ব্যস্ত হয়েছে কর্মের জন্য। কারণ সবাই বাঁচতে চায়, পেট ভরে খেতে চায়।


মাঝে মাঝে একটা জিনিস ভাবি, পৃথিবীতে যদি মানুষের পেট না থাকতো তাহলে মনে হয় মানুষের এত দুঃখ কষ্ট দুর্দশা থাকত না। মানুষের এত চিন্তা ভাবনা কিছুই থাকত না, মানুষের কোন চাহিদাও থাকত না । কারণ সবকিছুই হয় মনে হয় এই পেটের জন্য। কি একটা অবস্থা। একদিকে মহামারী অন্যদিকে পেট। কে শোনে কার কথা । পেট ভরা থাকলে সবকিছু ভালো লাগে কিন্তু পেটে একটু গোলমাল হইলে পুরো পৃথিবী এলোমেলো হয়ে যায়।
স্যার স্যার বলে আমার কানগুলো ভারী করে তুলেছে । এমনিতেই আমার ক্লান্ত শরীর,তার ভিতরে গাড়ি পাচ্ছিনা। খুব একটা মেজাজ ভালো যাচ্ছে না। একদম খিটমিট করছে মেজাজটা। অবশেষে সহকর্মীকে বললাম কয়েক প্যাকেট নিয়ে নাও।যদি মন চায় নিজে খাও । না হলে, তোমার বাচ্চাদের কে দিয়ে দিও। তাও ওর চিল্লাচিল্লি থামাও । সহকর্মী আমার শারীরিক অবস্থা ও পপকর্ন বিক্রেতার মনের অবস্থা বুঝতে পেরেছে। কারণ এখানে সমস্যাগুলো উভয়মুখী। তাই চেষ্টা করা হয়েছে একটু সহানুভূতি দেখানোর জন্য,যাইহোক এই ছিল গতকাল সন্ধ্যার ঘটনা।
20210605_203435.jpg

20210605_203428.jpg

20210605_203446.jpg

20210605_203451.jpg

20210605_203501.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বাস্তবতা বড়ই কঠিন জিনিষ ভাই!
বর্তমান অবস্থা এবং বাস্তবতা আমাদের সেই কঠিন লড়াইয়ের মাঝে ফেলে দিয়েছে, দেখা যাক কতটা বিজয়ী হতে পারি আমরা!

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

ভাইয়া জীবন চলার তাগিদে অনেক কিছুই করতে হয়।

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

করোনা অনেককে অনেক কিছু করতে বাধ্য করে দিয়েছে।

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

বাস্তবতা, মানবিকতা, সহযোগীতা সব কিছু ফুটে উঠেছে এখানে

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য

জীবনটাই এমন।
বাস্তবতার গ্যাড়াকলে আমরা সবাই বন্দী।

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

করোনা অনেককে অনেক কিছু করতে বাধ্য করে দিয়েছে।

বাস্তবতা খুবই নির্মম এবং বিস্ময়কর!ধন্যবাদ আপনাকে।