শরৎ এর আকাশের কিছু রেনডোম ফটোগ্রাফি

in hive-129948 •  2 years ago 

আসসালামু আলাইকুম ,

সবাই কেমন আছেন ,আশা করি ভালোই আছেন ।আজ আমি হাজির হয়েছি নীল আকাশের সকাল থেকে সন্ধ্যা অব্দি কিছু রেনডোম ছবি নিয়ে ।

আকাশে এখন স্নিগ্ধ মেঘের আনাগোনা ,কতই না সুন্দর শরতের আকাশ ,শতবার দেখলেও যেনো মন ভরে না ।
আমার প্রতিদিনের অভ্যেস ঘুম থেকে উঠেই চোখ কচলাতে কচলাতে আকাশ দেখা আবার রাতে ঘুমাতে যাওয়ার আগে আকাশে চাঁদ আছে কিনা তা দেখে তারপর ঘুমাতে যায় ।
তাই আজকের আকাশটা আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে ,মনে হচ্ছিলো পোলার আইসক্রিম কোম্পারির আইসক্রিম গুলো আকাশে ভেসে বেড়াচ্ছে ।

IMG_20221005_142528__01.jpg
ডিভাইস : One plus
লোকেশন: ডেমরা
সময়: ১:২৮

আমি শনিবার একটু দেরি করেই ঘুম থেকে উঠি তবে আজ আমার একজন গার্ডিয়ানের ফোন কলে আমার ঘুম ভেঙে যায় তাড়াতাড়ি ।পরে সেই গার্ডিয়ান কে মনে মনে বকতে বকতে চলে যাই আমার পাশের রুমের দখিনা জানালার পাশে ,যেয়ে দেখি খুবই সুন্দর আকাশ ,দেখেই জীবন স্বার্থক মনে হলে ,আর মনে মনে বললাম যদি তাড়াতাড়ি না উঠতাম তাহলে সৃষ্টিকর্তার এত সুন্দর সৃষ্টি দেখা থেকে বঞ্চিত হতাম।

IMG_20221012_091632__01.jpg
ডিভাইস : One plus
লোকেশন: ডেমরা
সময়: সকাল ৭:১৫

ঠিক যখন সূর্য একটু বেঁকে পৃথিবীতে আলো দেয় তখন তো আকাশের দিকে তাকানো খুবই দুস্কর ।

IMG_20221005_142327__01.jpg

ডিভাইস: One plus
লোকেশন: ডেমরা
সময় : ১২:৪৫

দুপুরে যখন সূর্য 45৹ কোণে কিরণ দিচ্ছে তা গাছের ফাঁকা দিয়ে নীল আকাশ দেখতে খুবই মনোমুগ্ধকর লাগছিলো

IMG_20221005_142542__01.jpg
ডিভাইস: One plus
লোকেশন: ডেমরা
সময় : ৩:৩০

বিকালের মিষ্টি রোদ ,যা দেখতে খুবই ভালো লাগে ।

IMG_20220923_153223__01__01.jpg
ডিভাইস: One plus
লোকেশন: ডেমরা
সময়: ৪:১০

সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে আকাশ টা দেখতে লোহিত বর্ণের মত দেখা যাচ্ছিল,তারমধ্যে আকাশ হঠাৎ একটু মেঘাছন্ন দেখা যাচ্ছিলো।খুবই মনোরম সেই দৃশ্য।

IMG_20221011_154832__01.jpg
ডিভাইস: One plus
লোকেশন: ডেমরা
সময়: ৫:১১

এই তো আমার সারা দিনের আকাশ দেখা এবং তার কিছু আপনাদের সাথে শেয়ার করলাম ,কেমন লাগলো জানাবেন ।

"ধন্যবাদ"

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
  ·  2 years ago (edited)

আপু ছবি গুলো খুব সুন্দর তুলেছেন। শরতের আকাশে আগে এত মেঘ দেখা যেত না। পেজা তুলোর মতো অল্প মেঘ দেখা যেত। বিগত কয়েক বছর ধরে শরৎ কালে বেশি খুব বৃষ্টি হচ্ছে, তাই মেঘের আনাগোনাও বেশি।

জি ভাইয়া ঠিক বলছেন ,শরতের আকাশ অনেক সুন্দর হয় ।আর আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

শরতের আকাশ দেখে তো আমার মনটা একদম ভরে গেল। তুলোর মত মেঘ ভেসে বেড়াচ্ছে আকাশে। ফটোগ্রাফিগুলো তো খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে। মেঘ গুলোর কারণে ফটোগ্রাফি সুন্দরভাবে ফুটে উঠেছে। সত্যি আপনার ফটোগ্রাফি গুলো খুবই মনোমুগ্ধকর ছিল। আমি তো দেখেই মুগ্ধ হয়ে গেলাম।

ধন্যবাদ ,ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য ।

শরৎতের আকাশ সব সময় অসম্ভব সুন্দর হয়। যার প্রমাণ আপনার এই রেনডম ফটোগ্রাফি গুলো দেখলেই বোঝা যাচ্ছে। আপনার ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। সত্যি আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হলাম। অনেক ধন্যবাদ।