আমিও ভাই পুরান ঢাকা থাকি, আপনার বিষটা জেনে খুবই খারাপ লাগলো। বাসা ভাড়া দেওয়ার সময় তাদের ভাষ্যমতে তাদের বাসায় কোনো সমস্যা থাকে না। তবে কিছুদিন গেলেই দেখবেন নানা রকম সমস্যা। আর বড় কথা হচ্ছে একটা বাসা হুটহাট পরিবর্তন করা যে কি কঠিন যারা করে তারাই বুঝে। তবে কিছুই করার নাই নিরবে সহ্য করা ছাড়া। আমার বাসায় চরম গ্যাসের সমস্যা সকালের রান্না ভোরে না করতে পারলে বিকেলে সকালের রান্না করতে হবে। একদম বাজে অবস্থা।
শুটকি দিয়ে কাঁঠালের বিচি ও কচুর লতির রেসিপি এটি অনেক জনপ্রিয় গ্রামের দিকে। আমি অনেক বার খেয়েছি এই রেসিপি৷ আপনার রেসিপি দেখেই বুঝা যাচ্ছে অনেক মজার হয়েছে। ধন্যবাদ ভাই আমাদের সাথেই এই অসাধারণ রেসিপি শেয়ার করার জন্য।