গোল্ড অন সেভেনে একদিন : জন্মদিনের ট্রিট দিলাম বোনকে

in hive-129948 •  2 years ago 

আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন ,আশা করি ভালোই আছেন।আমি ও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি ।
গত ১৯ অক্টোবর আমার জন্মদিন ছিল।আগে এই জন্মদিন কে ঘিরে আমার অনেক প্ল্যান থাকতো তবে এখন আর নাই ।এই তো কয়েক বছর আগেই এক রাত ১২:০০ থেকে আরম্ভ করতাম ম্যাসাজ ,নোটিফিকেশন চেক করা আরেক রাত ১২:০০ পর্যন্ত।কে উইশ করলো ,কে করলো না এগুলা দেখে দেখে মন খুশি হতো আবার দুঃখ ও হতো এই ভেবে কেন আমাকে উইশ করলো না এই কথা ভেবে।
যাই হোক ,এখন অনেক কাছের মানুষ ও ভুলে গেছে আমার জন্মদিনের তারিখ ।

শুধু নিজেকে একটু খুশি রাখার জন্য ,বোনকে নিয়ে বের হয়েছিল আজ ট্রিট দেওয়ার জন্য। ফুডব্যাংক থেকে অনেক খুঁজে খুঁজে খিলগাঁও তালতলা Gold on 7 যাবো এটা সিলেক্ট করলাম।

FB_IMG_1666369488703__01.jpg
ডিভাইস : Poco x2
লোকেশন: Gold on 7

IMG_20221021_190031__01.jpg
ডিভাইস : Poco x2
লোকেশন: Gold on 7

যেহেতু জন্মদিনের ট্রিট তাই প্রথমে আমার দুই বোন খিলগাঁও আজোয়া তে গেলাম একটা প্রেস্ট্রি খেতে ।কারণ জন্মদিনের উৎসব কেক ছাড়া তো শুরু হয় না।

IMG_20221021_181158__01.jpg
ডিভাইস : Poco x2
লোকেশন: Gold on 7

প্রেস্ট্রি টা আমার কাছে মোটেই ভালো লাগে নাই ,,কোন স্বাধ ,ফ্লেভার কিছু নাই ।
তারপর কেক খেয়ে আমরা Gold on 7 খুঁজতে বের হলাম ,এর মধ্যে ফোনে ডাটা ও ছিলো না ম্যাপ দেখবো , পরে একজন ,একজন করে জিজ্ঞাসা করে খুঁজে পেলাম ।

এফবি তে যেমন দেখায় প্লেস টা আসলো তেমন সুন্দর না ,যে এই রেস্টুরেন্টে এর ইন্টারিওর করছে তার মাথায় কোনো ঘিলু নাই ।
যাই হোক ,আমরা যেহেতু দুইজন তাই কর্ণারের আলো আসে এমন সিট বেছে নিয়েছি।
বাসা থেমেই আমরা সিন্ধান্ত নিয়ে গিয়েছিলাম যে আমরা কাপল প্লেটার খাবো যার মূল ৫৯৫ টাকা।

অতএব অর্ডার দেই,এর প্রায় ২০ মিনিট পর ই থাই স্যুপ আর চিকেন অন্থন হাজির।

IMG_20221021_190717__01.jpg
স্যুপ টা খেতে খুবই ভালো ছিলো ,চিকেন আর মাশরুম পরিমান মতোই ছিল ।
স্যুপ খেতে খেতে রাইস চলে আসলো যদি আমরা ওয়েটারকে বলে ছিলাম রাইস টা একটু লেট করে দিতে ।

IMG_20221021_193648__01.jpg
আমি ঢাকা শহরের মেক্সিমাম রেস্টুরেন্টে প্লেটার ট্রাই করেছি গতানুগতিক সব প্লেটার ই প্রায় সেম শুধু দামের হেরফের একটু ।

তবে আজ আমি জীবনের ফাস্ট প্লেটার এর প্লেট খালি করতে পারছি ,কারণ আমার বোন আমাকে হুঁশিয়ারি দিছে যেই অব্দি আমি শেষ করতে না পারবো সেই অব্দি বাসায় যাবে না ।

প্লেটার শেষ করে আমার একটা শখের খাবার অর্ডার দিলাম ।যা আমি একবছর যাবৎ অনলাইনে দেখে সেই থেকেই স্বাধ গ্রহণের ইচ্ছা আর সেটি হলো Heaven breath

https://youtube.com/shorts/gKCvT5UyvG4?feature=share

IMG-20221021-WA0014__01.jpg

ডিভাইস : Poco x2
লোকেশন: Gold on 7

যখন আমি অনলাইনা দেখেছিলাম তখন এটাকে ঠান্ডা আইসক্রিম ভেবেছিলাম ,তবে আইসক্রিম ভেবে আজ ধোকা খেয়েছি এটা পপকর্ন চিপ তারমধ্যে লিকুইড নাইট্রোজেন দেওয়া যায় ফলে স্মোক বের হয় আর দেখলে মনে হয় ১৯/২০ খাইছি😂😂.

এটা কোনো খাবারের মধ্যে ও পরে না ,বাঙ্গালীর শখের তোলা আশি টাকা তাই ট্রাই করলাম।

এটার দাম ছিল ৩১৫ টাকা ভ্যাটসহ।😥
তবুও দুঃখ নেই অনেক ছবি আর ভিডিও করতে পেরে টাকার দুঃখ ভুলে গেছি ।

এভাবেই জন্মদিনের ট্রিট বোনকে দিলাম ,সময় টা ভালোই লেগেছে ।সময় টা আরো বেশি স্মরণীয় হয়েছে Heaven Breath এর জন্য।

সবাই আমার জন্য দোয়া করবেন । আমার জীবনের সকল আশা ই পূরণ হয়েছে ,যা আমি চেয়েছি এই বয়স কালে ।তবে মাঝে মাঝে মনে হয় সঠিক মানুষ ও মনুষ্যত্বের জন্য অনেক অনেক দোয়া প্রয়োজন যার ফলে হেদায়াত নামক নিয়ামতের অধিকারী আমি হতে পারবো।এই জীবনে শুধু এতটুকুই চাওয়া আমার।

আজ এই পর্যন্তই ,আবার হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে।

"ধন্যবাদ"

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রথমেই আপনাকে জানাই বিলেটেড হ্যাপি বার্থডে। ঈশ্বর আপনার মঙ্গল করুক।

ধীরে ধীরে একটা সময় আসবে গুটি কয়েক মানুষ বাদ দিয়ে সবাই দূরে সরে যাবে। সেটা কিন্তু মন্দ নয়, আসলে তখন বুঝতে পারবেন যে আপন আর কে পর।

ধন্যবাদ দাদা,,,যতই দিন যাচ্ছে ,বয়স বাড়ছে ততই একা হয়ে যাচ্ছি ।আর ভাবছি আগে যারা ছিল সবাই সময়ের প্রয়োজনে ,তবে এখন কথা বা মনের কিছু প্রকাশ করার মত মানুষই খুঁজে পাই না।

প্রথমে আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই যদিও লেটে। আসলে একটা সময় জন্মদিনটা খুব স্পেশাল থাকে। তার সাথে আবার অনেকজন থাকে যারা অনেক উইশ এমন কি সেলিব্রেশন করে। কিন্তু একটা সময় দেখা যায় যে সবাই আস্তে আস্তে দূরে যেতে থাকে। সময়ে বলা যায় কে কতটা আপন। বোনকে নিয়ে অনেক সুন্দর সময় কাটিয়েছেন। দুই বোন মিলে একসাথে দিনটাকে স্মরণীয় করে তুলেছেন। বিশেষ করে খাওয়া দাওয়ার মাধ্যম গুলো বেশ ভালো লাগলো।

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

আসলে জন্মদিন নিয়ে কখনোই সেরকম ভাবে কোন কিছু প্লান ঘুরতে যাওয়া বা খাওয়া-দাওয়া এরকম মুহূর্ত কখনোই কাটানো হয়নি। আসলে জন্মদিন কে ঘিরে কোন কিছু করতে আমার মোটেও ইচ্ছে করেনা অনেকেই দেখি ফেসবুকে উইশ করে মেসেজে উইশ করে, মাঝে মাঝে কারো রিপ্লে দিই আবার কারো কারো রিপ্লাই দিই না। সত্যি বলতে একটা সময় এসে এগুলো আর ভালো লাগবে না, একটা সময় অতিবাহিত করার পরে সময়ের সাথে সাথে এটা বড্ড বেমানান মনে হবে। যাইহোক জন্মদিনের উপলক্ষে বোনের সঙ্গে অনেক চমৎকার একটি মুহূর্ত অতিবাহিত করেছেন দেখে খুবই ভালো লাগলো। আসলে অসময়ে যারা পাশে থাকে তারাই তো উপকৃত ভালোবাসার মানুষ।