ভাঙন মানেই শেষ নয়,
কখনও কখনও,
নতুন শুরু হওয়ার আগেও
একটা নিঃশব্দ মৃত্যু দরকার।
কথাগুলোর গভীরতা বড্ড অর্থবহ। দারুণ লিখেছেন ভাই পুরো কবিতা।
আমার কবিতার খাতা থেকে:বিশ্বাস ভাঙন।।০২ ফেব্রুয়ারি ২০২৪
ভাঙন মানেই শেষ নয়,
কখনও কখনও,
নতুন শুরু হওয়ার আগেও
একটা নিঃশব্দ মৃত্যু দরকার।
কথাগুলোর গভীরতা বড্ড অর্থবহ। দারুণ লিখেছেন ভাই পুরো কবিতা।