আসসালামু আলাইকুম ,
আমি @siddiqua বাংলাদেশ হতে। সবাই কেমন আছেন ,আসা করি ভালোই আছেন ,আমিও বেশ আছি।আজ আমি হাজির হয়েছি নতুন এক শিল্প নিয়ে যা কিনা ডুডল আর্ট নামে পরিচিত।
ডুডল আর্ট বলতে,সাধারণত হিবিজিবি আর্টকে বুঝায় অনেকটা ম্যান্ডেলার মত ।তবে ডুডল আর্ট ওল্ড আর্ট নামে পরিচিত।ডুডল আর্ট গুলো দেখা মাত্রই বুঝা যায় না কি আঁকা হয়েছে ,তবে একটু একটু ভালো করলে কি আঁকা তা বুঝা যায়।
ডুডল আর্ট করতে ধৈর্য আর সময়ের দরকার ,তাই আজ আমি একটু সময় আর ধৈর্য নিয়ে একে নিলাম ডুডল আর্ট ।আর তাই আপনাদের সাথে শেয়ার করছি ।
ডুডল আর্ট করতে আমি যে উপকরণ ব্যবহার করেছি তা নিন্মরূপ:
নং | উপকরণ এর নাম |
---|---|
০১ | সাদা কাগজ |
০২ | পেন্সিল |
০৩ | পেন্সিল কম্পাস |
০৪ | কালার পেন |
প্রথম ধাপ
একটা কাগজে পেন্সিল কম্পাসের সাহায্যে বড় একটা বৃত্ত দেই।
দ্বিতীয় ধাপ
আমি একটি কাচের গ্লাসের শেপ দেওয়ার চেষ্টা করছি ।
তৃতীয় ধাপ
আমি একটি সম্পূর্ণ কাচের গ্লাসের চিত্র একে নিয়েছি
চতুর্থ ধাপ
এখন আমি কিছু লেবুর অংশ কাটা আর একফালি অরেঞ্জ এর অংশ একে নিয়েছি।
পঞ্চম ধাপ
এখন আমি পুরা ডিজাইন টা কালার পেন দিয়েই করবো।
ষষ্ঠ ধাপ
অরেঞ্জ এর ফালি টা কে কালো রং দিয়ে হাইলাইট করে নিয়েছে।
সপ্তম ধাপ
অরেঞ্জের ফালিকে পূর্ন রূপ দেওয়ার চেষ্টা।
অষ্টম ধাপ
কাচের গ্লাসে জুসের অবয়ব আঁকবো
নবম ধাপ
এখন আসে পাশের ফুল গুলো কালার করার পালা
দশম ধাপ
এখন পিছনের ব্যাকগ্রাউন্ড এ নকশা করবো।
শেষ ধাপ
এবং ফাইনালি সিঙ্গনেচার দিয়ে আঁকা শেষ করবো।
এবং হয়ে গেলো আমার ডুডল আর্ট ☺️☺️
আর্ট টি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আপনার ড্রইং সত্যিই অনেক ইউনিক ছিল এবং আপনি অনেক চমৎকার হবে আর ড্রইং টি ফুটিয়ে তুলেছেন। তবে আপনার এক্টিভিটিস অনেক কম আপনি অন্যের পোস্ট পড়েন না বললেই চলে। আশা করি আপনি আপনার এক্টিভিটিস বাড়াবেন। এরপর ও যদি কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই লেভেল ৩ এ আমাকে প্রশ্ন করতে পারেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য,এখন থেকে আমি চেষ্টা করবো আমার কার্যক্রম বৃদ্ধি করতে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ডুডল আর্ট নামটা একদম নতুন শুনলাম। আর ব্যাপারটা নিয়ে এই প্রথম জানলাম। বেশ মজার একটা কনসেপ্ট ছিল। ছবিটা টা মারাত্মক সুন্দর হয়েছে। কালার কম্বিনেশন টা চোখে লাগার মত ছিল একদম 👌। সত্যি বলতে প্রথমে ভেবেছিলাম পৃথিবীর মানচিত্র হয়তো 😉, পরে ভেতরে এসে থিম টা জানলাম 😊। অনেক ভালো লেগেছে।
লাইনটা তে "বোঝা" করে দিলে হয়তো একটু বেশি সুন্দর লাগতো আপু। 🙏
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য ।আর আপনি খুবই বিচক্ষণ ছোট ভুল তাড়াতাড়ি ধরতে পারেন ,আমি ঠিক করে দিচ্ছি ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওয়াও অসাধারণ ডুডল আর্ট এর মাধ্যমে অরেঞ্জ জুস বানিয়েছেন। একদম অসাধারণ লাগলো আমার কাছে। এগুলো তৈরি করতে অনেক ধৈর্যের প্রয়োজন হয়। আমার কাছে আপনার অরেঞ্জ জুস খুব অসাধারণ লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ,আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit